ETV Bharat / entertainment

অ্যাওয়ার্ড হাতে নিলেও জানতাম পরদিন কেমো নিতে হবে, ভিডিয়ো শেয়ার করে আবেগপ্রবণ হিনা - Hina Khan - HINA KHAN

Hina Khan Breast Cancer Update: দিনচারেক আগে সোশাল মিডিয়ার মাধ্য়মে টেলি তারকা হিনা খান জানিয়েছেন, ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত তিনি ৷ স্ট্রেজ-থ্রি ক্যানসারে আক্রান্ত হয়েও লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি, অনেককেই এই রোগের বিরুদ্ধে সাহস জোগাচ্ছেন বিগবস তারকা ৷ তিনি এতটাই সাহসী, একটি ইভেন্টের অ্যাওয়ার্ড হাতে নিলেও জানতেন পরদিন তাঁর কেমো রয়েছে ৷

Hina Khan Breast Cancer Update
ভিডিয়ো শেয়ার করে আবেগপ্রবণ হিনা (হিনা খান ইনস্টাগ্রাম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 11:58 AM IST

Updated : Jul 2, 2024, 12:49 PM IST

মুম্বই, 2 জুলাই: টেলি দুনিয়ার আদর্শ বউমা থেকে এখনকার আইকন স্টার হিনা খান ৷ 2009 সালে 'ইয়ে রিস্তা ক্যায়া ক্যাহেলাতা হ্যায়' ধারাবাহিকের মাধ্যমে তিনি বিনো দুনিয়ার পা-রাখেন। তবে তাঁকে স্টার হিসাবে পরিচিতি দিয়েছে বিগ বস ৷ সিজন 11-এ তাঁর এন্টারটেইন দর্শকের মনে এতটাই জায়গা করে নিয়েছে যে তিনি আইকনিক স্টারে পরিণত হয়েছেন ৷ সম্প্রতি, হিনা খান স্তন ক্যানসারে আক্রান্ত, তাও তৃতীয় স্টেজে রয়েছেন। এরইমাঝে ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী জানালেন, অ্যাওয়ার্ড যখন নিচ্ছি তখন জানতাম পরদিন কেমো রয়েছে ৷

সোমবার রাতে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে, অভিনেত্রী হিনা একটি অ্যাওয়ার্ড শো'তে রেড কার্পেটে নানাকরম পোজ দিয়ে ছবি তুলছেন ৷ তাঁর মুখে তখন হাসি, কাজের প্রতি তাঁর এতটাই নিষ্ঠা যে, পরদিনই রয়েছে তাঁর প্রথম কেমোথেরাপি ৷ তার ছাপ চোখমুখে ধরা পড়েনি ৷ ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, হাতে রয়েছে অ্যাওয়ার্ডও ৷ এই ইভেন্টের আলাদা করে তিনি একগুচ্ছ ছবিও পোস্ট করেছিলেন গত 5 জুন ৷

ভিডিয়ো শেয়ার করে হিনা লিখেছেন, "এই পুরস্কারের রাতে, আমি আমার ক্যানসারের বিষয়ে জানতাম, কিন্তু আমি স্বাভাবিক ও স্বচ্ছন্দে ছিলাম ৷ শুধু নিজের জন্য নয়, আমাদের সকলের জন্য। এই সেই দিনটি যা সবকিছু বদলে দিয়েছিল, এটি আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তকে সামনে এনে দিয়েছিল ৷ তাই আসুন কিছু নিশ্চিতকরণ করি।"

এদিন আরও একটি পোস্ট করেছিলেন টেলি তারকা ৷ ক্যানসার-যোদ্ধাদের উদ্দেশে বার্তা দেন লড়াইয়ের। তাঁদের সাহসকে কুর্নিশ জানান ৷ ওই পোস্টে লেখেন, "এটা আমার যাত্রাপথেরই একটা অংশ। আমার এই পোস্ট সেই সব সাহসী এবং লড়াকু মানুষদের জন্য, যাঁরা এই লড়াইটা লড়ছেন। আমি চাই, আমার জার্নি যেন ওনাদেরও অনুপ্রেরণা জোগায় এবং ওনাদের লড়াইয়ের গল্পগুলোয় একটা করে নতুন পাতা যোগ করতে পারে। আর মনে রাখবেন, আমাদের শরীরে হয়তো দাগ থাকবে কিন্তু আমরা ভয় পাব না। এই কঠিন সময় ঠিক পেরিয়ে যাবে।"

মুম্বই, 2 জুলাই: টেলি দুনিয়ার আদর্শ বউমা থেকে এখনকার আইকন স্টার হিনা খান ৷ 2009 সালে 'ইয়ে রিস্তা ক্যায়া ক্যাহেলাতা হ্যায়' ধারাবাহিকের মাধ্যমে তিনি বিনো দুনিয়ার পা-রাখেন। তবে তাঁকে স্টার হিসাবে পরিচিতি দিয়েছে বিগ বস ৷ সিজন 11-এ তাঁর এন্টারটেইন দর্শকের মনে এতটাই জায়গা করে নিয়েছে যে তিনি আইকনিক স্টারে পরিণত হয়েছেন ৷ সম্প্রতি, হিনা খান স্তন ক্যানসারে আক্রান্ত, তাও তৃতীয় স্টেজে রয়েছেন। এরইমাঝে ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী জানালেন, অ্যাওয়ার্ড যখন নিচ্ছি তখন জানতাম পরদিন কেমো রয়েছে ৷

সোমবার রাতে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে, অভিনেত্রী হিনা একটি অ্যাওয়ার্ড শো'তে রেড কার্পেটে নানাকরম পোজ দিয়ে ছবি তুলছেন ৷ তাঁর মুখে তখন হাসি, কাজের প্রতি তাঁর এতটাই নিষ্ঠা যে, পরদিনই রয়েছে তাঁর প্রথম কেমোথেরাপি ৷ তার ছাপ চোখমুখে ধরা পড়েনি ৷ ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, হাতে রয়েছে অ্যাওয়ার্ডও ৷ এই ইভেন্টের আলাদা করে তিনি একগুচ্ছ ছবিও পোস্ট করেছিলেন গত 5 জুন ৷

ভিডিয়ো শেয়ার করে হিনা লিখেছেন, "এই পুরস্কারের রাতে, আমি আমার ক্যানসারের বিষয়ে জানতাম, কিন্তু আমি স্বাভাবিক ও স্বচ্ছন্দে ছিলাম ৷ শুধু নিজের জন্য নয়, আমাদের সকলের জন্য। এই সেই দিনটি যা সবকিছু বদলে দিয়েছিল, এটি আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তকে সামনে এনে দিয়েছিল ৷ তাই আসুন কিছু নিশ্চিতকরণ করি।"

এদিন আরও একটি পোস্ট করেছিলেন টেলি তারকা ৷ ক্যানসার-যোদ্ধাদের উদ্দেশে বার্তা দেন লড়াইয়ের। তাঁদের সাহসকে কুর্নিশ জানান ৷ ওই পোস্টে লেখেন, "এটা আমার যাত্রাপথেরই একটা অংশ। আমার এই পোস্ট সেই সব সাহসী এবং লড়াকু মানুষদের জন্য, যাঁরা এই লড়াইটা লড়ছেন। আমি চাই, আমার জার্নি যেন ওনাদেরও অনুপ্রেরণা জোগায় এবং ওনাদের লড়াইয়ের গল্পগুলোয় একটা করে নতুন পাতা যোগ করতে পারে। আর মনে রাখবেন, আমাদের শরীরে হয়তো দাগ থাকবে কিন্তু আমরা ভয় পাব না। এই কঠিন সময় ঠিক পেরিয়ে যাবে।"

Last Updated : Jul 2, 2024, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.