ETV Bharat / entertainment

দ্বিচারিতার অভিযোগ ফেডারেশনের, কলাকুশলীদের স্লোগান 'রাহুল মুখার্জিকে মানছি না' - Rahool Mukherjee

Rahool Mukherjee Row: পরিচালক রাহুল মুখোপাধ্যায় ইস্যুতে এবার ডিরেক্টরস গিল্ডের বিরুদ্ধ দ্বিচারিতার অভিযোগ তুলল টেকনিশিয়না বা কলাকুশলীদের ফেডারেশন, যা নিয়ে ফের একবার রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন কলাকুশলীরা ৷

ETV BHARAT
ডিরেক্টরস গিল্ডের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ফেডারেশনের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 11:00 PM IST

কলকাতা, 29 জুলাই: রাহুল মুখোপাধ্যায়ের পরিচালক হিসেবে কাজে ফেরা, না ফেরা আজ গৌণ হয়ে দাঁড়িয়েছে ৷ পরিচালককে নিয়ে ঘটনার সূত্রপাত হলেও, আজ সমস্যা অনেক বড় আকার ধারণ করেছে টলিপাড়ায় ৷ প্রশ্নটা সংঘাতের নয়, সম্মান এবং অসম্মানের- এমনটাই মনে করছেন পরিচালক, প্রযোজকরা ৷

খুব তাড়াতাড়ি এই বিতর্কের সমাধান চাইছেন গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাজ চক্রবর্তী, দেবালয় ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়-সহ বাকিরা ৷ গত 27 জুলাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত ছবির শুটিং থাকা সত্ত্বেও, ফ্লোরে আসেননি ফেডারেশনের আওতাভুক্ত একজন কলাকুশলীও ৷ কারণ, রাহুল মুখোপাধ্যায় পরিচালক থাকলে তাঁরা কাজ করবেন না ৷

অন্যদিকে, ডিরেক্টরস গিল্ডও এককাট্টা ৷ তাঁরাও দ্বিচারিতা মেনে নিতে রাজি না ৷ অভিযোগ উঠেছে, আলাপ আলোচনার মাধ্যমে রাহুলকে পরিচালক হিসেবে ফিরিয়ে আনার কথা বলা হয়নি ডিরেক্টরস গিল্ডের তরফে ৷ ডিরেক্টরস গিল্ড হঠাৎ ই-মেইল পাঠিয়ে জানিয়েছে যে তারা রাহুলকে পরিচালক হিসেবে ফিরিয়ে আনতে চায় ৷ এটা কোনও সঠিক পদ্ধতি নয় ৷ ফেডারেশনের দাবি, এর আগে এজিএম ও ইসি মিটিংয়ে তারা সই সাবুত করে জানিয়েছিল, তারা রাহুলকে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে চায় ৷ হঠাতই নিজেরা নিজেরা সিদ্ধান্ত বদলে ফেলল গিল্ড...

মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু বলেন, "এটা কোনও সমস্যাই নয় ৷ একই পরিবারে ঠোকাঠুকি হচ্ছে ৷ তাড়াতাড়ি মিটে যাওয়া উচিত ৷ 'আমরা', ' ওরা' বলে কোনও কথা নেই এখানে ৷ আমরা সবাই এক ৷ চলুন আমরা আবার সবাই আবার এক হয়ে যাই ৷" এদিন টেকনিশিয়ানদের অনেক ত্যাগ এবং সহযোগিতার কথা তুলে ধরেন ফেডারেশনের যুগ্ম সচিব সুজিত হাজরা ৷ ফেডারেশনের মতে, খানিকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সোমবার থেকে কাজ বন্ধ রাখার ডাক দিয়েছেন ডিরেক্টররা ৷

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, "আজ শুটিং বন্ধ থাকার কারণে কোটি টাকার উপর ক্ষতি হল ৷ ডব্লিউএটিপি (ওয়েস্ট বেঙ্গল টিভি প্রোডিউসার্স) কর্মবিরতির ডাক দেওয়ার কথা অফিসিয়ালি জানায়নি ফেডারেশনকে ৷"

ফেডারেশনের সভাপতির কাছে ইটিভি ভারতের তরফে প্রশ্ন করা হয়, তা হলে কি এ ব্যাপারে ডিরেক্টরস গিল্ড, ফেডারেশনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসলে রাহুল পরিচালক পদে ফিরবেন ? স্বরূপ বলেন, "আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব ৷ তবে, টেকনিশিয়ানরা কী চাইছেন, তা আপনারা দেখতে পারছেন ৷" এদিন বিকেলে টেকনিশিয়ান স্টুডিয়োতে জোর স্লোগান ওঠে, "পরিচালক রাহুল মুখার্জিকে মানছি না মানব না ৷" প্রসঙ্গত, আজ বিকেলে প্রযোজক, পরিচালকদের বৈঠকে পরিচালকদেরও টেকনিশিয়ান বলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ আর সেই কথা শোনার পর তাঁকে কুর্নিশ জানালেন স্বরূপ বিশ্বাস ৷

কলকাতা, 29 জুলাই: রাহুল মুখোপাধ্যায়ের পরিচালক হিসেবে কাজে ফেরা, না ফেরা আজ গৌণ হয়ে দাঁড়িয়েছে ৷ পরিচালককে নিয়ে ঘটনার সূত্রপাত হলেও, আজ সমস্যা অনেক বড় আকার ধারণ করেছে টলিপাড়ায় ৷ প্রশ্নটা সংঘাতের নয়, সম্মান এবং অসম্মানের- এমনটাই মনে করছেন পরিচালক, প্রযোজকরা ৷

খুব তাড়াতাড়ি এই বিতর্কের সমাধান চাইছেন গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাজ চক্রবর্তী, দেবালয় ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায়-সহ বাকিরা ৷ গত 27 জুলাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত ছবির শুটিং থাকা সত্ত্বেও, ফ্লোরে আসেননি ফেডারেশনের আওতাভুক্ত একজন কলাকুশলীও ৷ কারণ, রাহুল মুখোপাধ্যায় পরিচালক থাকলে তাঁরা কাজ করবেন না ৷

অন্যদিকে, ডিরেক্টরস গিল্ডও এককাট্টা ৷ তাঁরাও দ্বিচারিতা মেনে নিতে রাজি না ৷ অভিযোগ উঠেছে, আলাপ আলোচনার মাধ্যমে রাহুলকে পরিচালক হিসেবে ফিরিয়ে আনার কথা বলা হয়নি ডিরেক্টরস গিল্ডের তরফে ৷ ডিরেক্টরস গিল্ড হঠাৎ ই-মেইল পাঠিয়ে জানিয়েছে যে তারা রাহুলকে পরিচালক হিসেবে ফিরিয়ে আনতে চায় ৷ এটা কোনও সঠিক পদ্ধতি নয় ৷ ফেডারেশনের দাবি, এর আগে এজিএম ও ইসি মিটিংয়ে তারা সই সাবুত করে জানিয়েছিল, তারা রাহুলকে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসেবে চায় ৷ হঠাতই নিজেরা নিজেরা সিদ্ধান্ত বদলে ফেলল গিল্ড...

মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু বলেন, "এটা কোনও সমস্যাই নয় ৷ একই পরিবারে ঠোকাঠুকি হচ্ছে ৷ তাড়াতাড়ি মিটে যাওয়া উচিত ৷ 'আমরা', ' ওরা' বলে কোনও কথা নেই এখানে ৷ আমরা সবাই এক ৷ চলুন আমরা আবার সবাই আবার এক হয়ে যাই ৷" এদিন টেকনিশিয়ানদের অনেক ত্যাগ এবং সহযোগিতার কথা তুলে ধরেন ফেডারেশনের যুগ্ম সচিব সুজিত হাজরা ৷ ফেডারেশনের মতে, খানিকটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সোমবার থেকে কাজ বন্ধ রাখার ডাক দিয়েছেন ডিরেক্টররা ৷

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, "আজ শুটিং বন্ধ থাকার কারণে কোটি টাকার উপর ক্ষতি হল ৷ ডব্লিউএটিপি (ওয়েস্ট বেঙ্গল টিভি প্রোডিউসার্স) কর্মবিরতির ডাক দেওয়ার কথা অফিসিয়ালি জানায়নি ফেডারেশনকে ৷"

ফেডারেশনের সভাপতির কাছে ইটিভি ভারতের তরফে প্রশ্ন করা হয়, তা হলে কি এ ব্যাপারে ডিরেক্টরস গিল্ড, ফেডারেশনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসলে রাহুল পরিচালক পদে ফিরবেন ? স্বরূপ বলেন, "আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব ৷ তবে, টেকনিশিয়ানরা কী চাইছেন, তা আপনারা দেখতে পারছেন ৷" এদিন বিকেলে টেকনিশিয়ান স্টুডিয়োতে জোর স্লোগান ওঠে, "পরিচালক রাহুল মুখার্জিকে মানছি না মানব না ৷" প্রসঙ্গত, আজ বিকেলে প্রযোজক, পরিচালকদের বৈঠকে পরিচালকদেরও টেকনিশিয়ান বলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ আর সেই কথা শোনার পর তাঁকে কুর্নিশ জানালেন স্বরূপ বিশ্বাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.