ETV Bharat / entertainment

বিদেশেও 'কল্কি 2898 এডি'র বড় রেকর্ড, মুক্তির আগেই মাত বক্সঅফিসে - Kalki 2898 AD advance booking - KALKI 2898 AD ADVANCE BOOKING

Kalki 2898 AD Tickets Sell: শুধু দেশে নয়, প্রভাসের ছবি 'কল্কি 2898 এডি' ঘিরে উচ্ছ্বাস বিদেশের মাটিতেও ৷ উত্তর আমেরিকায় তার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি ৷ টিকিট বিক্রিতে তৈরি হল রেকর্ড ৷

Kalki 2898 AD Tickets Sell
'কল্কি 2898 এডি'র অঅযআডভান্স বুকিং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 4:03 PM IST

হায়দরাবাদ, 25 জুন: আন্তর্জাতিক স্তরে বক্সঅফিসে 'কল্কি 2898 এডি' নিয়ে উত্তেজনার পারদ চড়েছে ৷ প্রভাস অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন সেলুলয়েডের পর্দায় এই বছরের সবচেয়ে বড় ছবি দেখার জন্য ৷ ইতিমধ্যেই মাইথলজি নির্ভর সাইন্স ফিকশন এই ছবি উত্তর আমেরিকায় তৈরি করেছে রেকর্ড ৷ প্রথম দিনের টিকিট বিক্রির ক্ষেত্রে নজর কেড়েছে কল্কি 2898 এডি ৷

প্রথমদিনের টিকিট বিক্রিতে প্রভাসের ছবি যে মাইলস্টোন ছুঁয়েছে, উত্তর আমেরিকায় তা এখনও পর্যন্ত অন্য কোন ভারতীয় ছবি ছুঁতে পারেনি ৷ টিকিটের দাম বেশি হলেও তা বিক্রি হচ্ছে হু-হু করে ৷ জানা গিয়েছে, প্রায় 2.7 লাখ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ ফলে ভারতের পাশাপাশি বিদেশের মাটিতে কল্কি ব্যাপক আয় করবে বলেই মনে করছে ছবির টিম ৷ শুধু তাই নয়, তেলুগু সুপারস্টার হিসাবে প্রভাসের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে বিদেশের মাটিতে ৷

সমীক্ষা অনুসারে, সোমবারের হিসাব অনুযায়ী, 'কল্কি 2898 এডি'র দেশে টিকিট বিক্রি হয়েছে 2 লাখ 73 হাজার 54টি ৷ ফলে মুক্তির আগেই ছবি আয় করে নিয়েছে 15.92 কোটি টাকা ৷ অন্যদিকে, দক্ষিণ ভারতের প্রেক্ষাগৃহের ছবিও একই রকম ৷ প্রতিটি প্রেক্ষাগৃহে বিভিন্ন শোয়ের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ প্রি-রিলিজ ইভেন্টের পর উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছবির অ্যাডভান্স বুকিং তাক লাগানোর মতোই ৷

প্রসঙ্গত, নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি'র দ্বিতীয় ট্রেলার ইতিমধ্যেই এসেছে সামনে ৷ ছবিতে প্রভাসের চরিত্রের নাম ভৈরব ৷ মাইথোলজি অনুসারে যা ভগবান বিষ্ণুর আর এক নাম ৷ অন্যদিকে, অমিতাভ বচ্চনকে দেখা যাবে অশ্বত্থামার চরিত্রে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানি ৷ বিভিন্ন ভাষায় প্রভাসের 'কল্কি 2898 এডি' মুক্তি পাবে 2ডি'র পাশাপাশি আইম্যাক্স, 4ডিএক্স, ও থ্রিডি-তে 27 জুন ৷

হায়দরাবাদ, 25 জুন: আন্তর্জাতিক স্তরে বক্সঅফিসে 'কল্কি 2898 এডি' নিয়ে উত্তেজনার পারদ চড়েছে ৷ প্রভাস অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন সেলুলয়েডের পর্দায় এই বছরের সবচেয়ে বড় ছবি দেখার জন্য ৷ ইতিমধ্যেই মাইথলজি নির্ভর সাইন্স ফিকশন এই ছবি উত্তর আমেরিকায় তৈরি করেছে রেকর্ড ৷ প্রথম দিনের টিকিট বিক্রির ক্ষেত্রে নজর কেড়েছে কল্কি 2898 এডি ৷

প্রথমদিনের টিকিট বিক্রিতে প্রভাসের ছবি যে মাইলস্টোন ছুঁয়েছে, উত্তর আমেরিকায় তা এখনও পর্যন্ত অন্য কোন ভারতীয় ছবি ছুঁতে পারেনি ৷ টিকিটের দাম বেশি হলেও তা বিক্রি হচ্ছে হু-হু করে ৷ জানা গিয়েছে, প্রায় 2.7 লাখ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ ফলে ভারতের পাশাপাশি বিদেশের মাটিতে কল্কি ব্যাপক আয় করবে বলেই মনে করছে ছবির টিম ৷ শুধু তাই নয়, তেলুগু সুপারস্টার হিসাবে প্রভাসের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে বিদেশের মাটিতে ৷

সমীক্ষা অনুসারে, সোমবারের হিসাব অনুযায়ী, 'কল্কি 2898 এডি'র দেশে টিকিট বিক্রি হয়েছে 2 লাখ 73 হাজার 54টি ৷ ফলে মুক্তির আগেই ছবি আয় করে নিয়েছে 15.92 কোটি টাকা ৷ অন্যদিকে, দক্ষিণ ভারতের প্রেক্ষাগৃহের ছবিও একই রকম ৷ প্রতিটি প্রেক্ষাগৃহে বিভিন্ন শোয়ের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ৷ প্রি-রিলিজ ইভেন্টের পর উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছবির অ্যাডভান্স বুকিং তাক লাগানোর মতোই ৷

প্রসঙ্গত, নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি'র দ্বিতীয় ট্রেলার ইতিমধ্যেই এসেছে সামনে ৷ ছবিতে প্রভাসের চরিত্রের নাম ভৈরব ৷ মাইথোলজি অনুসারে যা ভগবান বিষ্ণুর আর এক নাম ৷ অন্যদিকে, অমিতাভ বচ্চনকে দেখা যাবে অশ্বত্থামার চরিত্রে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানি ৷ বিভিন্ন ভাষায় প্রভাসের 'কল্কি 2898 এডি' মুক্তি পাবে 2ডি'র পাশাপাশি আইম্যাক্স, 4ডিএক্স, ও থ্রিডি-তে 27 জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.