ETV Bharat / entertainment

'মহুয়া রায়চৌধুরীকে নিয়ে নেতিবাচক কথা বলছেন অভিনেত্রী রত্না ঘোষাল'- রানা সরকার - Mahua Roychoudhury Biopic - MAHUA ROYCHOUDHURY BIOPIC

Rana Sarkar On Mahua Roychoudhury Biopic: প্রয়াত মহুয়া রায়চৌধুরীর বন্ধু তথা কাছের মানুষ রত্না ঘোষালের দেওয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে বলা 'নেতিবাচক' কথার প্রতিবাদ প্রযোজক রানা সরকারের ৷ ইটিভি ভারতকে দেওয়া মহুয়া রায়চৌধুরী ও তাঁর ছেলে গোলাকে নিয়ে ব্যক্তিগত মন্তব্য করেন অভিনেত্রী রত্না ঘোষাল ৷ তারপরেই প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক করতে যাওয়া প্রযোজক রানা সরকার সেই মন্তব্য নিয়ে আপত্তি প্রকাশ করেন ৷ 'গুণ গুণ করে মহুয়া' ছবিতে থাকছে না রত্না ঘোষালের চরিত্রও ৷

Etv Bharat
প্রয়াত মহুয়া রায়চৌধুরীকে নিয়ে নেতিবাচক কথার প্রতিবাদ রানা সরকারের (Etv Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 23, 2024, 12:25 PM IST

হায়দরাবাদ, 23 জুলাই: বাংলা ফিল্ম ইন্ডাষ্ট্রিতে প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর অবদান কম নয় ৷ অভিনেত্রীর প্রয়াণ দিবসে তাঁকে নিয়ে স্মৃতি রোমন্থন করেন অভিনেত্রী তথা মহুয়ার কাছের বন্ধু রত্না ঘোষাল ৷ ইটিভি ভারতে নানাভাগে সেই সাক্ষাৎকার প্রকাশিত হয় ৷ অভিনেত্রী রত্না ঘোষালের প্রকাশিত ব্যক্তিগত বেশ কিছু মতামতকে ঘিরে আপত্তি প্রকাশ করেছেন প্রযোজক রানা সরকার ৷ মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি তাঁর আপত্তির বিষয় তুলে ধরেন ৷ এরপরেই ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় ৷

প্রযোজক রানা সরকার প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবনকে কেন্দ্র করে এক সিনেমা বানাতে চলেছেন ৷ পরিচালনা করবেন সোহিনী ভৌমিক ৷ ছবির নাম 'গুন গুন করে মহুয়া' ৷ ছবির জন্য প্রযোজক অভিনেত্রী রত্না ঘোষালের সঙ্গে সহযোগিতার জন্য কথাও বলেছিলেন ৷ তারপরে রত্না ঘোষালের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেতিবাচক কিছু কথা নিয়ে আপত্তি প্রকাশ করেন ৷ ইটিভি ভারতকে ফোনে তিনি বলেন, "রত্নাদি খুব শ্রদ্ধেয়, সিনিয়র অভিনেত্রী ৷ উনি মহুয়া রায়চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ আমরা ওনার সঙ্গে ছবির বিষয়ে যোগাযোগ করেছিলাম ৷ উনি তখন আমাদের বলেছিলেন মহুয়াকে নিয়ে নেগেটিভ কিছু হলে আমি নেই ৷ ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছে, সেই নিয়ে তোমরা কাজ করলে আমি নেই বলে জানিয়েছিলেন রত্না ঘোষাল ৷"

এরপর তিনি বলেন, "আমাদের উদ্দেশ্যও সেটাই ছিল ৷ সেখানে বিতর্কিত কিছু না করেও মহুয়া রায়চৌধুরীকে নিয়ে অনেক কিছু বলা যায় ৷ তাঁর বায়োপিক বানানো যায় ৷ রত্নাদি নিজেই নেতিবাচক কিছু চাননি অথচ তিনি নিজেই বিভিন্ন পত্রপত্রিকায় নেতিবাচক কথা বলছেন ৷ যেমন আপনাদের কাছে (ইটিভি ভারতকে) দেওয়া সাক্ষাৎকারে তিনি মহুয়ার অতিরিক্ত মদ্যপান নিয়ে কথা বলেছেন ৷ তাঁর সন্তান গোলাকে নিয়ে কথা বলেছেন ৷ আমার প্রশ্ন হচ্ছে, উনি যদি মহুয়া রায়চৌধুরীর বন্ধু হন, যদি মহুয়াকে ভালোবাসেন তাহলে এই ধরনের মন্তব্য সকলের সামনে আনা ঠিক নয় ৷"

প্রযোজক রানা সরকার আরও বলেন, "তিনি এই কথা হাসতে হাসতে বলুন বা যেভাবেই বলুন বিষয়টা ভীষণ সিরিয়াস ৷ একটা কথা বুঝতে হবে গোলা ওনার ছেলে এখনও আছেন ৷ তাঁকে তো সমাজে বেঁচে থাকতে হয় ৷ মহুয়া রায়চৌধুরী মারা যাওয়ার পর থেকে অসংখ্য অবাঞ্ছিত পরিস্থিতির মধ্যে তাঁদের পড়তে হয়েছে যা আমরা কেউ জানি না ৷ ফলে মহুয়ার বন্ধু বলে যিনি পরিচয় দিচ্ছেন তিনি এই ধরনের কথা বলছেন যা আপত্তিকর ৷ এই সমস্ত জিনিসের সত্যচা যাচাই করার কোনও জায়গা নেই ৷ এখন রত্নাদি সত্যি বলছেন না মিথ্যে বলছেন, বা কি হয়েছে তা কেউ জানতে পারবেন না ৷"

প্রযোজকের কথায় তাঁরা যে সিনেমা বানাচ্ছেন তার প্রামাণ্য তথ্য রয়েছে ৷ পরিবারের সঙ্গে কথা বলে, অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হচ্ছে ৷ রানা সরকার বলেন, "কাউকেই আমরা অসম্মান করতে চাই না ৷ মহুয়া রায়চৌধুরীর কাহিনীতে রত্না ঘোষালের চরিত্র লাগেই এমনটা নয় ৷ রত্না ঘোষালের মতো এমন অনেক বন্ধু মহুয়া রায়চৌধুরীর আছে ৷ ফলে আমাদের প্রয়োজন পড়ছে না রত্না ঘোষালের চরিত্র রাখার ৷ তবে এমনটা নয় যে, উনি এমন বক্তব্য রেখেছেন বলেই আমরা ওনাকে বাদ দিচ্ছি ৷" এরপর প্রযোজক জানান, আসলে যে মানুষটা এখন নেই, তাঁকে নিয়ে এমন নেতিবাচক কথা সামনে আসায় সোশাল মিডিয়ায় আপত্তি জানানো হয়েছে ৷

হায়দরাবাদ, 23 জুলাই: বাংলা ফিল্ম ইন্ডাষ্ট্রিতে প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর অবদান কম নয় ৷ অভিনেত্রীর প্রয়াণ দিবসে তাঁকে নিয়ে স্মৃতি রোমন্থন করেন অভিনেত্রী তথা মহুয়ার কাছের বন্ধু রত্না ঘোষাল ৷ ইটিভি ভারতে নানাভাগে সেই সাক্ষাৎকার প্রকাশিত হয় ৷ অভিনেত্রী রত্না ঘোষালের প্রকাশিত ব্যক্তিগত বেশ কিছু মতামতকে ঘিরে আপত্তি প্রকাশ করেছেন প্রযোজক রানা সরকার ৷ মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি তাঁর আপত্তির বিষয় তুলে ধরেন ৷ এরপরেই ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় ৷

প্রযোজক রানা সরকার প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবনকে কেন্দ্র করে এক সিনেমা বানাতে চলেছেন ৷ পরিচালনা করবেন সোহিনী ভৌমিক ৷ ছবির নাম 'গুন গুন করে মহুয়া' ৷ ছবির জন্য প্রযোজক অভিনেত্রী রত্না ঘোষালের সঙ্গে সহযোগিতার জন্য কথাও বলেছিলেন ৷ তারপরে রত্না ঘোষালের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেতিবাচক কিছু কথা নিয়ে আপত্তি প্রকাশ করেন ৷ ইটিভি ভারতকে ফোনে তিনি বলেন, "রত্নাদি খুব শ্রদ্ধেয়, সিনিয়র অভিনেত্রী ৷ উনি মহুয়া রায়চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ আমরা ওনার সঙ্গে ছবির বিষয়ে যোগাযোগ করেছিলাম ৷ উনি তখন আমাদের বলেছিলেন মহুয়াকে নিয়ে নেগেটিভ কিছু হলে আমি নেই ৷ ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছে, সেই নিয়ে তোমরা কাজ করলে আমি নেই বলে জানিয়েছিলেন রত্না ঘোষাল ৷"

এরপর তিনি বলেন, "আমাদের উদ্দেশ্যও সেটাই ছিল ৷ সেখানে বিতর্কিত কিছু না করেও মহুয়া রায়চৌধুরীকে নিয়ে অনেক কিছু বলা যায় ৷ তাঁর বায়োপিক বানানো যায় ৷ রত্নাদি নিজেই নেতিবাচক কিছু চাননি অথচ তিনি নিজেই বিভিন্ন পত্রপত্রিকায় নেতিবাচক কথা বলছেন ৷ যেমন আপনাদের কাছে (ইটিভি ভারতকে) দেওয়া সাক্ষাৎকারে তিনি মহুয়ার অতিরিক্ত মদ্যপান নিয়ে কথা বলেছেন ৷ তাঁর সন্তান গোলাকে নিয়ে কথা বলেছেন ৷ আমার প্রশ্ন হচ্ছে, উনি যদি মহুয়া রায়চৌধুরীর বন্ধু হন, যদি মহুয়াকে ভালোবাসেন তাহলে এই ধরনের মন্তব্য সকলের সামনে আনা ঠিক নয় ৷"

প্রযোজক রানা সরকার আরও বলেন, "তিনি এই কথা হাসতে হাসতে বলুন বা যেভাবেই বলুন বিষয়টা ভীষণ সিরিয়াস ৷ একটা কথা বুঝতে হবে গোলা ওনার ছেলে এখনও আছেন ৷ তাঁকে তো সমাজে বেঁচে থাকতে হয় ৷ মহুয়া রায়চৌধুরী মারা যাওয়ার পর থেকে অসংখ্য অবাঞ্ছিত পরিস্থিতির মধ্যে তাঁদের পড়তে হয়েছে যা আমরা কেউ জানি না ৷ ফলে মহুয়ার বন্ধু বলে যিনি পরিচয় দিচ্ছেন তিনি এই ধরনের কথা বলছেন যা আপত্তিকর ৷ এই সমস্ত জিনিসের সত্যচা যাচাই করার কোনও জায়গা নেই ৷ এখন রত্নাদি সত্যি বলছেন না মিথ্যে বলছেন, বা কি হয়েছে তা কেউ জানতে পারবেন না ৷"

প্রযোজকের কথায় তাঁরা যে সিনেমা বানাচ্ছেন তার প্রামাণ্য তথ্য রয়েছে ৷ পরিবারের সঙ্গে কথা বলে, অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হচ্ছে ৷ রানা সরকার বলেন, "কাউকেই আমরা অসম্মান করতে চাই না ৷ মহুয়া রায়চৌধুরীর কাহিনীতে রত্না ঘোষালের চরিত্র লাগেই এমনটা নয় ৷ রত্না ঘোষালের মতো এমন অনেক বন্ধু মহুয়া রায়চৌধুরীর আছে ৷ ফলে আমাদের প্রয়োজন পড়ছে না রত্না ঘোষালের চরিত্র রাখার ৷ তবে এমনটা নয় যে, উনি এমন বক্তব্য রেখেছেন বলেই আমরা ওনাকে বাদ দিচ্ছি ৷" এরপর প্রযোজক জানান, আসলে যে মানুষটা এখন নেই, তাঁকে নিয়ে এমন নেতিবাচক কথা সামনে আসায় সোশাল মিডিয়ায় আপত্তি জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.