ETV Bharat / entertainment

নিজের হাতেই চুল কাটলেন হিনা; অঝোরে কাঁদছেন মা - Hina Khan - HINA KHAN

Hina Khan Cuts Her Hair Short After Chemotherapy: স্ট্রেজ-থ্রি ক্যানসারে রয়েছেন আইকনিক স্টার হিনা খান ৷ কেমোথেরাপি শুরু হয়েছে ৷ তাই চুল উঠবে বলে তা নিজের হাতে কেটে ফেললেন ৷ মেয়েকে দেখে অঝোরে কাঁদছেন মা ৷ লড়াকু মেয়ে মাকে আশ্বস্ত করে বলে ওঠেন, "মা কেঁদো না, এটা শুধু চুলই তো মা ৷ তুমি কি কখনও নিজের চুল কাটোনি! অনেক হয়েছে ৷ তোমার শরীর খারাপ করবে তো…।"

Hina Khan Cuts Her Hair Short After Chemotherapy
হিনা খান (হিনা খান ইনস্টাগ্রাম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 2:24 PM IST

Updated : Jul 5, 2024, 5:42 PM IST

হায়দরাবাদ, 5 জুলাই: শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার ৷ স্ট্রেজ-থ্রি ক্যানসারে আক্রান্ত হয়েও লড়াই চালিয়ে যাচ্ছেন টেলি অভিনেত্রী হিনা ৷ কেমোথেরাপি শুরু হয়েছে তাঁর ৷ স্বাভাবিক নিয়মেই তাই চুল ঝরবে । পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাই নিজের চুল নিজের হাতেই কেটে ফেললেন হিনা খান। একগাল হাসি নিয়ে কাঁচি চালিয়ে দিলেন চুলের উপরে ৷ বেনি করা চুলকে কেটে ফেললেন...

তাঁর এই চুল কাটার ভিডিয়ো ইতিমধ্যেই নিজের ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী ৷ তাতে দেখা যাচ্ছে, তিনি প্রথমে বেনি করা চুল কেটে ফেললেন ৷ মাথাজুড়ে রয়েছে তাঁর আরও বেশ কয়েকটি বেনি ৷ হিনার পোস্টে তাঁকে তাঁর হেয়ার ড্রেসার বন্ধুর সাহায্য নিয়ে চুল কেটে ফেলতে দেখা যাচ্ছে। হিনার চোখ ছলছল করে ওঠে, তবু মা এবং সকলের জন্য নিজেকে শক্ত করে ধরে রাখতে দেখা গেল অভিনেত্রীকে। আবেগ সামলাতে পারলেন না হিনার মা ৷

মেয়ের এই অবস্থায় অঝোরে কেঁদে চলেছেন মা ৷ লড়াকু মেয়ে মাকে আশ্বস্ত করে বলছেন, "মা কেঁদো না, এটা শুধু চুলই তো মা ৷ তুমি কি কখনও নিজের চুল কাটোনি! অনেক হয়েছে ৷ তোমার শরীর খারাপ করবে তো…।" তবু মায়ের মন মেয়ের জন্য কেঁদে ওঠে। ভিডিয়োটি পোস্ট করে টেলি অভিনেত্রী লিখেছেন, "কাশ্মীরি ভাষায় আমার মায়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন... তিনি এমন কিছু সাক্ষী হচ্ছেন, যেটা তিনি কখনও ভাবতে পারেননি ৷"

এই বিশেষ দিনটি যাঁদের উপস্থিতি, সমর্থন ছাড়া সম্ভব ছিল না-জানিয়ে হিনা তাঁর মা ও প্রেমিক রকি জয়সওয়ালকে ধন্যবাদ জানিয়েছেন। হিনার কথায়, "ঈশ্বর আমাদের কষ্ট লাঘব করুন এবং আমাদের শক্তি দিন। আমার জন্য প্রার্থনা করুন।" সবশেষে আবেগে মেয়েকে জড়িয়ে ধরেন হিনা খানের মা, চোখের জল সামলাতে পারেননি তিনি। মেয়ের কাছে এসে তিনি তাঁকে চুমুতে ভরিয়ে দেন। চুল কাটার শেষে হিনা বলেন, "মন্দ লাগছে না কিন্তু…" ৷

হায়দরাবাদ, 5 জুলাই: শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার ৷ স্ট্রেজ-থ্রি ক্যানসারে আক্রান্ত হয়েও লড়াই চালিয়ে যাচ্ছেন টেলি অভিনেত্রী হিনা ৷ কেমোথেরাপি শুরু হয়েছে তাঁর ৷ স্বাভাবিক নিয়মেই তাই চুল ঝরবে । পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাই নিজের চুল নিজের হাতেই কেটে ফেললেন হিনা খান। একগাল হাসি নিয়ে কাঁচি চালিয়ে দিলেন চুলের উপরে ৷ বেনি করা চুলকে কেটে ফেললেন...

তাঁর এই চুল কাটার ভিডিয়ো ইতিমধ্যেই নিজের ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী ৷ তাতে দেখা যাচ্ছে, তিনি প্রথমে বেনি করা চুল কেটে ফেললেন ৷ মাথাজুড়ে রয়েছে তাঁর আরও বেশ কয়েকটি বেনি ৷ হিনার পোস্টে তাঁকে তাঁর হেয়ার ড্রেসার বন্ধুর সাহায্য নিয়ে চুল কেটে ফেলতে দেখা যাচ্ছে। হিনার চোখ ছলছল করে ওঠে, তবু মা এবং সকলের জন্য নিজেকে শক্ত করে ধরে রাখতে দেখা গেল অভিনেত্রীকে। আবেগ সামলাতে পারলেন না হিনার মা ৷

মেয়ের এই অবস্থায় অঝোরে কেঁদে চলেছেন মা ৷ লড়াকু মেয়ে মাকে আশ্বস্ত করে বলছেন, "মা কেঁদো না, এটা শুধু চুলই তো মা ৷ তুমি কি কখনও নিজের চুল কাটোনি! অনেক হয়েছে ৷ তোমার শরীর খারাপ করবে তো…।" তবু মায়ের মন মেয়ের জন্য কেঁদে ওঠে। ভিডিয়োটি পোস্ট করে টেলি অভিনেত্রী লিখেছেন, "কাশ্মীরি ভাষায় আমার মায়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন... তিনি এমন কিছু সাক্ষী হচ্ছেন, যেটা তিনি কখনও ভাবতে পারেননি ৷"

এই বিশেষ দিনটি যাঁদের উপস্থিতি, সমর্থন ছাড়া সম্ভব ছিল না-জানিয়ে হিনা তাঁর মা ও প্রেমিক রকি জয়সওয়ালকে ধন্যবাদ জানিয়েছেন। হিনার কথায়, "ঈশ্বর আমাদের কষ্ট লাঘব করুন এবং আমাদের শক্তি দিন। আমার জন্য প্রার্থনা করুন।" সবশেষে আবেগে মেয়েকে জড়িয়ে ধরেন হিনা খানের মা, চোখের জল সামলাতে পারেননি তিনি। মেয়ের কাছে এসে তিনি তাঁকে চুমুতে ভরিয়ে দেন। চুল কাটার শেষে হিনা বলেন, "মন্দ লাগছে না কিন্তু…" ৷

Last Updated : Jul 5, 2024, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.