কলকাতা, 10 ফেব্রুয়ারি: সাতসকালে ব্রেনস্ট্রোকেই আক্রান্ত হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ শনিবার সন্ধ্যায় বেসরকারি হাসতাপালের তরফে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিনে ব্রেনস্ট্রোকেই মান্যতা দেওয়া হল ৷ সেখানে জানানো হয়, মিঠুন চক্রবর্তীর মস্তিষ্কে 'ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট' (স্ট্রোক) হয়েছে ৷ অনান্য চিকিৎসকদের সঙ্গে এই মুহূর্তে অভিনেতাকে দেখছেন নিউরোফিজিসিয়ান, গ্যাস্ট্রোএন্ট্রোলজি এবং কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকরা।
বুলেটিনে বলা হয়েছে, "73 বছর বয়সী জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সকাল 9.40 মিনিটে ইমার্জেন্সি বিভাগে ভরতি হন ৷ ডান দিকের উপরে ও নীচে দুর্বলতা অনুভব করছিলেন তিনি ৷ অভিনেতার রেডিয়োলজির পাশাপাশি মস্তিষ্কের এমআরআই করা হয় ৷ বর্তমানে তাঁর ব্রেনস্ট্রোকের চিকিৎসা চলছে ৷ আপাতত তিনি সজ্ঞানে আছেন ৷ হালকা খাবার খেতে দেওয়া হয়েছে ৷"
এদিন কলকাতায় সোহম চক্রবর্তী প্রযোজিত শাস্ত্রী ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা ৷ আচমকাই শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ এরপরেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় ৷ তাঁকে দেখতে যান অভিনেত্রী দেবশ্রী রায়, পরিচালক রাজ চক্রবর্তী ও বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ অভিনেতাকে দেখে বেরানোর পর রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, তাঁর শরীরে শর্করার মাত্রা বেড়ে গিয়েছিল। অন্য আর কোনও সমস্যা হয়নি। এমনকি পরিচালকের দাবি সকাল থেকে যে সমস্ত খবর উঠে এসেছিল তা সব ভ্রান্ত ছিল ৷
এমনকী, তিনি জানিয়েছিলেন রবিবার অভিনেতাকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হবে ৷ অন্যদিকে দেবশ্রী রায় জানিয়েছিলেন, ভালো আছেন অভিনেতা ৷ শমীক ভট্টাচার্য বলেন, "খুব ভালো আছেন উনি। মানুষের মনের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছিল তা একদমই অমূলক। ভালো আছেন, সুস্থ আছেন, খুব তাড়াতাড়ি ছন্দে ফিরবেন। অনেকগুলো ছবির কাজ নিয়েছেন, সেই ছবিগুলোও করবেন।" আপাতত অভিনেতা তথা মহাগুরু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এই প্রার্থনা সকলের ৷
আরও পড়ুন:
1. অসুস্থ মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী-রাজ, কেমন আছেন মহাগুরু?
2. অমিতাভের সঙ্গে জুটিতে ছবির কাজ কতদূর এগোল, জানালেন 'থালাইভা' রজনী
3. উইকএন্ডে শাহিদ-কৃতির রম-কম 'তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া' হট চয়েস, ম্যাজিক বক্সঅফিসেও