হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: 'টনিক', 'প্রজাপতি' ও 'প্রধান'-এর মতো ছবিতে দর্শক উপহার পেয়েছে অন্যরকম অভিনেতা দেবকে ৷ ফলে অভিনয়ের প্যারামিটারে দেবকে নিয়ে প্রত্যাশা ক্রমশই বাড়ছে দর্শকদের ৷ সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা' সেই প্রত্যাশা পূরণ করতে পারবে কি, তা জানা যাবে এই পুজোয় ৷ প্রকাশ্যে এল 'টেক্কা' ছবির অন্যতম চরিত্র ইখলাখ অর্থাৎ দেবের প্রথম ঝলক ৷
“সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….”
— Dev (@idevadhikari) September 10, 2024
এবার পুজোয় দেখা হচ্ছে #Tekka-র সাথে!
Desperation has its own rules - When the Jack goes all out, chaos follows.
Meet Iqlakh!🃏#TekkaPoster #UnveilTheMystery #BiggestThriller2024 #Dev45 #ReleasingOct8 #ThisPuja@swastika24… pic.twitter.com/C9eJll75q6
মঙ্গলবার সোশাল মিডিয়ায় নিজের চরিত্রের ঝলক শেয়ার করেন দেব ৷ ক্যাপশনে লেখেন, "সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কা-র সঙ্গে ৷" এরপর তিনি লেখেন, "হতাশার নিজস্ব নিয়ম আছে - যখন জ্যাক অল আউট হয়ে যায়, তখন বিশৃঙ্খলা হয়। পরিচয় করুন ইখলাখের সঙ্গে ৷" ছবিতে একটি ঘর মোছার লাঠি হাতে উসকো-খুসকো চুল, একগাল দাড়িতে দেখা গিয়েছে দেবকে ৷
“সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….”
— Dev (@idevadhikari) September 7, 2024
এবার পুজোয় দেখা হচ্ছে #Tekka-র সাথে!
All bets are off when the Queen of the boardroom Mothers the game!🔥
Introducing Ira! 👸🏻#TekkaPoster #UnveilTheMystery #BiggestThriller2024 #Dev45 #ReleasingOct8 #ThisPuja pic.twitter.com/ZtPqUDfP1R
পোস্টারে দেবের লুক একেবারেই সাদামাটা ৷ হাতে ঘর মোছার লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা ৷ ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে রুক্মিনী মৈত্র ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রথম ঝলক ৷ রুক্মিণীর লুক শেয়ার করে বলা হয়েছে, পাওয়ার, অথরিটি, জাস্টিস! সাক্ষাৎ করুন মায়ার সঙ্গে ৷ ছবিতে অভিনেত্রীর এই লুক চমকে দিয়েছে সকলকে ৷ চোখে চশমা, হাতে বন্দুক, চুল ছোট করে কাটা রুক্মিণীকে এই অবতারে আগে কখনই দেখা যায়নি সিনেপর্দায় ৷
“সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….”
— Dev (@idevadhikari) September 1, 2024
এবার পুজোয় দেখা হচ্ছে #Tekka-র সাথে!
Power! Authority! Justice!
Meet Maya, who commands the deck and the streets. 👑#TekkaPoster #UnveilTheMystery #BiggestThriller2024 #Dev45 #ReleasingOct8 #ThisPuja pic.twitter.com/ZGJ6NowebK
উল্লেখ্য, সৃজিতের সঙ্গে গত বছরের মতো এই বছরও বক্সঅফিস দখলে রয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'বহুরূপী' ৷ এই ছবিতেও অভিনেতা শিবপ্রসাদের লুক চমকে দেওয়ার মতো ৷ এখন প্রশ্ন দেব নাকি শিবপ্রসাদ, কার ঝলক পুজোয় দর্শক টানবে প্রেক্ষাগৃহে ৷