ETV Bharat / entertainment

হৃতিকের সঙ্গে জুনিয়র এনটিআর, শুরু 'ওয়ার 2' শুটিং, প্রকাশ্যে অভিনেতার চরিত্র - War 2 Movie

Jr NTR Play Indian agent in War 2: শুরু হয়েছে 'ওয়ার 2' ছবির শুটিং ৷ সামাজিক মাধ্যমে সামনে এসেছে একের পর ভিডিয়ো-ছবি ৷ ভারতীয় এজেন্টের চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকে ৷ নতুন ভূমিকায় অভিনেতাকে দেখতে উৎসুক অনুরাগীরা ৷

Jr NTR Play Indian agent in War 2
শুরু 'ওয়ার 2' শুটিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 10:32 PM IST

হায়দরাবাদ, 5 মার্চ: যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স এখন আরও বড় ৷ সলমন খান, শাহরুখ খান, হৃতিক রোশনের পর এবার পরিবারের সদস্য হতে চলেছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ৷ শুরু 'ওয়ার 2' ছবির শুটিং ৷ সূত্রের খবর, এনটিআরকে এই ছবিতে দেখা যাবে ভারতীয় এজেন্টের চরিত্রে ৷

জানা গিয়েছে, জুনিয়র এনটিআরকে এইভাবে ভারতীয় দর্শকরা আগে পাননি ৷ ভারতের হয়ে চরবৃত্তি করতে দেখা যাবে তাঁকে ৷ আদিত্য চোপড়া প্রযোজিত ও অয়ন মুখোপাধ্যায় পরিচালিত জুনিয়ার এনটিআর ও হৃতিক রোশনকে অনবদ্যভাবে পর্দায় তুলে ধরা হবে ৷ যা পরতে পরতে চমকে দেবে বিনোদনপ্রেমীদের ৷ শুধু তাই নয়, স্পাই ইউনিভার্সের ব্যানারে আগামিদিনেও জুনিয়র এনটিআরকে দেখা যাবে বলে জানা গিয়েছে সূত্র মারফত ৷ খবর, স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবিগুলিতেও অতিথি শিল্পী হিসাবে দেখা যেতে পারে আরআরআর খ্যাত অভিনেতাকে ৷

এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন জুনিয়র এনটিআর ৷ এর আগে আরআরআর ছবির হিন্দি ভার্সনে দেখা গিয়েছে অভিনেতাকে ৷ সেই ছবি আন্তর্জাতিক স্তরে পেয়েছে প্রশংসা ৷ এবার স্পাই ইউনিভার্সে নতুন ভূমিকায় দেখা যাবে এনটিআরকে ৷ এর আগে হৃতিক রোশনের সঙ্গে 'ওয়ার' ছবিতে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে ৷ সেই ছবি বক্সঅফিসে ব্যাপক সাফল্য ফেলে ৷ গল্পের শেষে টুইস্ট অবাক করেছিল সিনেপ্রেমীদের ৷ টাইগার শ্রফকে আচমকাই নেতিবাচক চরিত্রে দেখে অবাক হয়েছিলেন সকলকেই ৷ এবার এই গল্প কেমনভাবে অয়ন ছবির পর্দায় তুলে ধরে তা সময় বলবে ৷ মনে করা হচ্ছে, 2025 সালের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেতে পারে 'ওয়ার 2' ৷

আরও পড়ুন

1. রামচরণকে বর্ণ বিদ্বেষী মন্তব্যের অভিযোগ শাহরুখের বিরুদ্ধে, ক্ষোভে ফুঁসছে নেটপাড়া

2. স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার জীবনী পর্দায়, প্রকাশ্যে সারা আলি খানের 'অ্যায় বতন মেরে বতন' ছবির ট্রেলার

3. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো

হায়দরাবাদ, 5 মার্চ: যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স এখন আরও বড় ৷ সলমন খান, শাহরুখ খান, হৃতিক রোশনের পর এবার পরিবারের সদস্য হতে চলেছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ৷ শুরু 'ওয়ার 2' ছবির শুটিং ৷ সূত্রের খবর, এনটিআরকে এই ছবিতে দেখা যাবে ভারতীয় এজেন্টের চরিত্রে ৷

জানা গিয়েছে, জুনিয়র এনটিআরকে এইভাবে ভারতীয় দর্শকরা আগে পাননি ৷ ভারতের হয়ে চরবৃত্তি করতে দেখা যাবে তাঁকে ৷ আদিত্য চোপড়া প্রযোজিত ও অয়ন মুখোপাধ্যায় পরিচালিত জুনিয়ার এনটিআর ও হৃতিক রোশনকে অনবদ্যভাবে পর্দায় তুলে ধরা হবে ৷ যা পরতে পরতে চমকে দেবে বিনোদনপ্রেমীদের ৷ শুধু তাই নয়, স্পাই ইউনিভার্সের ব্যানারে আগামিদিনেও জুনিয়র এনটিআরকে দেখা যাবে বলে জানা গিয়েছে সূত্র মারফত ৷ খবর, স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবিগুলিতেও অতিথি শিল্পী হিসাবে দেখা যেতে পারে আরআরআর খ্যাত অভিনেতাকে ৷

এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন জুনিয়র এনটিআর ৷ এর আগে আরআরআর ছবির হিন্দি ভার্সনে দেখা গিয়েছে অভিনেতাকে ৷ সেই ছবি আন্তর্জাতিক স্তরে পেয়েছে প্রশংসা ৷ এবার স্পাই ইউনিভার্সে নতুন ভূমিকায় দেখা যাবে এনটিআরকে ৷ এর আগে হৃতিক রোশনের সঙ্গে 'ওয়ার' ছবিতে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে ৷ সেই ছবি বক্সঅফিসে ব্যাপক সাফল্য ফেলে ৷ গল্পের শেষে টুইস্ট অবাক করেছিল সিনেপ্রেমীদের ৷ টাইগার শ্রফকে আচমকাই নেতিবাচক চরিত্রে দেখে অবাক হয়েছিলেন সকলকেই ৷ এবার এই গল্প কেমনভাবে অয়ন ছবির পর্দায় তুলে ধরে তা সময় বলবে ৷ মনে করা হচ্ছে, 2025 সালের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেতে পারে 'ওয়ার 2' ৷

আরও পড়ুন

1. রামচরণকে বর্ণ বিদ্বেষী মন্তব্যের অভিযোগ শাহরুখের বিরুদ্ধে, ক্ষোভে ফুঁসছে নেটপাড়া

2. স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার জীবনী পর্দায়, প্রকাশ্যে সারা আলি খানের 'অ্যায় বতন মেরে বতন' ছবির ট্রেলার

3. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.