ETV Bharat / entertainment

বক্স অফিসে কর্তৃত্ব অব্যাহত, 12 দিনে কত আয় কল্কির ? - Kalki 2898 AD BO Day 12 - KALKI 2898 AD BO DAY 12

Kalki 2898 AD Box Office Day 12: প্রভাস অভিনীত কল্কি 2898 এডি বক্স অফিসে নিজের কর্তৃত্ব বজায় রেখেছে ৷ যদিও ফিল্মের ব্যবসার গ্রাফ কিছুটা নেমেছে তার দ্বিতীয় সোমবারে ৷ এদিন এই ছবির ভারতে মোট সংগ্রহ 521 টাকা ।

ETV BHARAT
বক্স অফিসে কর্তৃত্ব অব্যাহত কল্কির (ছবি: ইনস্টাগ্রাম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 12:29 PM IST

হায়দরাবাদ, 9 জুলাই: বক্স অফিসে এখনও কর্তৃত্ব বজায় রেখেছে নাগ অশ্বিনের পৌরাণিক সাই-ফাই ফিল্ম কল্কি 2898 এডি ৷ প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, এবং কমল হাসান অভিনীত এই ছবি প্রিমিয়ারের পর থেকেই রেকর্ড ভাঙার মুডে এগিয়ে চলেছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির পর থেকে কল্কি 2898 এডি 12 দিনে ভারতে 521.4 কোটি টাকা আয় করেছে ।

মাত্র 11 দিনে এই মুভি গ্লোবাল বক্স অফিসে 900 কোটি টাকার ব্যবসা করেছে ৷ 27 জুন মুক্তির দিন 95.3 কোটি টাকা দিয়ে খাতা খোলার পর, কল্কি 2898 এডি-র আয় শুক্রবার হ্রাস পায়, সেদিন আয় হয় 59.3 কোটি টাকা । এর প্রথম সপ্তাহান্তে বিশেষত শনিবার ব্যবসা অনেকটা বাড়ে ৷ আয় হয় মোট 66.2 কোটি টাকা ৷ রবিবার এই সংখ্যাটা আরও বেড়ে হয় 88.2 কোটি টাকা ৷

এরপর প্রথম সপ্তাহের আয় আবারও কমে ৷ সোমবার 34.15 কোটি টাকা, মঙ্গলবার 27.05 কোটি টাকা, বুধবার 22.7 কোটি টাকা, বৃহস্পতিবার 21.8 কোটি টাকা এবং শুক্রবার 16.9 কোটি টাকা আয় হয় । তবে দ্বিতীয় সপ্তাহান্তে ফের এক লাফে বাড়ে ব্যবসা ৷ শনিবার 34.15 কোটি টাকা এবং রবিবার 44.35 কোটি টাকা আয় করেছে প্রভাসের ফিল্ম । মুক্তির পর দ্বিতীয় সোমবার, অর্থাৎ 8 জুলাই ছবিটির আয় 74.41 শতাংশ কমে 11.35 কোটি টাকা ৷

কল্কি 2898 এডি পৌরাণিক এবং বিজ্ঞান কল্পকাহিনীর উপাদানগুলিকে একত্রিত করে তৈরি করা হয়েছে । অমিতাভ বচ্চন ভারতীয় পৌরাণিক ব্যক্তিত্ব অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন, অন্যদিকে প্রভাস কাশীর বাউন্টি হান্টার ভৈরবের ভূমিকায় এবং দীপিকা এসইউ-এম80 চরিত্রে অভিনয় করেন । কমপ্লেক্সের নেতা সুপ্রিম ইয়াসকিনের ভূমিকায় ছিলেন কমল হাসান । এছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়, ম্রুণাল ঠাকুর, দিশা পাটানি, বিজয় দেবরেকোণ্ডা-সহ আরও অনেকে ছিলেন এই ছবিতে ৷ 600 কোটি টাকা বাজেটে তৈরি করা ফিল্ম কল্কি 2898 এডি ভারতে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র । এটি 27 জুন পাঁচটি ভিন্ন ভাষায় মুক্তি পায় এবং বর্তমানে এটি উত্তর আমেরিকার শীর্ষ 10টি সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মধ্যে একটি।

হায়দরাবাদ, 9 জুলাই: বক্স অফিসে এখনও কর্তৃত্ব বজায় রেখেছে নাগ অশ্বিনের পৌরাণিক সাই-ফাই ফিল্ম কল্কি 2898 এডি ৷ প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, এবং কমল হাসান অভিনীত এই ছবি প্রিমিয়ারের পর থেকেই রেকর্ড ভাঙার মুডে এগিয়ে চলেছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির পর থেকে কল্কি 2898 এডি 12 দিনে ভারতে 521.4 কোটি টাকা আয় করেছে ।

মাত্র 11 দিনে এই মুভি গ্লোবাল বক্স অফিসে 900 কোটি টাকার ব্যবসা করেছে ৷ 27 জুন মুক্তির দিন 95.3 কোটি টাকা দিয়ে খাতা খোলার পর, কল্কি 2898 এডি-র আয় শুক্রবার হ্রাস পায়, সেদিন আয় হয় 59.3 কোটি টাকা । এর প্রথম সপ্তাহান্তে বিশেষত শনিবার ব্যবসা অনেকটা বাড়ে ৷ আয় হয় মোট 66.2 কোটি টাকা ৷ রবিবার এই সংখ্যাটা আরও বেড়ে হয় 88.2 কোটি টাকা ৷

এরপর প্রথম সপ্তাহের আয় আবারও কমে ৷ সোমবার 34.15 কোটি টাকা, মঙ্গলবার 27.05 কোটি টাকা, বুধবার 22.7 কোটি টাকা, বৃহস্পতিবার 21.8 কোটি টাকা এবং শুক্রবার 16.9 কোটি টাকা আয় হয় । তবে দ্বিতীয় সপ্তাহান্তে ফের এক লাফে বাড়ে ব্যবসা ৷ শনিবার 34.15 কোটি টাকা এবং রবিবার 44.35 কোটি টাকা আয় করেছে প্রভাসের ফিল্ম । মুক্তির পর দ্বিতীয় সোমবার, অর্থাৎ 8 জুলাই ছবিটির আয় 74.41 শতাংশ কমে 11.35 কোটি টাকা ৷

কল্কি 2898 এডি পৌরাণিক এবং বিজ্ঞান কল্পকাহিনীর উপাদানগুলিকে একত্রিত করে তৈরি করা হয়েছে । অমিতাভ বচ্চন ভারতীয় পৌরাণিক ব্যক্তিত্ব অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন, অন্যদিকে প্রভাস কাশীর বাউন্টি হান্টার ভৈরবের ভূমিকায় এবং দীপিকা এসইউ-এম80 চরিত্রে অভিনয় করেন । কমপ্লেক্সের নেতা সুপ্রিম ইয়াসকিনের ভূমিকায় ছিলেন কমল হাসান । এছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়, ম্রুণাল ঠাকুর, দিশা পাটানি, বিজয় দেবরেকোণ্ডা-সহ আরও অনেকে ছিলেন এই ছবিতে ৷ 600 কোটি টাকা বাজেটে তৈরি করা ফিল্ম কল্কি 2898 এডি ভারতে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র । এটি 27 জুন পাঁচটি ভিন্ন ভাষায় মুক্তি পায় এবং বর্তমানে এটি উত্তর আমেরিকার শীর্ষ 10টি সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মধ্যে একটি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.