ETV Bharat / entertainment

হায়দরাবাদে বাংলা সিনেমার উৎসব, থাকছে অঞ্জন দত্ত-ইন্দ্রাশিসের ছবি - Hyderabad Bengali Film Festival - HYDERABAD BENGALI FILM FESTIVAL

Bengali Film Festival: নিজামের শহরে শুরু হল সিনেমার উৎসব । 3 ও 4 তারিখ উদযাপন হবে হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল । শনিবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা ।

Etv Bharat
হায়দরাবাদে বাংলা সিনেমার উৎসব (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 9:53 PM IST

Updated : Aug 3, 2024, 10:52 PM IST

হায়দরাবাদ, 3 অগস্ট: আন্তর্জাতিক স্তরে বাংলা সিনেমা বরাবরাই খ্যাতি অর্জন করেছে । পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের উত্তরসূরী হিসেবে পরিচালক অঞ্জন দত্ত, বৌদ্ধায়ন মুখোপাধ্যায় এবং ইন্দ্রাশীষ আচার্যের মতো পরিচালকদের ছবি সর্বজনবিদিত। নিজামের শহরও তার ব্যতিক্রম নয়। শনিবার শুরু হয়েছে হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল । উদ্বোধনে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ইটিভি ভারত । এদিন হাইটেক সিটির শিল্পারমমে উদ্বোধনে উপস্থিত ছিলেন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল সুপ্রাণ সেন, ডিআরডিও-র প্রাক্তন অধিকর্তা সুবীর কুমার চৌধুরী, আইএএস চন্দনা খান ও পরিচালক বৌদ্ধায়ন মুখোপাধ্যায় ।

হায়দরাবাদে বাংলা সিনেমার উৎসব (ইটিভি ভারত)

অনুষ্ঠানের উদ্যোক্তা তথা এইচবিএফএফ-এর ডিরেক্টর পার্থপ্রতিম মল্লিক বলেন, “দীর্ঘ সময় ধরে বাংলাকে ছেড়ে হায়দরাবাদে কাজের সূত্রে রয়েছি । এখানে বাংলা ছবি ভীষণ মিস করতাম। তখন বন্ধুরা মিলে এই রকম ফেস্টিভ্যাল করার পরিকল্পনা করি । দেখতে দেখতে তা 10 বছর সম্পন্ন করল । বাংলা সিনেমার সঙ্গে যে আবেগ জড়িয়ে রয়েছে তা এখানে তুলে ধরতে পারাটাই মূল উদ্দেশ্য । পাশাপাশি, এখানকার সংস্কৃতির সঙ্গে বাংলার সংস্কৃতিকে মিলিতভাবে তুলে ধরার ইচ্ছে থেকেই এই উৎসবের জার্নি শুরু ।”

পরিচালক বৌদ্ধায়ন বলেন, "পার্থ আমাকে এমন প্রয়াসের কথা যখন প্রথম জানায় তখন থেকেই জুড়ে গিয়েছি । নিজামের শহরে বাংলা সিনেমার উৎসব উদযাপন করা হচ্ছে । এর থেকে বড় বিষয় আর কী হতে পারে । আঞ্চলিক ভাষা এখানে যেভাবে গুরুত্ব পায় সেখানে দাঁড়িয়ে বাংলা ছবি এখানকার প্রেক্ষাগৃহে বেশিদিন চলবে বা বেশি মুক্তি পাবে তেমনটা হবে না । সকলে ব্যবসাটা বোঝেন। তার মধ্যেও আমার প্রযোজনা আর অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মানিকবাবুর মেঘ এখানে মুক্তি পায় । একসপ্তাহ ভালো চলে । আগামিদিনে সিনেমার উৎসব আরও বড় করে পালিন করা হবে তেমন স্বপ্ন নিশ্চই পূরণ হবে ।"

অন্যদিকে, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল সুপ্রাণ সেন জানান, তিনি প্রবাসী বাঙালি । তবে বাংলা সিনেমার প্রতি বরাবরই আলাদা টান রয়েছে । হায়দরাবাদের মতো জায়গায় বাংলা সিনেমা, বাংলা সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে এটাই বড় আনন্দের । উল্লেখ্য, এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয় ।

পাশাপাশি, ছোট থেকে বড় শিল্পীদের নাচ-গানে জমে ওঠে এদিনের সিনে উৎসব । পাশাপাশি, বিশেষভাবে নজর কাড়ে নানা পোশাক ও সাজের এক্সিবিশন ।অনুষ্ঠানের নাম ‘এসপ্রিমিতি’, যার অর্থ কোনও রকম কুণ্ঠা ছাড়া নিজেকে মেলে ধরা। ভিড় দেখা যায় খাবারের স্টলগুলিতে । 4 তারিখ প্রসাদ প্রিভিউ থিয়েটারে দেখানো হবে চারটি সিনেমা । তালিকায় রয়েছে, হুইসপার্স অফ ফায়ার অ্যান্ড ওয়াটার (হল 2)- সময় সকাল 10.15 মিনিট ৷ ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা (হল 2)- সময় সকাল 12.30 মিনিট, নীহারিকা (হল 1)- সময় দুপুর 2.30 মিনিট, চালচিত্র এখন (হল 2)- সময় দুপুর 3.20 মিনিটে । এদিনও চারটি ছবির পরিচালকরা উপস্থিত থাকবেন । ছবি শেষে যোগ দেবেন প্রশ্ন-উত্তর পর্বে ৷

হায়দরাবাদ, 3 অগস্ট: আন্তর্জাতিক স্তরে বাংলা সিনেমা বরাবরাই খ্যাতি অর্জন করেছে । পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের উত্তরসূরী হিসেবে পরিচালক অঞ্জন দত্ত, বৌদ্ধায়ন মুখোপাধ্যায় এবং ইন্দ্রাশীষ আচার্যের মতো পরিচালকদের ছবি সর্বজনবিদিত। নিজামের শহরও তার ব্যতিক্রম নয়। শনিবার শুরু হয়েছে হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল । উদ্বোধনে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ইটিভি ভারত । এদিন হাইটেক সিটির শিল্পারমমে উদ্বোধনে উপস্থিত ছিলেন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল সুপ্রাণ সেন, ডিআরডিও-র প্রাক্তন অধিকর্তা সুবীর কুমার চৌধুরী, আইএএস চন্দনা খান ও পরিচালক বৌদ্ধায়ন মুখোপাধ্যায় ।

হায়দরাবাদে বাংলা সিনেমার উৎসব (ইটিভি ভারত)

অনুষ্ঠানের উদ্যোক্তা তথা এইচবিএফএফ-এর ডিরেক্টর পার্থপ্রতিম মল্লিক বলেন, “দীর্ঘ সময় ধরে বাংলাকে ছেড়ে হায়দরাবাদে কাজের সূত্রে রয়েছি । এখানে বাংলা ছবি ভীষণ মিস করতাম। তখন বন্ধুরা মিলে এই রকম ফেস্টিভ্যাল করার পরিকল্পনা করি । দেখতে দেখতে তা 10 বছর সম্পন্ন করল । বাংলা সিনেমার সঙ্গে যে আবেগ জড়িয়ে রয়েছে তা এখানে তুলে ধরতে পারাটাই মূল উদ্দেশ্য । পাশাপাশি, এখানকার সংস্কৃতির সঙ্গে বাংলার সংস্কৃতিকে মিলিতভাবে তুলে ধরার ইচ্ছে থেকেই এই উৎসবের জার্নি শুরু ।”

পরিচালক বৌদ্ধায়ন বলেন, "পার্থ আমাকে এমন প্রয়াসের কথা যখন প্রথম জানায় তখন থেকেই জুড়ে গিয়েছি । নিজামের শহরে বাংলা সিনেমার উৎসব উদযাপন করা হচ্ছে । এর থেকে বড় বিষয় আর কী হতে পারে । আঞ্চলিক ভাষা এখানে যেভাবে গুরুত্ব পায় সেখানে দাঁড়িয়ে বাংলা ছবি এখানকার প্রেক্ষাগৃহে বেশিদিন চলবে বা বেশি মুক্তি পাবে তেমনটা হবে না । সকলে ব্যবসাটা বোঝেন। তার মধ্যেও আমার প্রযোজনা আর অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মানিকবাবুর মেঘ এখানে মুক্তি পায় । একসপ্তাহ ভালো চলে । আগামিদিনে সিনেমার উৎসব আরও বড় করে পালিন করা হবে তেমন স্বপ্ন নিশ্চই পূরণ হবে ।"

অন্যদিকে, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল সুপ্রাণ সেন জানান, তিনি প্রবাসী বাঙালি । তবে বাংলা সিনেমার প্রতি বরাবরই আলাদা টান রয়েছে । হায়দরাবাদের মতো জায়গায় বাংলা সিনেমা, বাংলা সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে এটাই বড় আনন্দের । উল্লেখ্য, এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয় ।

পাশাপাশি, ছোট থেকে বড় শিল্পীদের নাচ-গানে জমে ওঠে এদিনের সিনে উৎসব । পাশাপাশি, বিশেষভাবে নজর কাড়ে নানা পোশাক ও সাজের এক্সিবিশন ।অনুষ্ঠানের নাম ‘এসপ্রিমিতি’, যার অর্থ কোনও রকম কুণ্ঠা ছাড়া নিজেকে মেলে ধরা। ভিড় দেখা যায় খাবারের স্টলগুলিতে । 4 তারিখ প্রসাদ প্রিভিউ থিয়েটারে দেখানো হবে চারটি সিনেমা । তালিকায় রয়েছে, হুইসপার্স অফ ফায়ার অ্যান্ড ওয়াটার (হল 2)- সময় সকাল 10.15 মিনিট ৷ ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা (হল 2)- সময় সকাল 12.30 মিনিট, নীহারিকা (হল 1)- সময় দুপুর 2.30 মিনিট, চালচিত্র এখন (হল 2)- সময় দুপুর 3.20 মিনিটে । এদিনও চারটি ছবির পরিচালকরা উপস্থিত থাকবেন । ছবি শেষে যোগ দেবেন প্রশ্ন-উত্তর পর্বে ৷

Last Updated : Aug 3, 2024, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.