হায়দরাবাদ, 14 জুলাই: হলিউড অভিনেতা তথা প্রাক্তন ডব্লু ডব্লু ই সুপারস্টার জন সিনা ভারতে এসে মুগ্ধ ৷ আরও ভালো করে বললে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে 'অবিশ্বাস্য 24 ঘণ্টা' কাটালেন বলে মন্তব্য জন সিনার ৷ পাশাপাশি, শাহরুখ খানের সঙ্গে দেখা করার অনুভূতিও শেয়ার করলেন প্রাক্তন তিনি ৷ অন্যদিকে, আন্তর্জাতিক তারকা কিম কার্দাশিয়ানও স্মৃতির পাতায় তুলে রাখলেন বিশেষ দিনের নানা মুহূর্ত ৷ ঐশ্বর্য রাই বচ্চন-রণবীর সিংদের সঙ্গে নিজস্বী তুললেন অভিনেত্রী কিম ৷ জন-কিমের সেই ছবি ভাইরাল অনুরাগীদের পেজে ৷
এক্স হ্যান্ডেলে জন লেখেন, "24 ঘণ্টা অবিশ্বাস্যভাবে কেটে গেল ৷ আম্বানি পরিবারের কাছে কৃতজ্ঞ তাঁদের এই ভালোবাসা ও আতিথেয়তার জন্য ৷ না ভোলার মতো একাধিক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এই 24 ঘণ্টায় ৷ কত নতুন বন্ধু তৈরি হয়েছে ৷ বিশেষ করে শাহরুখ খানের সঙ্গে সামনা সামনি সাক্ষাৎ হওয়া ৷ আমার ব্যক্তিগত জীবনে তাঁর পজিটিভ এফেক্ট কীভাবে পড়েছে, সেটা তাঁকে বলতে পেরেছি ৷"
A surreal 24 hours. So grateful for the Ambani family for their unmatched warmth and hospitality.
— John Cena (@JohnCena) July 13, 2024
An experience filled with so many unforgettable moments which allowed me to connect with countless new friends, including meeting @iamsrk and being able to tell him personally the… pic.twitter.com/MNRb29cFuV
অন্যদিকে, অনন্ত-রাধিকার তাক লাগানো বিয়েতে কিম কার্দাশিয়ান ও তাঁর বোন খ্লোয়ে কার্দাশিয়ানের উপস্থিতিও চলে আসে নেটিজেনদের আলোচনার শিরোনামে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল কিমের ব্যক্তিগত মুহূর্তের নানা ভিডিয়ো ও ছবি ৷ দেশে ফেরার আগে কিমও নিজের স্মৃতির ঝুলিতে রেখেছেন ঘটনাবহুল বিয়ের নানা তামঝাম ৷ ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে রণবীর সিংয়ের সঙ্গে নিজস্বী তোলেন কিম ৷ পাশাপাশি লাল রঙের লেহেঙ্গায় নীতা আম্বানির সঙ্গেও নজর কাড়েন আন্তর্জাতিক তারকা ৷
বিয়ে শেষে রবিবার বোন খ্লোয়ের সঙ্গে দেশে ফিরে গিয়েছেন কিম ৷ হোটেল থেকে বেরোনোর সময় কিমকে দেখা যায় কালো রঙের পোশাকে ৷ অন্যদিকে, খ্লোয়েকে দেখা যায় ধূসর রঙের টপ ও কালো রঙের প্যান্টে ৷ দুজনের চোখেই ছিল রোদচশমা ৷ এদিকে রবিবার জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রয়েছে রিসেপশন পার্টি ৷ এদিন কোন কোন তারকাকে কীরকম ফ্যাশনে দেখা যায়, সেই দিকে তাকিয়ে নেটিজেনরা ৷