মুম্বই, 7 মে: বলিউডের সুপারস্টার সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত শ্যুটারদের আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একজন সদস্যকে গ্রেফতার করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ৷ রাজস্থান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার আধিকারিকরা জানিয়েছেন ৷ একজন আধিকারিক জানান, অভিযুক্তের নাম মহম্মদ রফিক চৌধুরী (37)। গুলিবর্ষণের মামলায় এই নিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হল বলে জানান তিনি ৷
14 এপ্রিল মুম্বইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমন খানের বাসভবনের বাইরে দুই মোটরসাইকেল আরোহী গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । আধিকারিকের কথায়, ওই মামলায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মহম্মদ রফিকের ভূমিকা প্রকাশ্যে আসে । তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য এবং অভিযুক্ত শ্যুটার - সাগর পাল ও ভিকি গুপ্তার সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল বলে জানিয়েছেন আধিকারিকরা ৷
রফিক সাগর ও ভিকিকে একটি মোটরসাইকেল কেনার জন্য এবং একটি বাড়ি ভাড়া দেওয়ার জন্য আর্থিক সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে ৷ তিনি সলমনের বাসভবনের আশপাশে পাঁচবারেরও বেশি রেকি করেছেন বলেও দাবি আধিকারিকের ৷ গুলি চালানোর ঘটনার আগে রফিক নভি মুম্বইয়ের পানভেলে গিয়েছিলেন এবং সেখানে সাগর ও ভিকির সঙ্গে ছিলেন বলে জানা যাচ্ছে ৷
গুলি চালানোর ষড়যন্ত্র তৈরি হওয়ার পর থেকে রফিক অভিযুক্ত ব্যক্তিদের সমস্ত সহায়তা প্রদান করেছিলেন বলে জানিয়েছেন আধিকারিক ৷ রফিকের অবস্থান সম্পর্কে একটি সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরে ক্রাইম ব্রাঞ্চের একটি দলকে রাজস্থানে পাঠানো হয়েছিল এবং রফিককে নাগৌর জেলা থেকে গ্রেপ্তার করা হয় ৷ সলমনের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হওয়া পঞ্চম ব্যক্তি তিনি ৷ ধৃতদের মধ্যে একজন অনুজ থাপান, যার বিরুদ্ধে শ্যুটারদের অস্ত্র সরবরাহ করার অভিযোগ রয়েছে ৷ তিনি 1 মে একটি পুলিশ লক-আপে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার করেন বলে অভিযোগ ৷
লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাতের আমেদাবাদের সবরমতী কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি এবং তাঁর ছোট ভাই আনমোল বিষ্ণোই, যিনি আমেরিকায় বা কানাডায় আছেন বলে মনে করা হয়, তাঁরও গুলি চালানোর মামলায় নাম রয়েছে । (পিটিআই)
আরও পড়ুন: