মুম্বই, 17 মে: নিরাপরাধদের ন্যায়বিচার দিতে আসছেন আইনজীবী মাধব মিশ্রা ৷ চতুর অথচ সরল স্বভাবের, তুখোড় বুদ্ধি সম্পন্ন অথচ গোবেচারা প্রকৃতির আইনজীবী খুব কমই দেখা যায় ৷ ডিজনি প্লাস হটস্টারে আসছে 'ক্রিমিনাল জাস্টিস' ৷ ওটিটির পর্দা ফের জমাত করতে আসছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ শুক্রবার ওটিটি প্ল্য়াটফর্মের তরফে ঘোষণা করা হয়েছে নতুন সিরিজের ৷
ডিজনি প্লাস হটস্টারের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে কোর্টরুমের ৷ যেখানে দেখা যায় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে ৷ ক্যাপশনে লেখা, "কোর্টে বিচার চলছে আর নতুন সিজনের প্রস্তুতিও চলছে ৷ ক্রিমিনাল জাস্টিসের নতুন সিজন নিয়ে আসছেন মাধব মিশ্রা ৷" এই প্রসঙ্গে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী বলেন, 'পর্দায় যে সকল অভিনেতারা আইনজীবীর ভূমিকা পালন করেন, সেখানে মাধব মিশ্রা চরিত্র জায়গা করে নিতে পেরেছে ৷ ক্রিমিনাস জাস্টিস সেই সুযোগ দিয়েছে ৷ আমি জানি না, মাধবের চরিত্রে আমাকে কতটা মানিয়েছে ৷ তবে সিরিজে প্রত্যেকটা কেসে জয় হোক বা হার, আমিও যেন সেটাই অনুভব করতাম ৷'
তিনি আরও জানান, ডিজনি প্লাস হটস্টারের তরফে নতুন সিজনের ঘোষণায় তিনি আপ্লুত ৷ আশা করছি, প্রতিবারের মতো এবারও দর্শকরা তাঁদের ভালোবাসা আমাদের দেবেন ৷ ব্রিটিশ টেলিভিশন সিরিজের নাম অনুযায়ী, 2018 সালে ওটিটি-র পর্দায় আসে ক্রিমিনাল জাস্টিস-এর প্রথম সিজন ৷ 2020 সালে আসে ক্রিমিনাল জাস্টিস: বিহাইন্ড ক্লোজড ডোর্স, 2022 সালে দর্শকরা দেখেছেন ক্রিমিনাল জাস্টিস: অধুরা সচ ৷ প্রতিটি সিজনে আলাদা গল্প ও আলাদা চরিত্র থাকলেও বদলাননি আইনজীবী মাধব মিশ্রা ৷
ডিজনি প্লাস হটস্টার ও এইচএসএম এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের কনটেন্ট হেড গৌরব বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ওয়েব সিরিজের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ৷ আমরা আনন্দিত এই সিরিজের নতুন সিজন আনতে পেরে ৷ আমি নিশ্চিত, পঙ্কজ ত্রিপাঠীর আইকনিক চরিত্র মাধব মিশ্রা দর্শকদের হতাশ করবে না ৷" তবে এই সিরিজ ওটিটি-র পর্দায় কবে আসবে, তা জনতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন ৷
আরও পড়ুন