ETV Bharat / entertainment

দেশে যে দম্পতিদের বিয়েতে খরচ কয়েকশো কোটি - Most expensive weddings

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 4:58 PM IST

Updated : Jul 2, 2024, 5:59 PM IST

Most expensive weddings: সামনেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিগ ফ্যাট ওয়েডিং ৷ মুকেশ আম্বানি যে পুত্রের বিয়েতে বিপুল খরচ করতে চলেছেন তার আঁচ অনেক আগে থেকেই মিলেছে ৷ দেশে এমন আরও অনেক দম্পতি রয়েছেন, যাঁদের বিয়েতেও খরচ হয়েছে কয়েকশো কোটি টাকা ৷ দেখে নিন সেই তালিকায় কারা রয়েছেন ৷

ETV BHARAT
যে দম্পতিদের বিয়েতে খরচ কয়েকশো কোটি (নিজস্ব চিত্র)

হায়দরাবাদ, 2 জুলাই: আগামী 12 জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রাজকীয় বিয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের ৷ তিন দিনের মেগা ইভেন্টের উদযাপন শুরু হবে 'শুভ বিবাহ' অনুষ্ঠান দিয়ে ৷ 13 জুলাই 'শুভ আশীর্বাদ' এবং 14 জুলাই 'মঙ্গল উৎসব' এর মাধ্যমে শেষ হবে বিয়ের অনুষ্ঠান ৷ সর্বকালীন ব্যয়বহুল ভারতীয় বিবাহগুলির মধ্যে এটি হতে চলেছে অন্যতম । এবার চোখ রাখব দেশের অন্যান্য ব্যয়বহুল কয়েকটি বিয়ের দিকে ৷

আকাশ আম্বানি এবং শ্লোক মেহতা: (খরচ নির্দিষ্ট করা হয়নি, তবে তা বিপুল বলে মনে করা হচ্ছে )

2019 সালে মুকেশ আম্বানি এবং নীতার প্রথম ছেলে আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতার বিয়ের উদযাপন ছিল জাকজমকপূর্ণ ৷ বিলাসবহুল দুই দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠান সেন্ট মরিৎজে হয়েছিল ৷ ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা ৷ বান্দ্রার কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে নৈশভোজের আয়োজন করা হয় ৷ অতিথিদের তালিকায় ছিলেন আমির খান ও তাঁর স্ত্রী, জ্যাকি শ্রফ, মণীশ মালহোত্রা-সহ বলিউডের তাবড় সেলিব্রিটিরা ৷ এছাড়াও রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি-মুন ও তাঁর স্ত্রী ইউ সূন-তায়ক এবং প্রাক্তন ব্রিটিশ প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার এবং তাঁর স্ত্রী চেরি ব্লেয়ারের মতো আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন সেই রাজকীয় বিয়েতে ৷

ঈশা আম্বানি এবং আনন্দ পিরামল: (খরচ প্রায় 700 কোটি টাকা)

মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ঈশা আম্বানির সঙ্গে ব্যবসায়ী আনন্দ পিরামলের গ্র্যান্ড ওয়েডিং হয় 2018 সালের 12 ডিসেম্বর, মুম্বইতে । ঈশা বিয়েতে পরেছিলেন একটি দুরন্ত লেহঙ্গা, যার দাম 90 কোটি টাকা ৷ এটিই হয়তো এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি লেহঙ্গা । বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় উদয়পুর, ইতালির লেক কোমো এবং মুম্বইতে ৷ সেখানে ছিল বিশ্বব্যাপী সুপারস্টারদের লাইভ পারফরম্যান্স ৷ পিচোলা লেকের একটি ব্যক্তিগত দ্বীপে হয় বিয়ের অনুষ্ঠান ৷

সুশান্ত রায় এবং সীমান্ত রায়: (খরচ প্রায় 554 কোটি টাকা)

সাহারা গ্রুপের প্রধান প্রয়াত সুব্রত রায়ের ছেলে সুশান্ত ও সীমান্ত রায়ের বিয়েতে ছিল ডাবল ধামাকা ৷ 2004 সালের 10 ফেব্রুয়ারি এবং 14 ফেব্রুয়ারি দু'দিন হয় বিয়ের অনুষ্ঠান ৷ খরচ আনুমানিক 554 কোটি টাকা ৷ লখনউয়ের সাহারা স্টেডিয়ামে হয় ডাবল ওয়েডিং ৷ সপ্তাহব্যাপী উদযাপনে বলিউড ও খেলার জগতের তারকারা মিলিয়ে 11,000রও বেশি অতিথি উপস্থিত ছিলেন ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রাইভেট জেটে এসে উপস্থিত হন অতিথিরা ৷

ব্রাহ্মণী রেড্ডি এবং রাজীব রেড্ডি: (খরচ প্রায় 500 কোটি টাকা)

গলি জনার্দন রেড্ডি হলেন প্রাক্তন রাজনীতিবিদ এবং কর্ণাটকের খনির ব্যারন ৷ চর্চিত রয়েছে যে, 2016 সালের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল বিয়ের আয়োজন করেছিলেন তিনি । কনে ছিলেন তাঁর একমাত্র কন্যা ব্রাহ্মণী, যিনি হায়দরাবাদের ব্যবসায়ী বিক্রম দেবা রেড্ডির ছেলে রাজীব রেড্ডির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ৷ 2016 সালের 16 নভেম্বর বেঙ্গালুরু প্যালেস গ্রাউন্ডে হয় বিয়ের অনুষ্ঠান এবং সমগ্র স্থানটি বিজয়নগর সাম্রাজ্যের মহান রাজধানী হাম্পির ধ্বংসাবশেষের অনুরূপে তৈরি করা হয়েছিল ।

সৃষ্টি মিত্তাল এবং গুলরাজ বেহল: (খরচ প্রায় 500 কোটি টাকা)

স্টিল টাইকুন লক্ষ্মী মিত্তলের ছোট ভাই প্রমোদ মিত্তল তাঁর কন্যা সৃষ্টি মিত্তালের বিয়েতে প্রায় 500 কোটি টাকা খরচ করেছিলেন বলে জানা যায় ৷ 2013 সালের 7 ডিসেম্বর লন্ডনের এইচএসবিসি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার গুলরাজ বহেলকে সৃষ্টি মিত্তাল বিয়ে করেন বার্সেলোনায় । একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারত ও থাইল্যান্ড থেকে 200 জন বাটলার, রাঁধুনী এবং সচিব-সহ একটি দলকে বিয়ে উপলক্ষে স্পেনে পাঠানো হয়েছিল ৷ 500 জন অতিথিকে গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করানো হয়েছিল ।

বনীশা মিত্তাল এবং অমিত ভাটিয়া: (খরচ প্রায় 240 কোটি টাকা)

বিনিয়োগ ব্যাঙ্কার অমিত ভাটিয়ার সঙ্গে বিলিয়নেয়ার লক্ষ্মী মিত্তালের মেয়ে বনীশা মিত্তালের বিয়েতেও বিপুল খরচ হয়েছিল । 2004 সালে ভার্সাইয়ে অনুষ্ঠিত ছয় দিনের ইভেন্টে আগে হয় বাগদান, আইনি বিয়ে ৷ ভার্সাইয়ের প্রাসাদে হয় বিয়ের ব্যক্তিগত অনুষ্ঠান ৷ বিয়ের রিসেপশনে অতিথিদের মধ্যে ছিলেন শাহরুখ খান এবং কাইলি মিনোগ-সহ অভিনয় জগতের বিশ্ব বিখ্যাত শিল্পীরা ৷

সোনম ভাসওয়ানি এবং নাভিন ফাবিয়ানি: (খরচ প্রায় 210 কোটি টাকা)

2017 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় স্ট্যালিয়ন গ্রুপের সুনীল ভাসওয়ানির মেয়ে সোনম ভাসওয়ানি বিয়ে করেন স্পেন/মুম্বইয়ের ব্যবসায়ী কামাল ফাবিয়ানির ছেলে নাভিন ফাবিয়ানিকে । এই বিয়েতে খরচ হয় প্রায় 210 কোটি টাকা । সোনম ভাসওয়ানি এবং নাভিন ফাবিয়ানির বিয়ের খবর সেই সময় ছিল টক অফ দ্য টাউন ৷ বিশ্বের সবচেয়ে জমকালো প্রাসাদের অন্যতম ভিয়েনার বেলভেডেরে প্রাসাদে হয় বিয়ের অনুষ্ঠান ৷ ভিয়েনিজ বল থেকে এলিগ্যান্ট আউটডোর সেরিমনি, সবেতেই ছিল বিরাট আয়োজন ৷

সঞ্জয় হিন্দুজা এবং অনু মাহতানি: (খরচ প্রায় 150 কোটি টাকা)

দেশের অন্যতম বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় হিন্দুজা তাঁর দীর্ঘদিনের প্রণয়ী অনু মাহতানিকে বিয়ে করেন উদয়পুরে ৷ জমকালো ও অসামান্য বিয়ের অনুষ্ঠান হয় 2015 সালে ৷ তাঁদের বিয়েতে সবার নজর ছিল পপ সেনসেশন জেনিফার লোপেজের পারফরম্যান্সের দিকে ৷ যার জন্য তিনি প্রায় 54 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলে জানা যায় ৷ মঞ্চে ছিলেন আরেক সেলিব্রিটি গায়ক নিকোল শেরজিঙ্গার ৷ তিনি প্রায় 40 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ৷

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা: (খরচ প্রায় 100 কোটি টাকা)

2017 সালের 11 ডিসেম্বর ইতালির তাসকানিয়ে রূপকথায় বিয়ে করেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ ঘনিষ্ঠ বিবাহের অনুষ্ঠানের কয়েকদিন পর মুম্বইতে হয় রিসেপশন ৷ যেখানে বসে তারকাদের হাট ৷ খেলা ও বিনোদন জগতের সেলিব্রিটিদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

আদেল সাজান এবং সানা খান: (খরচ প্রায় 100 কোটি টাকা)

দিল ধড়কনে দো থিমে সানা খান এবং আদেল সাজানের চারদিনের বিয়ের অনুষ্ঠান হয় কনকর্ডিয়া-ক্লাস কোস্টা ফ্যাসিনোসা ক্রুজ লাইনারে । বিয়ের উদযাপনে ছিল বাদশা ও বিশাল শেখরের মিউজিক পারফরম্যান্স, গৌহর খান ও সুস্মিতা সেনের বক্তব্য ৷ বিয়েতে কাটা হয় 10 ​​স্তরের কেক ।

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন: (খরচ প্রায় 77 কোটি টাকা)

এই দম্পতি 2018 সালের 14 এবং 15 নভেম্বর ইতালির লেক কোমোতে বিয়ে করেন ৷ ইনস্টাগ্রামে বিয়ের কথা ঘোষণা করে আশীর্বাদ প্রার্থনা করেন দীপবীর ৷ দীপিকা পাড়ুকোনের কোঙ্কনি ব্যাকগ্রাউন্ড এবং রণবীর সিংয়ের সিন্ধ্রি ব্যাকগ্রাউন্ডের কারণে দুই মতেই বিয়ে সম্পন্ন হয় ৷ এই বিয়েতে খরচ হয় প্রায় 77 কোটি টাকা ৷

হায়দরাবাদ, 2 জুলাই: আগামী 12 জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রাজকীয় বিয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের ৷ তিন দিনের মেগা ইভেন্টের উদযাপন শুরু হবে 'শুভ বিবাহ' অনুষ্ঠান দিয়ে ৷ 13 জুলাই 'শুভ আশীর্বাদ' এবং 14 জুলাই 'মঙ্গল উৎসব' এর মাধ্যমে শেষ হবে বিয়ের অনুষ্ঠান ৷ সর্বকালীন ব্যয়বহুল ভারতীয় বিবাহগুলির মধ্যে এটি হতে চলেছে অন্যতম । এবার চোখ রাখব দেশের অন্যান্য ব্যয়বহুল কয়েকটি বিয়ের দিকে ৷

আকাশ আম্বানি এবং শ্লোক মেহতা: (খরচ নির্দিষ্ট করা হয়নি, তবে তা বিপুল বলে মনে করা হচ্ছে )

2019 সালে মুকেশ আম্বানি এবং নীতার প্রথম ছেলে আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতার বিয়ের উদযাপন ছিল জাকজমকপূর্ণ ৷ বিলাসবহুল দুই দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠান সেন্ট মরিৎজে হয়েছিল ৷ ছিলেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা ৷ বান্দ্রার কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে নৈশভোজের আয়োজন করা হয় ৷ অতিথিদের তালিকায় ছিলেন আমির খান ও তাঁর স্ত্রী, জ্যাকি শ্রফ, মণীশ মালহোত্রা-সহ বলিউডের তাবড় সেলিব্রিটিরা ৷ এছাড়াও রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি-মুন ও তাঁর স্ত্রী ইউ সূন-তায়ক এবং প্রাক্তন ব্রিটিশ প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার এবং তাঁর স্ত্রী চেরি ব্লেয়ারের মতো আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন সেই রাজকীয় বিয়েতে ৷

ঈশা আম্বানি এবং আনন্দ পিরামল: (খরচ প্রায় 700 কোটি টাকা)

মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ঈশা আম্বানির সঙ্গে ব্যবসায়ী আনন্দ পিরামলের গ্র্যান্ড ওয়েডিং হয় 2018 সালের 12 ডিসেম্বর, মুম্বইতে । ঈশা বিয়েতে পরেছিলেন একটি দুরন্ত লেহঙ্গা, যার দাম 90 কোটি টাকা ৷ এটিই হয়তো এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি লেহঙ্গা । বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় উদয়পুর, ইতালির লেক কোমো এবং মুম্বইতে ৷ সেখানে ছিল বিশ্বব্যাপী সুপারস্টারদের লাইভ পারফরম্যান্স ৷ পিচোলা লেকের একটি ব্যক্তিগত দ্বীপে হয় বিয়ের অনুষ্ঠান ৷

সুশান্ত রায় এবং সীমান্ত রায়: (খরচ প্রায় 554 কোটি টাকা)

সাহারা গ্রুপের প্রধান প্রয়াত সুব্রত রায়ের ছেলে সুশান্ত ও সীমান্ত রায়ের বিয়েতে ছিল ডাবল ধামাকা ৷ 2004 সালের 10 ফেব্রুয়ারি এবং 14 ফেব্রুয়ারি দু'দিন হয় বিয়ের অনুষ্ঠান ৷ খরচ আনুমানিক 554 কোটি টাকা ৷ লখনউয়ের সাহারা স্টেডিয়ামে হয় ডাবল ওয়েডিং ৷ সপ্তাহব্যাপী উদযাপনে বলিউড ও খেলার জগতের তারকারা মিলিয়ে 11,000রও বেশি অতিথি উপস্থিত ছিলেন ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রাইভেট জেটে এসে উপস্থিত হন অতিথিরা ৷

ব্রাহ্মণী রেড্ডি এবং রাজীব রেড্ডি: (খরচ প্রায় 500 কোটি টাকা)

গলি জনার্দন রেড্ডি হলেন প্রাক্তন রাজনীতিবিদ এবং কর্ণাটকের খনির ব্যারন ৷ চর্চিত রয়েছে যে, 2016 সালের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যয়বহুল বিয়ের আয়োজন করেছিলেন তিনি । কনে ছিলেন তাঁর একমাত্র কন্যা ব্রাহ্মণী, যিনি হায়দরাবাদের ব্যবসায়ী বিক্রম দেবা রেড্ডির ছেলে রাজীব রেড্ডির সঙ্গে গাঁটছড়া বাঁধেন ৷ 2016 সালের 16 নভেম্বর বেঙ্গালুরু প্যালেস গ্রাউন্ডে হয় বিয়ের অনুষ্ঠান এবং সমগ্র স্থানটি বিজয়নগর সাম্রাজ্যের মহান রাজধানী হাম্পির ধ্বংসাবশেষের অনুরূপে তৈরি করা হয়েছিল ।

সৃষ্টি মিত্তাল এবং গুলরাজ বেহল: (খরচ প্রায় 500 কোটি টাকা)

স্টিল টাইকুন লক্ষ্মী মিত্তলের ছোট ভাই প্রমোদ মিত্তল তাঁর কন্যা সৃষ্টি মিত্তালের বিয়েতে প্রায় 500 কোটি টাকা খরচ করেছিলেন বলে জানা যায় ৷ 2013 সালের 7 ডিসেম্বর লন্ডনের এইচএসবিসি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার গুলরাজ বহেলকে সৃষ্টি মিত্তাল বিয়ে করেন বার্সেলোনায় । একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারত ও থাইল্যান্ড থেকে 200 জন বাটলার, রাঁধুনী এবং সচিব-সহ একটি দলকে বিয়ে উপলক্ষে স্পেনে পাঠানো হয়েছিল ৷ 500 জন অতিথিকে গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করানো হয়েছিল ।

বনীশা মিত্তাল এবং অমিত ভাটিয়া: (খরচ প্রায় 240 কোটি টাকা)

বিনিয়োগ ব্যাঙ্কার অমিত ভাটিয়ার সঙ্গে বিলিয়নেয়ার লক্ষ্মী মিত্তালের মেয়ে বনীশা মিত্তালের বিয়েতেও বিপুল খরচ হয়েছিল । 2004 সালে ভার্সাইয়ে অনুষ্ঠিত ছয় দিনের ইভেন্টে আগে হয় বাগদান, আইনি বিয়ে ৷ ভার্সাইয়ের প্রাসাদে হয় বিয়ের ব্যক্তিগত অনুষ্ঠান ৷ বিয়ের রিসেপশনে অতিথিদের মধ্যে ছিলেন শাহরুখ খান এবং কাইলি মিনোগ-সহ অভিনয় জগতের বিশ্ব বিখ্যাত শিল্পীরা ৷

সোনম ভাসওয়ানি এবং নাভিন ফাবিয়ানি: (খরচ প্রায় 210 কোটি টাকা)

2017 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় স্ট্যালিয়ন গ্রুপের সুনীল ভাসওয়ানির মেয়ে সোনম ভাসওয়ানি বিয়ে করেন স্পেন/মুম্বইয়ের ব্যবসায়ী কামাল ফাবিয়ানির ছেলে নাভিন ফাবিয়ানিকে । এই বিয়েতে খরচ হয় প্রায় 210 কোটি টাকা । সোনম ভাসওয়ানি এবং নাভিন ফাবিয়ানির বিয়ের খবর সেই সময় ছিল টক অফ দ্য টাউন ৷ বিশ্বের সবচেয়ে জমকালো প্রাসাদের অন্যতম ভিয়েনার বেলভেডেরে প্রাসাদে হয় বিয়ের অনুষ্ঠান ৷ ভিয়েনিজ বল থেকে এলিগ্যান্ট আউটডোর সেরিমনি, সবেতেই ছিল বিরাট আয়োজন ৷

সঞ্জয় হিন্দুজা এবং অনু মাহতানি: (খরচ প্রায় 150 কোটি টাকা)

দেশের অন্যতম বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় হিন্দুজা তাঁর দীর্ঘদিনের প্রণয়ী অনু মাহতানিকে বিয়ে করেন উদয়পুরে ৷ জমকালো ও অসামান্য বিয়ের অনুষ্ঠান হয় 2015 সালে ৷ তাঁদের বিয়েতে সবার নজর ছিল পপ সেনসেশন জেনিফার লোপেজের পারফরম্যান্সের দিকে ৷ যার জন্য তিনি প্রায় 54 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলে জানা যায় ৷ মঞ্চে ছিলেন আরেক সেলিব্রিটি গায়ক নিকোল শেরজিঙ্গার ৷ তিনি প্রায় 40 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ৷

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা: (খরচ প্রায় 100 কোটি টাকা)

2017 সালের 11 ডিসেম্বর ইতালির তাসকানিয়ে রূপকথায় বিয়ে করেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ ঘনিষ্ঠ বিবাহের অনুষ্ঠানের কয়েকদিন পর মুম্বইতে হয় রিসেপশন ৷ যেখানে বসে তারকাদের হাট ৷ খেলা ও বিনোদন জগতের সেলিব্রিটিদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

আদেল সাজান এবং সানা খান: (খরচ প্রায় 100 কোটি টাকা)

দিল ধড়কনে দো থিমে সানা খান এবং আদেল সাজানের চারদিনের বিয়ের অনুষ্ঠান হয় কনকর্ডিয়া-ক্লাস কোস্টা ফ্যাসিনোসা ক্রুজ লাইনারে । বিয়ের উদযাপনে ছিল বাদশা ও বিশাল শেখরের মিউজিক পারফরম্যান্স, গৌহর খান ও সুস্মিতা সেনের বক্তব্য ৷ বিয়েতে কাটা হয় 10 ​​স্তরের কেক ।

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন: (খরচ প্রায় 77 কোটি টাকা)

এই দম্পতি 2018 সালের 14 এবং 15 নভেম্বর ইতালির লেক কোমোতে বিয়ে করেন ৷ ইনস্টাগ্রামে বিয়ের কথা ঘোষণা করে আশীর্বাদ প্রার্থনা করেন দীপবীর ৷ দীপিকা পাড়ুকোনের কোঙ্কনি ব্যাকগ্রাউন্ড এবং রণবীর সিংয়ের সিন্ধ্রি ব্যাকগ্রাউন্ডের কারণে দুই মতেই বিয়ে সম্পন্ন হয় ৷ এই বিয়েতে খরচ হয় প্রায় 77 কোটি টাকা ৷

Last Updated : Jul 2, 2024, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.