হায়দরাবাদ, 10 জুলাই: প্রথম সপ্তাহের আয় দুরন্ত ৷ দ্বিতীয় উইকেন্ডের সংগ্রহও তাক লাগানোর মতো ৷ তবে মুক্তির পর দ্বিতীয় সোমবার বক্স অফিসে অনেকটাই নামল নাগ অশ্বিনের কল্কি 2898 এডি-র গ্রাফ ৷ তবে বিশ্বব্যাপী আয়ে মর্যাদাপূর্ণ 1000 কোটি টাকার ক্লাবে ঢুকে পড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে প্রভাসের এই ফিল্ম ৷
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, এই নিম্নগামী গ্রাফ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত ছিল ৷ এদিন ফিল্মটির আয় 13 শতাংশ হ্রাস পেয়ে সংগ্রহ হয়েছে 9 কোটি টাকা । এর ফলে এখনও পর্যন্ত চলচ্চিত্রটির দেশের মাটিয়ে মোট আয় দাঁড়াল 529.45 কোটি টাকা ৷
ছবিটির তেলুগু সংস্করণ এখনও পর্যন্ত 250.25 কোটি টাকা আয় করেছে । হিন্দির আয় 224.65 কোটি টাকা, আর তামিল এবং কন্নড় সংস্করণের আয় যথাক্রমে 31 কোটি এবং 4.25 কোটি টাকা । মালায়ালম সংস্করণে কল্কি 2898 এডি 19.3 কোটি টাকা আয় করেছে ৷
নাগ অশ্বিন পরিচালিত কল্কি 2898 এডি প্রথম সপ্তাহেই 414.85 কোটি টাকার বিপুল ব্যবসা করে ৷ প্রথম সপ্তাহের শুক্রবারের গ্রাফ সামান্য নীচে নামলেও ফিল্মটি সপ্তাহান্তে ফের গতি ফিরে পায় ৷ শনিবারে 100 শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে আয়, সেদিনের সংগ্রহ 34.15 কোটি টাকা ৷ রবিবারের আয় আরও 30 শতাংশ বৃদ্ধি পায়, সেদিন 44.35 কোটি টাকার ব্য়বসা হয় ৷ তবে ফিল্মটির প্রথম সোমবারের আয় 76 শতাংশ হ্রাস পায়, সংগ্রহ হয় মাত্র 10 কোটি টাকা ৷ নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল মঙ্গলবারও ।
8 জুলাই পর্যন্ত কল্কি 2898 এডি বিশ্বব্যাপী 900 কোটি টাকা আয় করেছে । সর্বশেষ বিশ্বব্যাপী আয়ের পরিসংখ্যান নির্মাতাদের দ্বারা এখনও প্রকাশ করা হয়নি । ফিল্মটি উত্তর আমেরিকাতেও আলোড়ন সৃষ্টি করেছে, সেখানে সর্বোচ্চ আয়কারী দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হয়েছে এই ছবি ৷ সেখানে আয় হয়েছে 16.2 মিলিয়ন মার্কিন ডলার ৷
প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও কমল হাসানের ছবি কল্কি 2898 এডি প্রেক্ষাগৃহে তার গৌরবময় দৌড় অব্যাহত রেখেছে ৷ তবে আয় ক্রমাগত হ্রাস পাওয়ায়, এটি বিশ্বব্যাপী 1000 কোটি টাকার অঙ্ক ছাড়িয়ে যাবে কি না তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে নির্মাতাদের ৷ তবে বৈজয়ন্তী মুভিজ ইতিমধ্যেই কল্কি 2898 এডি-এর একটি সিক্যুয়েল নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে ৷