ETV Bharat / entertainment

আসছে 'অবতার 3', পরিচালক জেমস ক্যামেরন জানালেন ছবির অফিসিয়াল নাম ও মুক্তির তারিখ - Avatar 3 title reveal - AVATAR 3 TITLE REVEAL

Title of 'Avatar 3' has been disclosed: আসছে 'অবতার 3' ৷ শনিবার প্রকাশ্যে এল ছবির অফিসিয়াল টাইটেল ৷ পরিচালক জেমস ক্যামেরন জানালেন আগের থেকে আরও দুর্ধর্ষ হতে চলেছে এই জার্নি ৷ কবে মুক্তি পাবে এই ছবি জানিয়ে দেওয়া হল তারিখও ৷

Title of 'Avatar 3' has been disclosed
আসছে 'অবতার 3' (সোশাল মিডিয়া)
author img

By ANI

Published : Aug 10, 2024, 12:18 PM IST

লস অ্যাঞ্জেলস, 10 অগস্ট: প্রতীক্ষার অবসান ৷ আসতে চলেছে 'অবতার 3' ৷ প্রকাশ্যে এল ছবির নতুন টাইটেল ৷ শনিবার ক্যালিফোর্নিয়ায় ডি23 এক্সপো অনুষ্ঠানে পরিচালক জেমস ক্যামেরন ছবির অফিসিয়াল টাইটেল ঘোষণা করেছেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য অভিনেতা জো সালডানা এবং স্যাম ওয়ার্থিংটন ৷ অবতার ছবির তৃতীয় পার্টের নাম হতে চলেছে 'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ' ৷

টাইটেল শেয়ার করে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, "সবেমাত্র নাম ঘোষণা করা হয়েছে ৷ আগামী অবতার ছবির নতুন টাইটেল অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ ৷ আবার তৈরি হয়ে যান প্যান্ডোরাতে ফেরার জন্য ৷ 2025 সালের 19 ডিসেম্বর আসছে অবতার 3 ৷" এদিন পরিচালক ক্যামেরান বলেন, "এই ছবিতে সকলে প্যান্ডোরাকে অন্যভাবে আবিষ্কার করবেন তা আগে কখনও হয়নি ৷ এই জার্নিতে শুধু অ্যাডভেঞ্চার নয়, সঙ্গে থাকছে ইমোশনও ৷ যা আগে কখনও অনুভব করেননি দর্শকরা ৷" ছবির প্রেজেন্টেশন দেওয়ার সময় ক্যামেরন জানান, যে ধরনের চরিত্র এবার সামনে আসতে চলেছে তা প্রচন্ড চ্যালেঞ্জিং ৷ তবে প্রতিটা দর্শক তাঁদের ভালোবাসতে বাধ্য হবেন ৷

জানা গিয়েছে পরিচালক 2022 সালে 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ছবির পরপরই 'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ' ছবির শুটিং শুরু করে দিয়েছিলেন ৷ যেখানে প্যান্ডোরার ভিনগ্রহের চাঁদে রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (আরডিএ) ফিরে আসার পরে মানবতা এবং নাভির মধ্যে যুদ্ধকে চিত্রিত করে। 'দ্য ওয়ে অফ ওয়াটার'-এর শেষের দিকে, জেক সুলি (ওয়ার্থিংটন) এবং নেইতিরি (সালদানা) এর পরিবার জলজ মেটকাইনা গোষ্ঠী এবং তিমি-সদৃশ তুলকুনদের বিরুদ্ধে লড়াইয়ে সফল হয় ৷ তারপর তাঁরা একসঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকেন ৷ কিন্তু আরডিএ- পরিবারের বড় ছেলে যুদ্ধে নিহত হন ৷ এই ঘটনা তাঁদের গভীরভাবে নাড়া দেয় ৷

এই ঘটনার পর জেক-নেইতি অ্যাশ গোষ্ঠীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হবে ৷ কেন, কীভাবে সেই খোলাসা হতে এখনও অনেকটা পথ বাকি ৷ তবে পরিচালক জানিয়েছেন, এবার যুদ্ধ, হিংসা ও ভিজ্যুয়াল এফেক্টস আরও দুর্দান্ত হতে চলেছে ৷ প্রথম 'অবতার' মুক্তি পায় 2009 সালে ৷ এরপর 2022 সালে মুক্তি পায় 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ৷ এবার অপেক্ষা 'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ' প্রেক্ষাগৃহে বসে দেখার ৷

লস অ্যাঞ্জেলস, 10 অগস্ট: প্রতীক্ষার অবসান ৷ আসতে চলেছে 'অবতার 3' ৷ প্রকাশ্যে এল ছবির নতুন টাইটেল ৷ শনিবার ক্যালিফোর্নিয়ায় ডি23 এক্সপো অনুষ্ঠানে পরিচালক জেমস ক্যামেরন ছবির অফিসিয়াল টাইটেল ঘোষণা করেছেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য অভিনেতা জো সালডানা এবং স্যাম ওয়ার্থিংটন ৷ অবতার ছবির তৃতীয় পার্টের নাম হতে চলেছে 'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ' ৷

টাইটেল শেয়ার করে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, "সবেমাত্র নাম ঘোষণা করা হয়েছে ৷ আগামী অবতার ছবির নতুন টাইটেল অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ ৷ আবার তৈরি হয়ে যান প্যান্ডোরাতে ফেরার জন্য ৷ 2025 সালের 19 ডিসেম্বর আসছে অবতার 3 ৷" এদিন পরিচালক ক্যামেরান বলেন, "এই ছবিতে সকলে প্যান্ডোরাকে অন্যভাবে আবিষ্কার করবেন তা আগে কখনও হয়নি ৷ এই জার্নিতে শুধু অ্যাডভেঞ্চার নয়, সঙ্গে থাকছে ইমোশনও ৷ যা আগে কখনও অনুভব করেননি দর্শকরা ৷" ছবির প্রেজেন্টেশন দেওয়ার সময় ক্যামেরন জানান, যে ধরনের চরিত্র এবার সামনে আসতে চলেছে তা প্রচন্ড চ্যালেঞ্জিং ৷ তবে প্রতিটা দর্শক তাঁদের ভালোবাসতে বাধ্য হবেন ৷

জানা গিয়েছে পরিচালক 2022 সালে 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ছবির পরপরই 'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ' ছবির শুটিং শুরু করে দিয়েছিলেন ৷ যেখানে প্যান্ডোরার ভিনগ্রহের চাঁদে রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (আরডিএ) ফিরে আসার পরে মানবতা এবং নাভির মধ্যে যুদ্ধকে চিত্রিত করে। 'দ্য ওয়ে অফ ওয়াটার'-এর শেষের দিকে, জেক সুলি (ওয়ার্থিংটন) এবং নেইতিরি (সালদানা) এর পরিবার জলজ মেটকাইনা গোষ্ঠী এবং তিমি-সদৃশ তুলকুনদের বিরুদ্ধে লড়াইয়ে সফল হয় ৷ তারপর তাঁরা একসঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকেন ৷ কিন্তু আরডিএ- পরিবারের বড় ছেলে যুদ্ধে নিহত হন ৷ এই ঘটনা তাঁদের গভীরভাবে নাড়া দেয় ৷

এই ঘটনার পর জেক-নেইতি অ্যাশ গোষ্ঠীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হবে ৷ কেন, কীভাবে সেই খোলাসা হতে এখনও অনেকটা পথ বাকি ৷ তবে পরিচালক জানিয়েছেন, এবার যুদ্ধ, হিংসা ও ভিজ্যুয়াল এফেক্টস আরও দুর্দান্ত হতে চলেছে ৷ প্রথম 'অবতার' মুক্তি পায় 2009 সালে ৷ এরপর 2022 সালে মুক্তি পায় 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' ৷ এবার অপেক্ষা 'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ' প্রেক্ষাগৃহে বসে দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.