ETV Bharat / entertainment

কেমন হল 'ময়দান'? ছবি দেখে রিভিউ দিলেন 'দাদা' - Sourav Ganguly Praises Maidaan - SOURAV GANGULY PRAISES MAIDAAN

Sourav Ganguly on Maidaan: 'ময়দান' ছবির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় টুইটে কী বলছেন ভারতীয় ক্রিকেটের দাদা?

Sourav Ganguly on Maidaan
'ময়দান' রিভিউ
author img

By ANI

Published : Apr 14, 2024, 3:23 PM IST

হায়দরাবাদ, 14 এপ্রিল: ঈদের আবহে মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত 'ময়দান' ৷ ছবির গল্প ও অভিনয় ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের ৷ এবার বাংলার দাদা তথা ভারতীয় প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় 'ময়দান' ছবির প্রশংসায় পঞ্চমুখ ৷ জানালেন এই ছবি মিস করা যাবে না ৷

এক্স হ্যান্ডেলে 'ময়দান' ছবির পোস্টার শেয়ার করে সৌরভ লেখেন, "ময়দান ছবির অভিজ্ঞতা অসাধারণ। মিস করবেন না ৷ ভারতের প্রখ্যাত ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী তুলে ধরা হয়েছে ছবিতে ৷ পাশাপাশি তুলে ধরা হয়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকেও ৷ সাক্ষী থাকুন আইকনিক ভারতীয় ফুটবল তারকাদের জার্নি সিলভার স্ক্রীনে দেখার জন্য ৷ ভারতীয় স্পোর্টস সিনেমা হিসেবে ময়দান সত্যিই দেখা উচিত ৷" সৌরভের এই প্রশংসার প্রত্যুত্তর দিয়েছেন অভিনেতা গজরাও রাও ও রুদ্রনীল ঘোষ ৷ রুদ্রনীল ও গজরাজ দু'জনেই ধন্যবাদ জানিয়েছেন ৷

প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভের পাশাপাশি ছবির প্রশংসা করেছেন অভিনেতা শাহিদ কাপুর, করণ জোহর ও বরুণ ধাওয়ানও ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে ছবি সম্পর্কে মতামত শেয়ার করেন তারকারা ৷ শাহিদ কাপুর লেখেন, "ময়দান দেখে সত্যি ভালো লেগেছে ৷ চিত্রনাট্য দারুণ ৷ অভিনয়ও অসাধারণ ৷ সিনেমা হলে গিয়ে ময়দান দেখুন ৷ ভালো সিনেমা দেখা উচিত ৷ ময়দান টিমকে শুভেচ্ছা ৷"

পরিচালক করণ লেখেন, "ময়দান ছবি নিয়ে সকলের কাছ থেকে ভালো ভালো কথা শুনছি ৷ আমিও এই ছবি দেখার অপেক্ষা করছি ৷ সকলেই বলছেন অজয় দেবগণের কেরিয়ারের সেরা অভিনয় এটা ৷" বরুণ ধাওয়ানও ছবি ও অভিনয়ের প্রশংসা করেছেন ৷ তিনি লেখেন, "ময়দান নিয়ে দারুণ প্রশংসা শুনছি সকলের মুখে মুখে ৷ বিশেষ করে ছবির শেষ 30 মিনিট নাকি দুর্ধর্ষ ৷ আমিও আমার টিকিট বুক করেছি ৷"

অমিত শর্মা পরিচালিত ময়দান শুরু থেকেই রয়েছে চর্চায় । করোনা অতিমারির সময়ে আটকে থাকা ছবির শুটিং শেষ হওয়ার পর তার মুক্তি এইভাবে দর্শকদের নাড়িয়ে দেবে, কেউ ভাবেনি ৷ অজয়ের পাশাপাশি প্রিয়ামণি, গজরাজ রাও ও রুদ্রনীল ঘোষ অভিনীত 'ময়দান', বক্সঅফিসে কতটা ছাপ ফেলে এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন

1. সলমনের বাংলোর বাইরে শূন্যে গুলি দুই অজ্ঞাতপরিচয়ের, বাড়ল নিরাপত্তা

2. অতিরিক্ত ওজন-খারাপ ফ্যাশন-ছবি ফ্লপ, বিদ্যার স্মৃতিতে আজও টাটকা 'দু:সময়'

3. তিন দশক পর কানের বড় পুরস্কার পাওয়ার দৌড়ে ভারতীয় ছবি

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.