ETV Bharat / bharat

ফুসফুসে সংক্রমণ, প্রয়াত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি - Sitaram Yechury Demise

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 4:10 PM IST

Updated : Sep 12, 2024, 5:05 PM IST

Sitaram Yechury Passes Away: নয়াদিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ৷

Sitaram Yechury
সীতারাম ইয়েচুরি (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর । গত 19 অগস্ট তিনি ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল 3.05 মিনিটে তাঁর মৃত্যু হয় ৷ বিগত কয়েকদিন ধরে এইমস-এর আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছিল ৷ তিনি রেসপিরেটরি সাপোর্টে ছিলেন ৷

প্রবীণ নেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধি ৷ সোশাল মিডিয়ায় তিনি সীতারাম ইয়েচুরিকে তাঁর বন্ধু বলে উল্লেখ করেন ৷ কংগ্রেস সাংসদ লেখেন, "সীতারাম ইয়েচুরিজি বন্ধু ছিলেন ৷ আমাদের দেশ নিয়ে তাঁর গভীর জ্ঞান ছিল ৷ ইন্ডিয়ার ধারণার রক্ষাকর্তা ছিলেন তিনি ৷ আমাদের মধ্যে প্রায়শ দীর্ঘ আলোচনা হত ৷ আমি সেটার অভাব বোধ করব ৷ এই শোকার্ত সময়ে তাঁর পরিবার, বন্ধু, অনুসরণকারীদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, "সীতারাম ইয়েচুরির মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত ৷ আমাদের জাতীয় রাজনীতির জন্য প্রবীণ সাংসদের মৃত্যু প্রবল ক্ষতি ৷ তাঁর পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

1952 সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন সীতারাম ইয়েচুরি ৷ তিনি বড় হয়েছেন অধুনা তেলেঙ্গানার হায়দরাবাদ শহরে ৷ তেলেঙ্গানায় 1969 সালে বিক্ষোভের সময় তাঁর পরিবার নয়াদিল্লিতে চলে যায় ৷ সেখানে অল সেইন্টস হাইস্কুলে পড়াশোনা করেন ইয়েচুরি ৷

এরপর তিনি দিল্লির সেন্ট স্টিফেন'স কলেজ থেকে স্নাতক স্তরে বিএ পাশ করেন ৷ পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) অর্থনীতিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন সীতারাম ইয়েচুরি ৷ এরপর অর্থনীতিতে পিএইচডি শুরু করলেও জরুরি অবস্থার সময়ে তাঁকে গ্রেফতার করা হয় এবং তাঁর গবেষণা অসমাপ্তই থেকে যায় ৷

ছাত্র জীবন থেকেই সীতারাম ইয়েচুরি রাজনীতির সঙ্গে জড়িত ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বাম ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর তিন বার সভাপতি হয়েছিলেন সিপিআই(এম) নেতা ৷ পরে দলের সর্বক্ষণের সদস্য হন ৷

দেশে জোট রাজনীতির তাঁর অবদানের জন্য সীতারাম ইয়েচুরি চিরস্মরণীয় হয়ে থাকবেন ৷ 1996 সালে ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট সরকারের আমলে তিনি ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম একসঙ্গে কমন মিনিমাম প্রোগ্রামের খসড়া তৈরি করেছিলেন ৷ 1992 সাল থেকে তিনি সিপিএম-এর পলিটব্যুরোর সদস্য ছিলেন ৷ 2005-2017 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন ৷

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর । গত 19 অগস্ট তিনি ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল 3.05 মিনিটে তাঁর মৃত্যু হয় ৷ বিগত কয়েকদিন ধরে এইমস-এর আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছিল ৷ তিনি রেসপিরেটরি সাপোর্টে ছিলেন ৷

প্রবীণ নেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধি ৷ সোশাল মিডিয়ায় তিনি সীতারাম ইয়েচুরিকে তাঁর বন্ধু বলে উল্লেখ করেন ৷ কংগ্রেস সাংসদ লেখেন, "সীতারাম ইয়েচুরিজি বন্ধু ছিলেন ৷ আমাদের দেশ নিয়ে তাঁর গভীর জ্ঞান ছিল ৷ ইন্ডিয়ার ধারণার রক্ষাকর্তা ছিলেন তিনি ৷ আমাদের মধ্যে প্রায়শ দীর্ঘ আলোচনা হত ৷ আমি সেটার অভাব বোধ করব ৷ এই শোকার্ত সময়ে তাঁর পরিবার, বন্ধু, অনুসরণকারীদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, "সীতারাম ইয়েচুরির মৃত্যুর খবর পেয়ে আমি শোকাহত ৷ আমাদের জাতীয় রাজনীতির জন্য প্রবীণ সাংসদের মৃত্যু প্রবল ক্ষতি ৷ তাঁর পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

1952 সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন সীতারাম ইয়েচুরি ৷ তিনি বড় হয়েছেন অধুনা তেলেঙ্গানার হায়দরাবাদ শহরে ৷ তেলেঙ্গানায় 1969 সালে বিক্ষোভের সময় তাঁর পরিবার নয়াদিল্লিতে চলে যায় ৷ সেখানে অল সেইন্টস হাইস্কুলে পড়াশোনা করেন ইয়েচুরি ৷

এরপর তিনি দিল্লির সেন্ট স্টিফেন'স কলেজ থেকে স্নাতক স্তরে বিএ পাশ করেন ৷ পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) অর্থনীতিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন সীতারাম ইয়েচুরি ৷ এরপর অর্থনীতিতে পিএইচডি শুরু করলেও জরুরি অবস্থার সময়ে তাঁকে গ্রেফতার করা হয় এবং তাঁর গবেষণা অসমাপ্তই থেকে যায় ৷

ছাত্র জীবন থেকেই সীতারাম ইয়েচুরি রাজনীতির সঙ্গে জড়িত ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বাম ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর তিন বার সভাপতি হয়েছিলেন সিপিআই(এম) নেতা ৷ পরে দলের সর্বক্ষণের সদস্য হন ৷

দেশে জোট রাজনীতির তাঁর অবদানের জন্য সীতারাম ইয়েচুরি চিরস্মরণীয় হয়ে থাকবেন ৷ 1996 সালে ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট সরকারের আমলে তিনি ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম একসঙ্গে কমন মিনিমাম প্রোগ্রামের খসড়া তৈরি করেছিলেন ৷ 1992 সাল থেকে তিনি সিপিএম-এর পলিটব্যুরোর সদস্য ছিলেন ৷ 2005-2017 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন ৷

Last Updated : Sep 12, 2024, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.