কলকাতা, 8 ডিসেম্বর: চলতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে পা রাখেন চিনি কম, পা ও প্যাডম্যান ছবির পরিচালক আর বালকি ৷ 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেওয়ার কথা ছিল পরিচালকের ৷ শনিবার সেখানে যোগ দিয়ে সিনেমার ভবিষ্যৎ নিয়ে সংকট প্রকাশ করেন আর বালকি ৷
বিজ্ঞাপনের দুনিয়া থেকে সিনেমার দুনিয়ায় পা রাখেন তিনি। শিশির মঞ্চে এলেন একেবারে ফুরফুরে মেজাজে। কথা বললেন ভারতীয় সিনেমা এবং তার ভবিষ্যৎ নিয়ে। তাঁর কথাতেই উঠে আসে ভারতীয় সিনেমার মান নেমে যাওয়ার প্রসঙ্গও। কথা ছিল যে তিনি আলোচনা করবেন সত্যজিৎ রায় নিয়ে।
তবে, সেই বিষয় নিয়ে আলোচনা দীর্ঘায়িত করেননি তিনি। তার থেকে অনেক বেশি এই সময়ের ভারতীয় সিনেমার সমালোচনা করেন পরিচালক। তিনি বলেন, "সবকিছুতেই এখন দুর্নীতি চলে এসেছে। ছবির জগতও তার বাইরে নয়। টাকাই শেষ কথা বলে ৷ যে প্রোডাক্ট প্রচুর টাকা কামাতে সাহায্য করবে সেটাই ভাল ছবি। এতে আখেরে বেশিদিন লাভের লাভ হয় না।"
তাহলে 'পা'-এর পরিচালকের মতে ভালো ছবি কোনটা? পরিচালক বলেন, "যে ছবি দর্শককে ভিতর থেকে ধাক্কা দেয়। যে ছবি দেখার আগ্রহ বাড়ায়। যে ছবি বারবার দেখতে ইচ্ছা করে। ফের অন্য ছবি দেখার জন্য অপেক্ষা করাতে পারে, সেই ছবিই ভালো ছবি। সেই ছবিই আসল ছবি।" আসলে ভালো, সুস্বাদু খাবারের সঙ্গে ভালো ছবির মিল আছে বলে মনে করেন তিনি। ভালো খাবার যেমন মানুষ তারিয়ে তারিয়ে উপভোগ করে খায়, ভালো ছবিও মানুষ তারিয়ে তারিয়ে দেখে। এমনটাই তাঁর বিশ্বাস। নির্মাতাদেরও ছেড়ে কথা বলেননি তিনি।
আর বালকি বলেন, "এখনকার প্রধান সমস্যা হচ্ছে, ভালো ছবি দেখানোর বদলে আবর্জনা দেখানো হচ্ছে দর্শককে! ভাল ছবি তৈরি করতে গেলে ছোট্ট ছোট্ট বিষয়ে উন্নতি করতে হয়, তবেই একদিন উৎকর্ষতার পথে হাঁটা যাবে। সিনেমার টিকিটের মূল্য অবিলম্বে কমানো উচিত। সিনেমার টিকিটের দাম সকলের সাধ্যের মধ্যে থাকা উচিত।"