ETV Bharat / entertainment

নিজামের শহরে বাংলার সিনেমা উদযাপন, শুরু হচ্ছে হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল - Hyderabad Bengali Film Festival - HYDERABAD BENGALI FILM FESTIVAL

Celebrate Bengali cinema in Hyderabad: নিজামের শহরে শুরু হতে চলেছে হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ৷ 3 ও 4 তারিখ রয়েছে এই ফেস্টিভ্যাল ৷ সিনেমা দেখার পাশাপাশি রয়েছে লাইভ পারফর্ম্যান্স দেখার সুযোগ ৷ রয়েছে ফুড ফেস্টিভ্যালে পেটপুজো করার দারুণ সুযোগ ৷

Celebrate Bengali cinema in Hyderabad
শুরু হচ্ছে হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 27, 2024, 6:48 PM IST

হায়দরাবাদ, 28 জুলাই: বাংলাকে ছেড়ে কাজের সূত্রে হোক বা পড়াশোনার সূত্রে অনেকেই নিজামের শহর তথা হায়দরাবাদে এসে বসবাস করেন ৷ বাংলার মিষ্টির মতো বাংলার সিনেমাও বাঙালি দর্শকরা মিস করেন ৷ সব সিনেমা প্রেক্ষাগৃহে বসে দেখার সুযোগ হয় না ৷ সেই সকল সিনেপ্রেমীদের জন্যই হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন৷ আগামী 3 অগস্ট শুরু হচ্ছে এই ফেস্টিভ্যাল ৷ শেষ দিন 4 অগস্ট ৷ এইদিনেই বাছাই করা বাংলার চারটি সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷ কোন সময়ে কোন ছবি দেখতে পাবেন, রইল বিস্তারিত তথ্য ৷

3 ও 4 তারিখ হাইটেক সিটির শিল্পারমম-এ বসবে লাইফস্টাইল এক্সিবিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর ৷ সকাল 10.30 থেকে রাত 8.30 পর্যন্ত ৷

ছবি দেখানো হবে শুধুমাত্র 4 তারিখ ৷ স্থান- প্রসাদ প্রিভিউ থিয়েটার, বাঞ্জারা হিলস ৷

হুইসপার্স অফ ফায়ার অ্যান্ড ওয়াটার (হল 2)- সময় সকাল 10.15 মিনিট

ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা (হল 2)- সময় সকাল 12.30 মিনিট

নীহারিকা (হল 1)- সময় দুপুর 2.30 মিনিট

চালচিত্র এখন (হল 2)- সময় দুপুর 3.20 মিনিট

'হুইসপার্স অফ ফায়ার অ্যান্ড ওয়াটার' (whispers of fire and water) ছবির হাত ধরে পরিচালক হিসাবে ডেবিউ করেছেন লুব্ধক চট্টোপাধ্যায় ৷ কলকাতার ছেলে পরিচালক লুব্ধক চট্টোপাধ্যায়ের এই কাহিনী তৈরি হয়েছে কয়লা খনি অঞ্চলকে সামনে রেখে। এক জন সাউন্ড ইন্সটলেশন শিল্পী ধানবাদের ঝরিয়া কয়লাখনি অঞ্চলে গিয়ে পড়েন ৷ এরপর কীভাবে তাঁর জীবন বদলে যায়, তা নিয়েই এগিয়েছে ছবির গল্প ৷ দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবেও দেখানো হয় এই ছবি ৷

'ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা' (Once Upon A Time In Calcutta) ছবিটি পরিচালনা করেছেন আদিত্য বিক্রম সেনগুপ্ত ৷ এই ছবি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি মুম্বই চলচ্চিত্র উৎসবেও সিনেপ্রেমীদের নজর কাড়ে। মুখ্যচরিত্রে দেখা গিয়েছে শ্রীলেখা মিত্র, ব্রাত্য বসু, অরিন্দম ঘোষ, অনিবার্ণ চক্রবর্তী-সহ আরও অনেকে ৷ তিলোত্তমা কলকাতাকে ঘিরেই গাঁথা হয়েছে ছবির গল্প।

'নীহারিকা' (Niharika) ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রাশিষ আচার্য ৷ এক নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের গল্প বলে এই ছবি। সঞ্জীব চট্টোপাধ্যায়ের 'ভয়' উপন্যাস থেকে ছবির থেকে রসদ সংগ্রহ করেছেন পরিচালক। মুখ্য ভূমিকায় অনুরাধা মুখোপাধ্যায়। গানে এবং অভিনয়ে দেখা গিয়েছে শিলাজিৎ মজুমদারকেও ৷ আর রয়েছে অঞ্জন দত্ত পরিচালিত 'চালচিত্র এখন' (Chalchitra Ekhon) ৷ এই ছবির মধ্য দিয়ে গুরু তথা পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শিষ্য অঞ্জন দত্ত ৷

হায়দরাবাদ, 28 জুলাই: বাংলাকে ছেড়ে কাজের সূত্রে হোক বা পড়াশোনার সূত্রে অনেকেই নিজামের শহর তথা হায়দরাবাদে এসে বসবাস করেন ৷ বাংলার মিষ্টির মতো বাংলার সিনেমাও বাঙালি দর্শকরা মিস করেন ৷ সব সিনেমা প্রেক্ষাগৃহে বসে দেখার সুযোগ হয় না ৷ সেই সকল সিনেপ্রেমীদের জন্যই হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন৷ আগামী 3 অগস্ট শুরু হচ্ছে এই ফেস্টিভ্যাল ৷ শেষ দিন 4 অগস্ট ৷ এইদিনেই বাছাই করা বাংলার চারটি সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷ কোন সময়ে কোন ছবি দেখতে পাবেন, রইল বিস্তারিত তথ্য ৷

3 ও 4 তারিখ হাইটেক সিটির শিল্পারমম-এ বসবে লাইফস্টাইল এক্সিবিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর ৷ সকাল 10.30 থেকে রাত 8.30 পর্যন্ত ৷

ছবি দেখানো হবে শুধুমাত্র 4 তারিখ ৷ স্থান- প্রসাদ প্রিভিউ থিয়েটার, বাঞ্জারা হিলস ৷

হুইসপার্স অফ ফায়ার অ্যান্ড ওয়াটার (হল 2)- সময় সকাল 10.15 মিনিট

ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা (হল 2)- সময় সকাল 12.30 মিনিট

নীহারিকা (হল 1)- সময় দুপুর 2.30 মিনিট

চালচিত্র এখন (হল 2)- সময় দুপুর 3.20 মিনিট

'হুইসপার্স অফ ফায়ার অ্যান্ড ওয়াটার' (whispers of fire and water) ছবির হাত ধরে পরিচালক হিসাবে ডেবিউ করেছেন লুব্ধক চট্টোপাধ্যায় ৷ কলকাতার ছেলে পরিচালক লুব্ধক চট্টোপাধ্যায়ের এই কাহিনী তৈরি হয়েছে কয়লা খনি অঞ্চলকে সামনে রেখে। এক জন সাউন্ড ইন্সটলেশন শিল্পী ধানবাদের ঝরিয়া কয়লাখনি অঞ্চলে গিয়ে পড়েন ৷ এরপর কীভাবে তাঁর জীবন বদলে যায়, তা নিয়েই এগিয়েছে ছবির গল্প ৷ দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবেও দেখানো হয় এই ছবি ৷

'ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা' (Once Upon A Time In Calcutta) ছবিটি পরিচালনা করেছেন আদিত্য বিক্রম সেনগুপ্ত ৷ এই ছবি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি মুম্বই চলচ্চিত্র উৎসবেও সিনেপ্রেমীদের নজর কাড়ে। মুখ্যচরিত্রে দেখা গিয়েছে শ্রীলেখা মিত্র, ব্রাত্য বসু, অরিন্দম ঘোষ, অনিবার্ণ চক্রবর্তী-সহ আরও অনেকে ৷ তিলোত্তমা কলকাতাকে ঘিরেই গাঁথা হয়েছে ছবির গল্প।

'নীহারিকা' (Niharika) ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রাশিষ আচার্য ৷ এক নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের গল্প বলে এই ছবি। সঞ্জীব চট্টোপাধ্যায়ের 'ভয়' উপন্যাস থেকে ছবির থেকে রসদ সংগ্রহ করেছেন পরিচালক। মুখ্য ভূমিকায় অনুরাধা মুখোপাধ্যায়। গানে এবং অভিনয়ে দেখা গিয়েছে শিলাজিৎ মজুমদারকেও ৷ আর রয়েছে অঞ্জন দত্ত পরিচালিত 'চালচিত্র এখন' (Chalchitra Ekhon) ৷ এই ছবির মধ্য দিয়ে গুরু তথা পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শিষ্য অঞ্জন দত্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.