ETV Bharat / entertainment

বক্স অফিসে ধুন্ধুমার ব্যাটিং, বিশ্বব্যাপী আয়ে বিরাট রেকর্ডের পথে কল্কি - KALKI 2898 AD BO DAY 8

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 12:47 PM IST

Updated : Jul 5, 2024, 1:21 PM IST

KALKI 2898 AD BO COLLECTION DAY 8: অষ্টম দিনে কল্কি 2898 এডি দেশে 22.30 কোটি টাকা আয় করেছে ৷ যে গতি বজায় রেখে এই ছবি এগোচ্ছে, তাতে বিশ্বব্যাপী সংগ্রহে প্রভাসের ফিল্ম শিগগিরই 1000 কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে মনে করা হচ্ছে ৷ বিশ্বব্যাপী আয় ইতিমধ্যেই 700 কোটি ছাপিয়ে গিয়েছে ৷

ETV BHARAT
দেশে 400 কোটি পার কল্কির (ছবি)

হায়দরাবাদ, 5 জুলাই: বক্স অফিসে নয়া রেকর্ডের পথে কল্কি 2898 এডি ৷ দেশে মুক্তির দিনেই 95 কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল প্রভাসের ফিল্ম ৷ ইতিমধ্যে ব্যবসা বিশ্বব্যাপী 700 কোটি টাকা ছাপিয়ে গিয়েছে । বক্স অফিসে এই অসাধারণ দৌড় দেখে ইঙ্গিত মিলছে যে, এই ছবি খুব শিগগিরই 1000 কোটি টাকার আয় পেরিয়ে যাবে ৷ আর সেটা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রভাসের দ্বিতীয় চলচ্চিত্রের প্রবেশ ঘটবে 1000 কোটির ক্লাবে ৷

মাত্র এক সপ্তাহের মধ্যে কল্কি 2898 এডি 2024 সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে ৷ এটি হৃতিক রোশনের ফাইটারকেও টপকে গিয়েছে । কল্কি দেশজুড়ে 414 কোটি টাকা আয় করেছে, শুধুমাত্র এর হিন্দি সংস্করণটির অবদানই 160 কোটি টাকারও বেশি । এদিকে, তেলুগু রিলিজ এখনও পর্যন্ত 210 কোটি টাকা আয় করেছে ।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুসারে, অষ্টম দিনে কল্কি 2898 এডি দেশে 22.30 কোটি টাকা আয় করেছে ৷ তার আগের দিনও প্রায় এই পরিমাণই আয় হয়েছিল ৷ সপ্তম দিনের সংগ্রহ ছিল 22.25 কোটি টাকা ৷ মুক্তির পর প্রথম সপ্তাহান্তে দর্শকদের হলমুখী করায় কিছুটা পিছিয়ে থাকলেও, চলচ্চিত্রটি তার গতি বজায় রাখে এবং দ্বিতীয় সপ্তাহান্তে তার আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ।

প্যান-ইন্ডিয়ায় সফল হিসাবে উঠে আসা কল্কি 2898 এডি আগামী দিনগুলিতে বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভেঙে দেবে বলে অনুমান করা হচ্ছে ৷ তবে এর চূড়ান্ত পরীক্ষা এখনও বাকি ৷ এই ছবি বাহুবলী: দ্য কনক্লুশন এবং কেজিএফ: চ্যাপ্টার 2-এর মতো ব্লকবাস্টারগুলির আজীবন উপার্জনকে ছাপিয়ে যেতে পারে কি না সেটাই বড় চ্যালেঞ্জ ৷ বাহুবলী ও কেজিএফ-এর এই দুটি ছবি বিশ্বব্যাপী 1200 কোটি টাকারও বেশি আয় করেছে । ট্রেড পন্ডিতরা অবশ্য নিশ্চিত যে, কল্কি 2898 এডি শীঘ্রই 1000 কোটি টাকার ক্লাবে ঢুকে পড়বে ৷

বিশ্বব্যাপী কল্কি 2898 এডি সাত দিনে 700 কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ৷ অষ্টম দিনে এটি 750 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে ৷ যদিও অফিসিয়াল পরিসংখ্যান এখনও মেলেনি ৷

উল্লেখ্য, আমির খানের দঙ্গল (2016) প্রথম ভারতীয় চলচ্চিত্র, যা বিশ্বব্যাপী 1000 কোটি টাকা আয় করেছিল ৷ এই ছবি দেশের বাজারে 512 কোটি টাকা অর্জন করে । অপরদিকে, প্রভাসের 'বাহুবলী 2: দ্য কনক্লুশন' শুধুমাত্র ভারতেই 1429 কোটি টাকা আয় করেছে ৷ দেশের বক্স অফিসে 1000 কোটি টাকার ক্লাবে যোগদানকারী প্রথম ভারতীয় চলচ্চিত্র এই ছবি ৷ কল্কি 2898 এডি-র মাধ্যমে প্রভাস তাঁর ঝাঁ চকচকে কেরিয়ারে আরও একটি 1000 কোটি টাকার ব্লকবাস্টার যোগ করার অপেক্ষায় রয়েছেন ৷

নাগ অশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি একটি বিজ্ঞান ও রূপকথার মিশ্রণে তৈরি সাই-ফাই ড্রামা, যেখানে প্রভাস ছাড়াও কমল হাসান, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও শাশ্বত চট্টোপাধ্যায় অনবদ্য অভিনয় করেছেন । ভারতীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে ভবিষ্যতের উপাদানগুলিকে একত্রিত করা হয়েছে ৷ ছবিটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছে । এই ছবির শেষ দেখে মনে করা হচ্ছে, বিষ্ণুর দশম অবতার কল্কির জন্মকে কেন্দ্র করে এর সিক্যুয়েলও আসতে চলেছে ৷

হায়দরাবাদ, 5 জুলাই: বক্স অফিসে নয়া রেকর্ডের পথে কল্কি 2898 এডি ৷ দেশে মুক্তির দিনেই 95 কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল প্রভাসের ফিল্ম ৷ ইতিমধ্যে ব্যবসা বিশ্বব্যাপী 700 কোটি টাকা ছাপিয়ে গিয়েছে । বক্স অফিসে এই অসাধারণ দৌড় দেখে ইঙ্গিত মিলছে যে, এই ছবি খুব শিগগিরই 1000 কোটি টাকার আয় পেরিয়ে যাবে ৷ আর সেটা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রভাসের দ্বিতীয় চলচ্চিত্রের প্রবেশ ঘটবে 1000 কোটির ক্লাবে ৷

মাত্র এক সপ্তাহের মধ্যে কল্কি 2898 এডি 2024 সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে ৷ এটি হৃতিক রোশনের ফাইটারকেও টপকে গিয়েছে । কল্কি দেশজুড়ে 414 কোটি টাকা আয় করেছে, শুধুমাত্র এর হিন্দি সংস্করণটির অবদানই 160 কোটি টাকারও বেশি । এদিকে, তেলুগু রিলিজ এখনও পর্যন্ত 210 কোটি টাকা আয় করেছে ।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুসারে, অষ্টম দিনে কল্কি 2898 এডি দেশে 22.30 কোটি টাকা আয় করেছে ৷ তার আগের দিনও প্রায় এই পরিমাণই আয় হয়েছিল ৷ সপ্তম দিনের সংগ্রহ ছিল 22.25 কোটি টাকা ৷ মুক্তির পর প্রথম সপ্তাহান্তে দর্শকদের হলমুখী করায় কিছুটা পিছিয়ে থাকলেও, চলচ্চিত্রটি তার গতি বজায় রাখে এবং দ্বিতীয় সপ্তাহান্তে তার আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ।

প্যান-ইন্ডিয়ায় সফল হিসাবে উঠে আসা কল্কি 2898 এডি আগামী দিনগুলিতে বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভেঙে দেবে বলে অনুমান করা হচ্ছে ৷ তবে এর চূড়ান্ত পরীক্ষা এখনও বাকি ৷ এই ছবি বাহুবলী: দ্য কনক্লুশন এবং কেজিএফ: চ্যাপ্টার 2-এর মতো ব্লকবাস্টারগুলির আজীবন উপার্জনকে ছাপিয়ে যেতে পারে কি না সেটাই বড় চ্যালেঞ্জ ৷ বাহুবলী ও কেজিএফ-এর এই দুটি ছবি বিশ্বব্যাপী 1200 কোটি টাকারও বেশি আয় করেছে । ট্রেড পন্ডিতরা অবশ্য নিশ্চিত যে, কল্কি 2898 এডি শীঘ্রই 1000 কোটি টাকার ক্লাবে ঢুকে পড়বে ৷

বিশ্বব্যাপী কল্কি 2898 এডি সাত দিনে 700 কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ৷ অষ্টম দিনে এটি 750 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে ৷ যদিও অফিসিয়াল পরিসংখ্যান এখনও মেলেনি ৷

উল্লেখ্য, আমির খানের দঙ্গল (2016) প্রথম ভারতীয় চলচ্চিত্র, যা বিশ্বব্যাপী 1000 কোটি টাকা আয় করেছিল ৷ এই ছবি দেশের বাজারে 512 কোটি টাকা অর্জন করে । অপরদিকে, প্রভাসের 'বাহুবলী 2: দ্য কনক্লুশন' শুধুমাত্র ভারতেই 1429 কোটি টাকা আয় করেছে ৷ দেশের বক্স অফিসে 1000 কোটি টাকার ক্লাবে যোগদানকারী প্রথম ভারতীয় চলচ্চিত্র এই ছবি ৷ কল্কি 2898 এডি-র মাধ্যমে প্রভাস তাঁর ঝাঁ চকচকে কেরিয়ারে আরও একটি 1000 কোটি টাকার ব্লকবাস্টার যোগ করার অপেক্ষায় রয়েছেন ৷

নাগ অশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি একটি বিজ্ঞান ও রূপকথার মিশ্রণে তৈরি সাই-ফাই ড্রামা, যেখানে প্রভাস ছাড়াও কমল হাসান, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও শাশ্বত চট্টোপাধ্যায় অনবদ্য অভিনয় করেছেন । ভারতীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে ভবিষ্যতের উপাদানগুলিকে একত্রিত করা হয়েছে ৷ ছবিটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছে । এই ছবির শেষ দেখে মনে করা হচ্ছে, বিষ্ণুর দশম অবতার কল্কির জন্মকে কেন্দ্র করে এর সিক্যুয়েলও আসতে চলেছে ৷

Last Updated : Jul 5, 2024, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.