ETV Bharat / entertainment

ভারতীয় অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান - FAWAD KHAN

author img

By PTI

Published : Jul 20, 2024, 2:01 PM IST

Fawad Khan Back With New Series: জীবন ও মৃত্যুর মাঝে থাকে সুতোর মতো পাথর্ক্য ৷ চিরঘুমে পাড়ি দেওয়া প্রিয়জন যেন কোথাও একটা আটকে রয়েছে ৷ তাঁদের পৃথিবীতে প্রত্যাবর্তনের কোনও পর্যায় হয় কি? উত্তর দেবে ফাওয়াদ খানের নতুন সিরিজ 'বারজাখ' ৷

Fawad Khan
অভিনেতা ফাওয়াদ খান (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 20 জুলাই: অনেকদিন পর পর্দায় ফিরেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ৷ প্রায় 8 বছর পর পর্দায় তাঁকে পেতে চলেছেন ভারতীয় অনুরাগীরা ৷ আসছে সুপারন্যাচরাল শো 'বারজাখ' ৷ এতদিন ধরে ভারতীয় অনুরাগী ও দর্শকদের অপেক্ষা করানোর জন্য ক্ষমা চাইলেন অভিনেতা ফাওয়াদ ৷

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, " জীবনে কোনও কিছুর অনুপস্থিতি তার প্রতি ভালোবাসা তীব্র করে ৷ আবার কথাতেই আছে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড ৷ আমি সবসময় অনুরাগীদের প্রতি কৃতজ্ঞ থেকেছি ৷ যাঁরা এতদিন আমার জন্য অপেক্ষা করছিলেন ৷ কিন্তু সত্যিই এটা আমার হাতে ছিল না ৷ আমি বিশ্বাস করি, সবকিছুর নির্দিষ্ট একটা সময় আছে ৷" জিন্দেগী গুলজার হ্যায় সিরিজের সহ-অভিনেত্রী সনম সায়িদের সঙ্গে তিনি আবার জুটি বেঁধেছেন ৷ ইতিমধ্যেই ধূসর অনুভূতির বারজাখ ট্রেলার অনুরাগীদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে ৷ সিরিজটি জি ফাইভ ও জিন্দেগী ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং শুরু হয়েছে ৷

ফাওয়াদ খানের বেশ কিছু সিরিজ ও সিনেমা তাঁকে নিয়ে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে ৷ তার মধ্যে রয়েছে পাকিস্তানি সিরিজ 'দাস্তান' (2010), 'হামসফর' (2011), 'জিন্দেগী গুলজার হ্যায়' (2012) ৷ ভারতীয় ছবির মধ্যে রয়েছে 'খুবসুরুত', 'কাপুর অ্যান্ড সন্স' ও 'অ্যায় দিল হ্যায় মুশকিল' (2016) ৷ ভারতে ক্রমশ ফাওয়াদের ফ্যান ফলোয়ার বাড়লেও ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে তাঁকে সরে যেতে হয় বলিউড থেকে ৷ এমনকী, সোশাল মিডিয়াতেও খুব একটা সক্রিয় নন অভিনেতা ফাওয়াদ ৷

পরবর্তী কাজ কী? এই প্রসঙ্গে অভিনেতা জানান, "আগামী দিনে দারুণ কিছু প্রোজেক্ট আসতে চলেছে ৷ তবে তার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ৷ আমি মনে করি যে কোনও ভালো কিছু সময় নিয়েই হয় ৷ আশা করি 2025 সালে আরও ভালো কিছু ছবি-সিরিজ দর্শকরা আমার কাছ থেকে পাবেন ৷" 'বারজাখ' প্রযোজনা করেছেন ভারতের শৈলজা কেজরিওয়াল, যিনি জিন্দেগি-র স্পেশাল প্রজেক্টের চিফ ক্রিয়েটিভ অফিসার ৷ পরিচালনা করেছেন অসীম আব্বাসি ৷ বারজাখ একটি আরবি শব্দ যার অর্থ 'বাধা', 'প্রতিবন্ধকতা', 'বিচ্ছেদ' ৷ এই শব্দ এমন একটি স্থানকে চিহ্নিত করে যা জীবনকে পরকাল থেকে বিচ্ছিন্ন করে ৷ মৃত ও জীবিত ব্যক্তিদের মধ্যে একটি পর্দা তৈরি করে ৷

হায়দরাবাদ, 20 জুলাই: অনেকদিন পর পর্দায় ফিরেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ৷ প্রায় 8 বছর পর পর্দায় তাঁকে পেতে চলেছেন ভারতীয় অনুরাগীরা ৷ আসছে সুপারন্যাচরাল শো 'বারজাখ' ৷ এতদিন ধরে ভারতীয় অনুরাগী ও দর্শকদের অপেক্ষা করানোর জন্য ক্ষমা চাইলেন অভিনেতা ফাওয়াদ ৷

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, " জীবনে কোনও কিছুর অনুপস্থিতি তার প্রতি ভালোবাসা তীব্র করে ৷ আবার কথাতেই আছে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড ৷ আমি সবসময় অনুরাগীদের প্রতি কৃতজ্ঞ থেকেছি ৷ যাঁরা এতদিন আমার জন্য অপেক্ষা করছিলেন ৷ কিন্তু সত্যিই এটা আমার হাতে ছিল না ৷ আমি বিশ্বাস করি, সবকিছুর নির্দিষ্ট একটা সময় আছে ৷" জিন্দেগী গুলজার হ্যায় সিরিজের সহ-অভিনেত্রী সনম সায়িদের সঙ্গে তিনি আবার জুটি বেঁধেছেন ৷ ইতিমধ্যেই ধূসর অনুভূতির বারজাখ ট্রেলার অনুরাগীদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে ৷ সিরিজটি জি ফাইভ ও জিন্দেগী ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং শুরু হয়েছে ৷

ফাওয়াদ খানের বেশ কিছু সিরিজ ও সিনেমা তাঁকে নিয়ে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে ৷ তার মধ্যে রয়েছে পাকিস্তানি সিরিজ 'দাস্তান' (2010), 'হামসফর' (2011), 'জিন্দেগী গুলজার হ্যায়' (2012) ৷ ভারতীয় ছবির মধ্যে রয়েছে 'খুবসুরুত', 'কাপুর অ্যান্ড সন্স' ও 'অ্যায় দিল হ্যায় মুশকিল' (2016) ৷ ভারতে ক্রমশ ফাওয়াদের ফ্যান ফলোয়ার বাড়লেও ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে তাঁকে সরে যেতে হয় বলিউড থেকে ৷ এমনকী, সোশাল মিডিয়াতেও খুব একটা সক্রিয় নন অভিনেতা ফাওয়াদ ৷

পরবর্তী কাজ কী? এই প্রসঙ্গে অভিনেতা জানান, "আগামী দিনে দারুণ কিছু প্রোজেক্ট আসতে চলেছে ৷ তবে তার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ৷ আমি মনে করি যে কোনও ভালো কিছু সময় নিয়েই হয় ৷ আশা করি 2025 সালে আরও ভালো কিছু ছবি-সিরিজ দর্শকরা আমার কাছ থেকে পাবেন ৷" 'বারজাখ' প্রযোজনা করেছেন ভারতের শৈলজা কেজরিওয়াল, যিনি জিন্দেগি-র স্পেশাল প্রজেক্টের চিফ ক্রিয়েটিভ অফিসার ৷ পরিচালনা করেছেন অসীম আব্বাসি ৷ বারজাখ একটি আরবি শব্দ যার অর্থ 'বাধা', 'প্রতিবন্ধকতা', 'বিচ্ছেদ' ৷ এই শব্দ এমন একটি স্থানকে চিহ্নিত করে যা জীবনকে পরকাল থেকে বিচ্ছিন্ন করে ৷ মৃত ও জীবিত ব্যক্তিদের মধ্যে একটি পর্দা তৈরি করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.