ETV Bharat / entertainment

'মাসের সেই দিন যখন প্রার্থনার প্রয়োজন...' ফের হাসপাতালে ভর্তি হিনা খান - Hina Khan Returns to Hospital - HINA KHAN RETURNS TO HOSPITAL

Hina Khan Battling Stage 3 Breast Cancer: ফের হাসপাতালে পৌঁছলেন অভিনেত্রী হিনা খান ৷ ফ্যাশন শোয়ে উপস্থিতির দুদিন পরেই ভর্তি হলেন হাসপাতালে ৷ ইন্সটাগ্রামে স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন অভিনেত্রী ৷ মারণ রোগ ক্যানসারের সঙ্গে যুদ্ধ চালাচ্ছেন অভিনেত্রী হিনা খান ৷

Hina Khan Battling Stage 3 Breast Cancer
ফের হাসপাতালে ভর্তি হলেন হিনা খান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 18, 2024, 3:57 PM IST

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: মনের মধ্যে হাজারো দুশ্চিন্তা সত্ত্বেও কিছুদিন যেন কাজে ফিরে খোলা মনে নিঃশ্বাস নিচ্ছিলেন অভিনেত্রী হিনা খান ৷ কিন্তু তা সাময়িক ৷ ফের জীবনের সবচেয়ে কঠিনতম রুটিনে ফিরলেন অভিনেত্রী ৷ আহমেদাবাদে হওয়া টাইমস ফ্যাশন উইকে শো-স্টপার হিসাবে নজরকাড়া হিনা ভর্তি হলেন হাসপাতালে ৷ ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী প্রতিদিন বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে হাসপাতালে বিছানায় শুয়ে থাকার ছবি শেয়ার করলেন তিনি ৷ জানালেন, এই দিনটায় সকলের প্রার্থনা ভীষণ প্রয়োজন ৷

Hina Khan Battling Stage 3 Breast Cancer
হাসপাতালের বিছানায় শুয়ে পোস্ট হিনার (হিনা খানের ইন্সটাগ্রাম পোস্ট)

ইন্সটাগ্রামে প্রতি মুহূর্তে হেলথ আপডেট দিতে থাকেন হিনা ৷ অনুরাগীদের সঙ্গে তাঁর লড়াই, যন্ত্রণা সবকিছুই শেয়ার করেন৷ দুদিন আগেই তিনি ব্রাইড লুকে নজর কাড়েন ফ্যাশন উইকে ৷ তারপরেই তাঁকে ভর্তি হয়েছে হাসপাতালে ৷ অভিনেত্রী হাসপাতালে শুয়ে থাকার ছবি শেয়ার করেন ৷ সেখানে তিনি লেখেন, "পুনরায় একই রুটিনে ফেরা ৷ মাসের এই দিনটা প্রয়োজন প্রার্থনার ৷" ছবিতে দেখা গিয়েছে, হাতে হাসপাতালে স্টিকার লাগানো ৷ তিনি একটি গায়ে চাদর দিয়ে শুয়ে রয়েছেন ৷ বোঝাই যাচ্ছে, আরও একবার কেমোথেরাপি নেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ৷

দুদিন আগেই হিনা এক ফ্যাশন উইকে অংশগ্রহণের ভিডিয়ো শেয়ার করেন ৷ যেখানে তাঁকে দেখা যায় বধূ বেশে ৷ লাল রহের লহেঙ্গায় রূপোলি জড়ির ভারী কাজ ৷ ভিনাল পাটেলের সজনি কালেকশনের শো-স্টপার ছিলেন হিনা ৷ সেই ভিডিয়ো সামনে আসতে মন কাড়েন অনুরাগীদের ৷ প্রসঙ্গত, জুন মাসে অভিনেত্রী জানান তিনি ক্যানসার আক্রান্ত ৷ তারপর কঠিন সেই জার্নি প্রতি মুহূর্তে সোশাল মিডিয়ায় জানান হিনা ৷ তিনি মনের দিক থেকে কতটা স্ট্রং থেকে এই লড়াই চালাচ্ছেন, তা নিয়েও বার্তা দেন ৷ যা দেখে উদ্বুদ্ধ হন অনেকেই ৷

ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায় খ্যাত অভিনেত্রীর বয়ফ্রেন্ড রকি, এই কঠিন সময়ে পাশে রয়েছেন সবসময় ৷ হিনা তাঁকে নিজের শক্তি বলে অভিহিত করেছেন ৷ উল্লেখ্য, কসৌটি জিন্দেগী কি ধারাবাহিকে কমলিকা চরিত্রেও নজর কাড়েন হিনা ৷ এছাড়াও তাঁকে দেখা গিয়েছে ফিয়ার ফ্যাক্টর, বিগ বস 11 ও খতরো কে খিলাড়ির মতো রিয়েলিটি শোয়ে ৷

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: মনের মধ্যে হাজারো দুশ্চিন্তা সত্ত্বেও কিছুদিন যেন কাজে ফিরে খোলা মনে নিঃশ্বাস নিচ্ছিলেন অভিনেত্রী হিনা খান ৷ কিন্তু তা সাময়িক ৷ ফের জীবনের সবচেয়ে কঠিনতম রুটিনে ফিরলেন অভিনেত্রী ৷ আহমেদাবাদে হওয়া টাইমস ফ্যাশন উইকে শো-স্টপার হিসাবে নজরকাড়া হিনা ভর্তি হলেন হাসপাতালে ৷ ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী প্রতিদিন বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে হাসপাতালে বিছানায় শুয়ে থাকার ছবি শেয়ার করলেন তিনি ৷ জানালেন, এই দিনটায় সকলের প্রার্থনা ভীষণ প্রয়োজন ৷

Hina Khan Battling Stage 3 Breast Cancer
হাসপাতালের বিছানায় শুয়ে পোস্ট হিনার (হিনা খানের ইন্সটাগ্রাম পোস্ট)

ইন্সটাগ্রামে প্রতি মুহূর্তে হেলথ আপডেট দিতে থাকেন হিনা ৷ অনুরাগীদের সঙ্গে তাঁর লড়াই, যন্ত্রণা সবকিছুই শেয়ার করেন৷ দুদিন আগেই তিনি ব্রাইড লুকে নজর কাড়েন ফ্যাশন উইকে ৷ তারপরেই তাঁকে ভর্তি হয়েছে হাসপাতালে ৷ অভিনেত্রী হাসপাতালে শুয়ে থাকার ছবি শেয়ার করেন ৷ সেখানে তিনি লেখেন, "পুনরায় একই রুটিনে ফেরা ৷ মাসের এই দিনটা প্রয়োজন প্রার্থনার ৷" ছবিতে দেখা গিয়েছে, হাতে হাসপাতালে স্টিকার লাগানো ৷ তিনি একটি গায়ে চাদর দিয়ে শুয়ে রয়েছেন ৷ বোঝাই যাচ্ছে, আরও একবার কেমোথেরাপি নেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী ৷

দুদিন আগেই হিনা এক ফ্যাশন উইকে অংশগ্রহণের ভিডিয়ো শেয়ার করেন ৷ যেখানে তাঁকে দেখা যায় বধূ বেশে ৷ লাল রহের লহেঙ্গায় রূপোলি জড়ির ভারী কাজ ৷ ভিনাল পাটেলের সজনি কালেকশনের শো-স্টপার ছিলেন হিনা ৷ সেই ভিডিয়ো সামনে আসতে মন কাড়েন অনুরাগীদের ৷ প্রসঙ্গত, জুন মাসে অভিনেত্রী জানান তিনি ক্যানসার আক্রান্ত ৷ তারপর কঠিন সেই জার্নি প্রতি মুহূর্তে সোশাল মিডিয়ায় জানান হিনা ৷ তিনি মনের দিক থেকে কতটা স্ট্রং থেকে এই লড়াই চালাচ্ছেন, তা নিয়েও বার্তা দেন ৷ যা দেখে উদ্বুদ্ধ হন অনেকেই ৷

ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায় খ্যাত অভিনেত্রীর বয়ফ্রেন্ড রকি, এই কঠিন সময়ে পাশে রয়েছেন সবসময় ৷ হিনা তাঁকে নিজের শক্তি বলে অভিহিত করেছেন ৷ উল্লেখ্য, কসৌটি জিন্দেগী কি ধারাবাহিকে কমলিকা চরিত্রেও নজর কাড়েন হিনা ৷ এছাড়াও তাঁকে দেখা গিয়েছে ফিয়ার ফ্যাক্টর, বিগ বস 11 ও খতরো কে খিলাড়ির মতো রিয়েলিটি শোয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.