ETV Bharat / entertainment

6 দিনেই কল্কি 700 কোটি ছুঁইছুঁই, বিশ্ব বক্স অফিসে নয়া নজির প্রভাসের - Kalki 2898 AD Nears Rs 700 Cr Mark - KALKI 2898 AD NEARS RS 700 CR MARK

Kalki 2898 AD Nears Rs 700 Cr Mark: প্রভাস অভিনীত কল্কি 2898 এডি-র বিরাট সাফল্য বক্সি অফিসে ৷ মাত্র ছয় দিনে বিশ্বজুড়ে বক্স অফিসে 600 কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি ৷ এর বিশ্বব্যাপী সংগ্রহ 680 কোটি টাকা । উইকেন্ডের পাশাপাশি কাজের দিনেও এই ছবি ভালোই খেলছে বক্স অফিসে ৷

ETV BHARAT
6 দিনেই কল্কি 700 কোটি ছুঁইছুঁই (ছবি: ইনস্টাগ্রাম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 7:23 PM IST

হায়দরাবাদ, 3 জুলাই: দুরন্ত সাফল্য অর্জন নাগ অশ্বিনের কল্কি 2898 এডি-র ৷ প্রভাস অভিনীত এই সাই-ফাই এপিক মুক্তির মাত্র ছয় দিনের মধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে 700 কোটি টাকার গণ্ডি ছোঁয়ার মুখে ৷ পঞ্চম ও ষষ্ঠ দিনে আয় সামান্য কমলেও, এই ছবির মোট সংগ্রহ এর নির্মাণ বাজেটকে অনেকটাই ছাপিয়ে গিয়েছে ৷

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, এই মুভি বিশ্বব্যাপী 680 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷ ভারতে এখনও পর্যন্ত এই ছবির মোট আয় 370.2 কোটি টাকা । এর মধ্যে তেলুগু-ভাষী অঞ্চলগুলি 193.3 কোটি টাকা সংগ্রহ করে ছবিটির সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ৷ বাহুবলী ফ্র্যাঞ্চাইজি এবং সালারের পরে কল্কি 2898 এডি এখন প্রভাসের চতুর্থ ফিল্ম, যা বিশ্বব্যাপী 600 কোটি টাকারও বেশি ব্যবসা করল ৷

সমস্ত ভাষা মিলিয়ে বিশ্বব্যাপী সংগ্রহে মুভিটি 700 কোটি টাকার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে ৷ নির্মাতারা বুধবার ঘোষণা করেছেন যে, মঙ্গলবার ছবিটি 55 কোটি টাকার ব্যবসা করেছে ৷ তার ফলে এর মোট আয় হয়েছে 680 কোটি টাকা । সফল সপ্তাহান্তের পর কাজের দিনগুলিতেও আয়ের একটি স্থির গতি বজায় রেখেছে কল্কি ।

নাগ অশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি একটি আকর্ষক ডাইস্টোপিয়ান সাই-ফাই আখ্যান ৷ ভৈরবের চরিত্রে অভিনয় করা প্রভাস একজন বাউন্টি হান্টার, যিনি কমপ্লেক্সে একটি জায়গা সুরক্ষিত করার জন্য পর্যাপ্ত ইউনিট সংগ্রহ করার চেষ্টায় মত্ত ৷ ফিল্মটিতে ভৈরবের বিশ্বস্ত এআই বট বুজ্জির কণ্ঠস্বর কীর্তি সুরেশের ৷ এছাড়াও অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান যথাক্রমে অশ্বত্থামা, সুমতী এবং সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন । নেগেটিভ রোলে সবার প্রশংসা কুড়িয়েছেন বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও ৷

হায়দরাবাদ, 3 জুলাই: দুরন্ত সাফল্য অর্জন নাগ অশ্বিনের কল্কি 2898 এডি-র ৷ প্রভাস অভিনীত এই সাই-ফাই এপিক মুক্তির মাত্র ছয় দিনের মধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে 700 কোটি টাকার গণ্ডি ছোঁয়ার মুখে ৷ পঞ্চম ও ষষ্ঠ দিনে আয় সামান্য কমলেও, এই ছবির মোট সংগ্রহ এর নির্মাণ বাজেটকে অনেকটাই ছাপিয়ে গিয়েছে ৷

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, এই মুভি বিশ্বব্যাপী 680 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷ ভারতে এখনও পর্যন্ত এই ছবির মোট আয় 370.2 কোটি টাকা । এর মধ্যে তেলুগু-ভাষী অঞ্চলগুলি 193.3 কোটি টাকা সংগ্রহ করে ছবিটির সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ৷ বাহুবলী ফ্র্যাঞ্চাইজি এবং সালারের পরে কল্কি 2898 এডি এখন প্রভাসের চতুর্থ ফিল্ম, যা বিশ্বব্যাপী 600 কোটি টাকারও বেশি ব্যবসা করল ৷

সমস্ত ভাষা মিলিয়ে বিশ্বব্যাপী সংগ্রহে মুভিটি 700 কোটি টাকার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে ৷ নির্মাতারা বুধবার ঘোষণা করেছেন যে, মঙ্গলবার ছবিটি 55 কোটি টাকার ব্যবসা করেছে ৷ তার ফলে এর মোট আয় হয়েছে 680 কোটি টাকা । সফল সপ্তাহান্তের পর কাজের দিনগুলিতেও আয়ের একটি স্থির গতি বজায় রেখেছে কল্কি ।

নাগ অশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি একটি আকর্ষক ডাইস্টোপিয়ান সাই-ফাই আখ্যান ৷ ভৈরবের চরিত্রে অভিনয় করা প্রভাস একজন বাউন্টি হান্টার, যিনি কমপ্লেক্সে একটি জায়গা সুরক্ষিত করার জন্য পর্যাপ্ত ইউনিট সংগ্রহ করার চেষ্টায় মত্ত ৷ ফিল্মটিতে ভৈরবের বিশ্বস্ত এআই বট বুজ্জির কণ্ঠস্বর কীর্তি সুরেশের ৷ এছাড়াও অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান যথাক্রমে অশ্বত্থামা, সুমতী এবং সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন । নেগেটিভ রোলে সবার প্রশংসা কুড়িয়েছেন বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.