ETV Bharat / entertainment

ছোটপর্দায় ফিরছেন 'রানি মা' খ্যাত দিতিপ্রিয়া, জনপ্রিয় ধারাবাহিকে গল্পের মোড় ঘোরাবেন তিনি - Ditipriya Roy in New Serial - DITIPRIYA ROY IN NEW SERIAL

Anurager Chhowa Bengali Serial: দীর্ঘদিন পর ধারাবাহিকে ফিরছেন 'করুণাময়ী রানী রাসমণি' অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ৷ কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে ?

Anurager Chhowa Bengali Serial
ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায় (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 23, 2024, 1:37 PM IST

কলকাতা, 23 অগস্ট: ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায় ৷ 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় ব্যস্ত হতে চলেছেন তিনি। 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিকের পর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ সময় ধরে অভিনেত্রী ব্যস্ত ছিলেন সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে ৷ এবার তিনি আসছেন ধারাবাহিকে ৷

'রাজনীতি', 'ডাকঘর', 'আবার রাজনীতি' সিরিজে অভিনয় করেন দিতিপ্রিয়া। এ ছাড়াও 'আয় খুকু আয়', 'অভিযাত্রিক' ছবিতে দর্শকের মন কাড়েন দিতিপ্রিয়া। এখন সোশিয়োলজিতে মাস্টার্স করছেন অভিনেত্রী। পাশাপাশি চলছে অভিনয়।
জানা গিয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় আসবে নতুন মোড় ৷ সূর্য আর দীপার দুই মেয়ে সোনা এবং রূপা বড় হয়ে গিয়েছে। সেখানে রূপার চরিত্রেই দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। তবে, সোনার চরিত্রে কাকে দেখা যাবে তা ঠিক হয়নি বলে জানিয়েছেন ধারাবাহিকের শিল্প নির্দেশক অদিতি রায়।

তিনি বলেন, "রূপার চরিত্রটা দিতিপ্রিয়াই করবে। কথা হয়ে গিয়েছে। তবে, কবে থেকে কাজ শুরু হবে কিংবা দেখানো হবে তার কিছুই ঠিক হয়নি এখনও পর্যন্ত।" এই বিষয়ে যোগাযোগ করা হয় অভিনেত্রী দিতিপ্রিয়ার সঙ্গেও ৷ তিনি বলেন, "ধারাবাহিকের প্রস্তাব এসেছে ৷ কথাবার্তা চলছে ৷" তবে, তিনিই যে রূপা হিসেবে ধারাবাহিকে থাকছেন সেই খবরে শিলমোহর দিয়েছেন শিল্প নির্দেশক অদিতি রায় ৷

'করুণাময়ী রানী রাসমণি'র হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছন দিতিপ্রিয়া রায়। হয়ে ওঠেন সকলের 'রানি মা'। এবার রূপা হয়ে আত্মপ্রকাশের পালা। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক পার করে ফেলেছে দু'টি বছর। 2022-এর 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকের সফর। জনপ্রিয় সেই ধারাবাহিকে এবার প্রবেশ ঘটতে চলেছে দিতিপ্রিয়া রায়ের।

উল্লেখ্য, এসভিএফ মিউজিকের 'দেখেছি রূপসাগরে' মিউজিক অ্যালবামে দিব্যজ্যোতি দত্তর সঙ্গে জুটি বেঁধেছিলেন দিতিপ্রিয়া। আর এবার সেই দিব্যজ্যোতিই ধারাবাহিকে তাঁর বাবার চরিত্রে। তবে, গল্প কীভাবে বদলাতে চলেছে তা জানা যায়নি এখনও।

কলকাতা, 23 অগস্ট: ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায় ৷ 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় ব্যস্ত হতে চলেছেন তিনি। 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিকের পর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ সময় ধরে অভিনেত্রী ব্যস্ত ছিলেন সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে ৷ এবার তিনি আসছেন ধারাবাহিকে ৷

'রাজনীতি', 'ডাকঘর', 'আবার রাজনীতি' সিরিজে অভিনয় করেন দিতিপ্রিয়া। এ ছাড়াও 'আয় খুকু আয়', 'অভিযাত্রিক' ছবিতে দর্শকের মন কাড়েন দিতিপ্রিয়া। এখন সোশিয়োলজিতে মাস্টার্স করছেন অভিনেত্রী। পাশাপাশি চলছে অভিনয়।
জানা গিয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় আসবে নতুন মোড় ৷ সূর্য আর দীপার দুই মেয়ে সোনা এবং রূপা বড় হয়ে গিয়েছে। সেখানে রূপার চরিত্রেই দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। তবে, সোনার চরিত্রে কাকে দেখা যাবে তা ঠিক হয়নি বলে জানিয়েছেন ধারাবাহিকের শিল্প নির্দেশক অদিতি রায়।

তিনি বলেন, "রূপার চরিত্রটা দিতিপ্রিয়াই করবে। কথা হয়ে গিয়েছে। তবে, কবে থেকে কাজ শুরু হবে কিংবা দেখানো হবে তার কিছুই ঠিক হয়নি এখনও পর্যন্ত।" এই বিষয়ে যোগাযোগ করা হয় অভিনেত্রী দিতিপ্রিয়ার সঙ্গেও ৷ তিনি বলেন, "ধারাবাহিকের প্রস্তাব এসেছে ৷ কথাবার্তা চলছে ৷" তবে, তিনিই যে রূপা হিসেবে ধারাবাহিকে থাকছেন সেই খবরে শিলমোহর দিয়েছেন শিল্প নির্দেশক অদিতি রায় ৷

'করুণাময়ী রানী রাসমণি'র হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছন দিতিপ্রিয়া রায়। হয়ে ওঠেন সকলের 'রানি মা'। এবার রূপা হয়ে আত্মপ্রকাশের পালা। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক পার করে ফেলেছে দু'টি বছর। 2022-এর 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকের সফর। জনপ্রিয় সেই ধারাবাহিকে এবার প্রবেশ ঘটতে চলেছে দিতিপ্রিয়া রায়ের।

উল্লেখ্য, এসভিএফ মিউজিকের 'দেখেছি রূপসাগরে' মিউজিক অ্যালবামে দিব্যজ্যোতি দত্তর সঙ্গে জুটি বেঁধেছিলেন দিতিপ্রিয়া। আর এবার সেই দিব্যজ্যোতিই ধারাবাহিকে তাঁর বাবার চরিত্রে। তবে, গল্প কীভাবে বদলাতে চলেছে তা জানা যায়নি এখনও।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.