হায়দরাবাদ, 13 জুলাই: প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান অভিনীত 'কল্কি 2898 এডি' বক্স অফিসে পার করে ফেলল হাজার কোটি ৷ শনিবার বিশ্বব্যাপী কল্কির বক্স অফিস কালেকশনে ল্যান্ডমার্কের সেই কথা ঘোষণা করেছেন ছবির নির্মাতারা ৷ কমল হাসানের 'ইন্ডিয়ান 2' ও অক্ষয় কুমারের 'সরফিরা'র সঙ্গে জোর টক্করকে সামলে তৃতীয় সপ্তাহেও দর্শক টানছে 'কল্কি' ৷
16তম দিনে কল্কি 2898 ছবির বক্সঅফিস কালেকশন: ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী মুক্তির পাওয়ার পর 16তম দিনে, বিজ্ঞান-কল্পকাহিনী ও পৌরাণিক মহাকাব্যের মিশেলে তৈরি এই ছবি ভারতে 5.2 কোটি টাকা আয় করেছে ৷ অর্থাৎ, ভারতে এই ছবির মোট কালেকশন 548 কোটি টাকা ৷ মনে করা হচ্ছে শনিবারের মধ্যে 'কল্কি'র আয় 550 কোটি টাকা ছাড়িয়ে যাবে ৷ পাশাপাশি, রবিবারের মধ্যে 553 কোটি টাকা আয়ের মধ্যে দিয়ে পিছনে ফেলবে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' ছবির মোট আয়ের রেকর্ড ৷
অন্যদিকে, ষোড়শদিনে ছবির তেলুগু ভার্সন ঘরে তুলেছে 255 কোটি টাকা ৷ বরং, সেই দিক থেকে হিন্দির ছবির কালেকশন অনেকটাই বেশি ৷ অর্থাৎ 236 কোটি টাকা আয় হয়েছে শুধুমাত্র হিন্দি মিডিয়ামের দর্শকের মাধ্যমে ৷ 16তম দিনে তেলুগু ভার্সনে আয় হয়েছে মাত্র 1.4 কোটি টাকা ৷ সেইদিক থেকে বলা যায়, দক্ষিণে এই ছবি প্রতিযোগিতায় রয়েছে কমল হাসান অভিনীত ইন্ডিয়ান 2 ছবির সঙ্গে ৷ কারণ এই ছবি মুক্তির প্রথম দিনে আয় করেছে 26 কোটি টাকা ৷ তেলুগু ভাষায় আয় হয়েছে 7.9 কোটি টাকা ৷
বাণিজ্যিক সাফল্যের শিখরে কল্কি 2898 এডি: গত কয়েক বছর ধরে প্রভাসের বেশ কিছু ছবি বক্সঅফিসে সেভাবে সাফল্যের মুখ দেখতে পারেনি ৷ 2017 সালে 'বাহুবলী 2: দ্য কনক্লুশন'-এর ব্যাপক সাফল্যের পর প্রভাসের বড় বাজেটের অনেক ছবি মুখ থুবড়ে পরে ৷ সেই অর্থে 'সালার: পার্ট 1' ছবিকে প্রভাসের কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায় ৷
1000 কোটির ঘরে কল্কি: শনিবার নাগ অশ্বিন পরিচালিত ছবির হাজার কোটি আয় নিয়ে নির্মাতারা সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ তাঁরা লেখেন, "1000 কোটির ঘরে কল্কি ৷ এই জার্নি অব্যাহত ৷ এই মাইলস্টোন আপনাদের ভালোবাসার প্রতিফলন ৷ আমরা মন থেকে এই ছবি বানিয়েছি ৷ আর আপনারও খোলা মনে সাদরে গ্রহণ করেছেন ৷ পৃথিবীর বিভিন্ন প্রান্তের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ ৷"
উল্লেখ্য, 600 কোটি বাজেটে তৈরি হয়েছে 'কল্কি 2898 এডি' ৷ ইতিমধ্যেই প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিসের তরফে ছবির সিক্যুয়েল নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে ৷ শুধু তাই নয়, 20 দিনের মতো ছবির দ্বিতীয় ভাগের শুটিংও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পরিচালক নাগ অশ্বিন ৷