ETV Bharat / entertainment

ভূতের রাজার বরে 55 বছর পর ফিরল সত্যজিতের গুপি-বাঘা, কীভাবে ? - Goopy Gyne Bagha Byne

author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 7:46 PM IST

ETV BHARAT
55 বছর পর ফিরে এল সত্যজিতের গুপি-বাঘা (ছবি: নিজস্ব চিত্র)

Goopy Gyne Bagha Byne: মুক্তির 55 বছর পর ফিরে এল সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন ৷ কীভাবে ? তা জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

55 বছর পর ফিরে এল সত্যজিতের গুপি-বাঘা (ইটিভি ভারত)

কলকাতা, 6 মে: 1969 সাল । সত্যজিৎ রায় রুপোলি পর্দায় নিয়ে এলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা 'গুপি গাইন বাঘা বাইন'। সেই সময়ে ছবিটি টানা 51 সপ্তাহ চলেছিল প্রেক্ষাগৃহে । যেমন জমেছিল ব্যবসা, তেমনই জুটেছিল প্রশংসা । তার 55 বছর আবারও ফিরে এল তা ফিরে এল ৷ তবে এ বার হাজির 'এআই গুপি বাঘা' ৷ সৌজন্যে 'ভূতের রাজা দিল বর'৷

মুক্তি পাওয়ার পর সমালোচকদের প্রশংসাভরা লেখনীতে সমৃদ্ধ হয়েছিল সত্যজিতের অমর সৃষ্টি 'গুপি গাইন বাঘা বাইন'। 'সেরা ছবি' এবং 'সেরা পরিচালক' দুটি বিভাগে জাতীয় পুরস্কার আসে 'গুপি গাইন বাঘা বাইন'-এর ঘরে । আসে চারটি আন্তর্জাতিক পুরস্কার । এই ছবি আজও একইরকমভাবে দর্শকের কাছে সমাদৃত । আজকের প্রজন্মের কাছেও এর দারুণ কদর । এই ছবির গান ছিল এর সিগনেচার । 'দেখো রে নয়ন মেলে' থেকে 'মহারাজা তোমারে সেলাম', 'এক যে ছিল রাজা', 'ভূতের রাজা দিল বর', 'ওরে বাবা দেখো চেয়ে' প্রত্যেকটি গান আজও সমান জনপ্রিয় ।

অনুপ ঘোষালের কণ্ঠে একাধিক গান মন ভরিয়েছে বাঙালির । সঙ্গ দিয়েছিলেন সত্যজিৎ রায় স্বয়ং এবং রবি ঘোষ । কামু মুখোপাধ্যায় এবং জহর রায়ও গেয়েছেন একটি গান । সে সব গান আজও নতুন, সজীব । দুঃখের কথা, এঁরা কেউই আজ আমাদের মধ্যে নেই । কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে আছে 'গুপি গাইন বাঘা বাইন', শুণ্ডির রাজা, ভূতের রাজা, বরফি, আমলকির রাজা, হরিতকী বনের রাজা, প্রধানমন্ত্রী, হল্লার চরেরা । আর বাঙালির হৃদয়ে তাদের অস্তিত্বের কথা মাথায় রেখেই এ বাংলার বুকে গজিয়ে উঠেছে রেস্তোরাঁ । নাম 'ভূতের রাজা দিল বর'। এদের 11টি শাখার প্রতিটিতে পা দিলেই মনে হবে চলে গিয়েছেন হীরক রাজার দেশে, শুণ্ডি রাজার রাজসভায় কিংবা আমলকি বনে ৷

'গুপি গাইন বাঘা বাইন'-এর শিল্পী কলাকুশলীরা সকলে আজ পৃথিবীতে না-থাকলেও চলে এলো ছবির সমস্ত বিবরণ সহযোগে গান । গানটি গেয়েছেন খরাজ মুখোপাধ্যায় । সম্পূর্ণ নতুনভাবে লেখা গানের সঙ্গে চরিত্রগুলোকে এআই ফরম্যাটে দেখানো হয়েছে । এই মিউজিক ভিডিয়োর উদ্যোক্তা 'ভূতের রাজা দিল বর'-এর রেস্তোরাঁ ।

কয়েকদিন আগেই গিয়েছে সত্যজিৎ রায়ের 103তম জন্মবার্ষিকী । আর সেদিনই 'ভূতের রাজা দিল বর' টিম হাজির করে 'এআই গুপি বাঘা'। যদিও এখনও সামাজিক মাধ্যমে তা আসেনি কিছু কাজ বাকি থাকায় । সত্যজিৎ রায়ের জন্মদিনে রায় পরিবারকে এই উপহার দিলেন 'ভূতের রাজা দিল বর'-এর কর্ণধার রাজীব পাল । পাশাপাশি দুর্গাপুরে বড় পর্দায় প্রদর্শিত হয় এই ভিডিয়োটি ।

উল্লেখ্য, রাজীব পাল এতটাই সত্যজিৎ অনুরাগী যে, তাঁর সৃষ্টির নামেই বানিয়ে ফেলেছেন 'ভূতের রাজা দিল বর' রেস্তোরাঁ । সেখানে 'হাতে হাতে দাও তালি' বললেই খাবার এসে যায় টেবিলে । জ্যান্ত ভূতের রাজা তদারকি করেন অতিথিদের । শুণ্ডির রাজার রাজপ্রাসাদের আদলে নির্মিত হাতিবাগানের আউটলেট ।

'এআই গুপি বাঘা'-তে গান গেয়ে বেশ খুশি খরাজ মুখোপাধ্যায় । তিনি বলেন, "আমাকে টাইটেল ট্র‍্যাক গেয়ে দেওয়ার কথা বলা হয় । গাইলাম । আমি খুব খুশি রাজীব আমাকে এরকম একটা দায়িত্ব দেওয়ায় । অনেক দিক মাথায় রাখতে হয়েছে । যেমন মানুষের মনে আজও সেই কালজয়ী সুরের গান 'ভূতের রাজা দিল বর' গেঁথে রয়েছে । সেই সেন্টিমেন্টটা হারাতে দেওয়া চলবে না । গানটা জনপ্রিয়তা পেয়েছে সেটাই প্রাপ্তি । সন্দীপ রায়ের স্ত্রী বুনি দি'র গানটা পছন্দ হয়েছে এটাও আমার বড় প্রাপ্তি ।"

রাজীব পাল বলেন, "উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখায় সত্যজিৎ রায়ের অমরসৃষ্টি 'গুপি গাইন বাঘা বাইন' সিনেমা । তার প্রত্যেকটা গান আমরা এই ভিডিয়োতে রেখেছি । এআই ফরম্যাটে এসেছে ভিডিয়োটা । আমরা সন্দীপ রায়কেও দেখিয়েছি । উনি কিছু জায়গা সংশোধন করতে বলেছেন । আমরা অবশ্যই করব । খরাজদার কিছু কাজ বাকি আছে । সেগুলো হয়ে গেলেই আমরা সামজিক মাধ্যমে নিয়ে আসব ।"

আর সন্দীপ রায় এই উদ্যোগ দেখে বলেন, "রাজীব পালদের কাজটা ভালো লেগেছে । খরাজ গেয়েছে । উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর তো কোনও কপিরাইট নেই । সুতরাং গুপি বাঘা হতেই পারে ।"

আরও পড়ুন:

  1. নববর্ষে ষোল আনা বাঙালিয়ানায় রসনাতৃপ্তির ডেস্টিনেশন 'ভূতের রাজা দিল বর'
  2. কল্যাণপুরের এই পুজোয় হাজির ভূতের রাজা, সঙ্গী গুপী-বাঘাও
  3. এবার ভূতের রাজা পরাণ বন্দ্যোপাধ্যায়, দেখে নিন 'সৎ ভূত অদ্ভুত'-এ কার কেমন লুক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.