ETV Bharat / entertainment

প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর - Utpalendu Chakrabarty

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 11:05 PM IST

Utpalendu Chakrabarty Passes Away: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী ৷ শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

director utpalendu chakrabarty
পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী (Etv Bharat)

কলকাতা, 20 অগস্ট: প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী । মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নিজের বাড়িতে প্রয়াত হন তিনি । বয়স হয়েছিল 78 বছর । সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । বর্ষীয়ান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর মৃত্যুতে শোকাহত । তাঁর চলচ্চিত্র সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং বিশিষ্ট পুরস্কার লাভ করে । তাঁর মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতে শূন্যতা সৃষ্টি করবে । তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা ।"

বাংলা সিনেমা জগতের উজ্জ্বল নাম উৎপলেন্দু চক্রবর্তী । 1982 সালে তাঁর পরিচালিত 'চোখ' ছবিটি জাতীয় পুরস্কার পায় । এছাড়াও তাঁর ছবির তালিকায় আছে 'প্রসব', 'ছন্দনীড়', 'ফাঁসি', 'দেবশিশু', 'ময়নাতদন্ত'। বহু বাংলা ধারাবাহিকও পরিচালনা করেছেন তিনি । উৎপলেন্দুর ঝুলিতে আছে সেরা পরিচালকের পুরস্কার । জাতীয় পুরস্কার ছাড়াও পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার, রয়েছে এনএফডিসির স্বর্ণপদকও । দিন কয়েক আগেও তাঁর অসুস্থতার খবর শোনা যায় । পড়ে গিয়ে ভেঙেছিল কোমরের হাড় । ছিল প্রস্টেটের সমস্যাও । চলতি বছরের মে মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি । প্রায় এক মাস হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফেরেন । উৎপলেন্দু চক্রবর্তীর স্ত্রী শতরূপা সান্যালও পেশায় পরিচালক । তাঁদের দুই মেয়ে ঋতাভরী ও চিত্রাঙ্গদাও সিনেমার জনপ্রিয় মুখ । যদিও উৎপলেন্দুর সঙ্গে যোগাযোগ নেই এঁদের কারওরই ।

তাঁর সবসময়ের সঙ্গী অর্ঘ্য মুখোপাধ্যায় মারফত জানা গিয়েছে মঙ্গলবার বিকেল 5টা 50 নাগাদ মৃত্যু হয়েছে বর্ষীয়ান এই পরিচালকের । কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে পরিচালকের ।

কলকাতা, 20 অগস্ট: প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী । মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নিজের বাড়িতে প্রয়াত হন তিনি । বয়স হয়েছিল 78 বছর । সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । বর্ষীয়ান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর মৃত্যুতে শোকাহত । তাঁর চলচ্চিত্র সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং বিশিষ্ট পুরস্কার লাভ করে । তাঁর মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতে শূন্যতা সৃষ্টি করবে । তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা ।"

বাংলা সিনেমা জগতের উজ্জ্বল নাম উৎপলেন্দু চক্রবর্তী । 1982 সালে তাঁর পরিচালিত 'চোখ' ছবিটি জাতীয় পুরস্কার পায় । এছাড়াও তাঁর ছবির তালিকায় আছে 'প্রসব', 'ছন্দনীড়', 'ফাঁসি', 'দেবশিশু', 'ময়নাতদন্ত'। বহু বাংলা ধারাবাহিকও পরিচালনা করেছেন তিনি । উৎপলেন্দুর ঝুলিতে আছে সেরা পরিচালকের পুরস্কার । জাতীয় পুরস্কার ছাড়াও পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার, রয়েছে এনএফডিসির স্বর্ণপদকও । দিন কয়েক আগেও তাঁর অসুস্থতার খবর শোনা যায় । পড়ে গিয়ে ভেঙেছিল কোমরের হাড় । ছিল প্রস্টেটের সমস্যাও । চলতি বছরের মে মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি । প্রায় এক মাস হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফেরেন । উৎপলেন্দু চক্রবর্তীর স্ত্রী শতরূপা সান্যালও পেশায় পরিচালক । তাঁদের দুই মেয়ে ঋতাভরী ও চিত্রাঙ্গদাও সিনেমার জনপ্রিয় মুখ । যদিও উৎপলেন্দুর সঙ্গে যোগাযোগ নেই এঁদের কারওরই ।

তাঁর সবসময়ের সঙ্গী অর্ঘ্য মুখোপাধ্যায় মারফত জানা গিয়েছে মঙ্গলবার বিকেল 5টা 50 নাগাদ মৃত্যু হয়েছে বর্ষীয়ান এই পরিচালকের । কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে পরিচালকের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.