হায়দরাবাদ, 22 জুলাই: ভারতীয় সিনেমায় 'আরআরআর' ঐতিহাসিক মুহূর্ত যোগ করেছে ৷ এসএস রাজামৌলির এই ছবি ভারতে এনেছে অস্কার ৷ রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবিকে পিছনে ফেললেন 'বাহুবলি' খ্যাত তারকা প্রভাস ৷ বক্সঅফিস কালেকশনের দিক থেকে 'আরআরআর'-কে পিছনে ফেলল 'কল্কি 2898 এডি' ৷ চতুর্থতম সপ্তাহে এই ছবির আয় বেড়েছে প্রায় 37 শতাংশ ৷
ইন্ডাষ্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, শনিবার 'কল্কি' আয় করেছে 6.1 কোটি টাকা ৷ রবিবার 37.7 শতাংশ আয় বেড়ে ঘরে এসেছে 8.25 কোটি টাকা ৷ ফলে ভারতে ছবির মোট কালেকশন গিয়ে দাঁড়াল 616.70 কোটি টাকা ৷ অন্যদিকে, শুধুমাত্র হিন্দিভাষায় এই ছবি আলাদা বেঞ্চমার্ক ছুঁয়েছে ৷ দক্ষিণী তারকা প্রভাসের 'কল্কি' হিন্দি ফিল্ম ইন্ডাষ্ট্রিতে জায়গা পেল থার্ড হাইয়েস্ট-গ্রসিং ছবি হিসাবে ৷ হিন্দিতে ছবির আয় 275.9 কোটি টাকা ৷ যে কারণে পিছনে পড়ল 'আরআরআর' ছবি, যা হিন্দি ভাষায় আয় করে 272 কোটি টাকা ৷
তবে বক্সঅফিসে একা যে 'কল্কি' ব্যাট চালাচ্ছে তা কিন্তু নয় ৷ প্রতিযোগিতায় রয়েছে অক্ষয় কুমারের 'সরফিরা' ও ভিকি কৌশল-তৃপ্তি দামরির 'ব্যাড নিউজ' ৷ অবশ্য অক্ষয়ের ছবি স্ট্রাগল করছে বক্সঅফিসে ৷ অন্যদিকে, ভিকি কৌশলের রম-কম ছবি এখনও পর্যন্ত ধরে রাখতে পেরেছে বক্সঅফিস মার্কেট ৷ পাশাপাশি দক্ষিণী তারকা কমল হাসানের 'ইন্ডিয়ান 2' বক্সঅফিসে শুরুটা ভালো করলেও পরে তা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ৷
আপাতত ভারতীয় বক্সঅফিসে 650 কোটি টাকা ঘরে তোলার লক্ষ্যে 'কল্কি 2898 এডি' ৷ পাশাপাশি, গ্লোবাল বক্সঅফিসেও প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত ছবি আয় করে ফেলেছে 1000 কোটি টাকার বেশি ৷