হায়দরাবাদ, 13 সেপ্টেম্বর: মার্ডার-মিস্ট্রি সিরিজ দিয়ে ওটিটি দুনিয়ায় পা রাখলেন 'মিঠাই' খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু৷ হইচই-তে আসছে নতুন ওয়েব সিরিজ 'কালরাত্রি' ৷ মুখ্যচরিত্রে সৌমিতৃষ্ণা ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্দ্রাশিস রায়, রাজদীপ গুপ্ত, রূপাঞ্জনা মিত্র, অনুজয় চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ৷
নতুন প্রোজেক্ট নিয়ে উচ্ছ্বসিত প্রধান অভিনেত্রী ৷ তিনি বলেন, "কালরাত্রি আমার কাছে স্পেশাল প্রোজেক্ট ৷ একদিকে ওয়েব দুনিয়ায় পা রাখা অন্যদিকে হইচই-এর সঙ্গে কাজ ৷ সব মিলিয়ে খুব এক্সাইটেড ৷ এই সিরিজে আমার চরিত্রের নাম দেবী ৷ এই চরিত্রের একাধিক স্তর রয়েছে ৷ তা সিরিজের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসবে ৷ আশা করছি দেবী চরিত্রে দর্শকদের ভালোবাসা পাব ৷"
চিত্রনাট্যের দিকে দেখা যায়, বিয়ের দিনেই বান্ধবীর ভবিষ্যদ্বাণী শুনে হতবাক হয় দেবী অর্থাৎ সৌমিতৃষা ৷ সে জানতে পারে তাঁর হবু স্বামীর রহস্যময় মৃত্যুর সম্ভাবনা রয়েছে। উৎসবের আবহ পূর্ণ হয় অজানা ভয়ে। ধীরে ধীরে রহস্য আরও ঘনীভূত হতে থাকে। তার সঙ্গে কী ভাবে মোকাবিলা করবে দেবী, তারই উত্তর দেবে এই সিরিজ ৷ সিরিজ পরিচালনার দায়িত্বে অয়ন চক্রবর্তী ৷ গল্পও তাঁরই লেখা ৷ এখনও পর্যন্ত সিরিজের প্রোডাকশনের কাজ চলছে ৷ খুব শীঘ্রই হইচই প্ল্যাটফর্মে আসতে চলেছে রহস্যে ভরা 'কালরাত্রি' ৷
এর আগে পরিচালক অয়ন চক্রবর্তীর ওয়েব সিরিজ 'নিখোঁজ' 11 আগস্ট হইচই-তে স্ট্রিমিং হয় ৷ 2020 সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ওয়েব সিরিজ 'জাজমেন্ট ডে'। এই মাঝে পরিচালকের 'ষড়রিপু ২' বড় পর্দায় মুক্তি পায়। এরপর চলতি বছর আসে 'নিখোঁজ 2' ৷ এবার অপেক্ষা অয়ন চক্রবর্তী পরিচালিত 'কালরাত্রি' কবে আসে হইচই প্ল্যাটফর্মে ৷