ETV Bharat / entertainment

মুক্তির অপেক্ষায় 'খাদান', ছবির সাফল্য কামনা করে তারাপীঠে দেব - DEV IN TARAPITH TEMPLE

মুক্তির অপেক্ষায় সুজিত দত্তের 'খাদান' ৷ আসন্ন ছবি ঘিরে চলছে প্রোমোশন ৷ ছবির বেঙ্গল ট্যুরে মা তারার মন্দিরে পুজো দিলেন দেব ৷

Etv Bharat
মা তারার মন্দিরে পুজো দেবের (Etv Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 6, 2024, 2:45 PM IST

তারাপীঠ, 6 ডিসেম্বর: বড়দিনের আগে মুক্তি পাচ্ছে খাদান ৷ জোরকদমে চলছে ছবির প্রচার ৷ দেব-সহ খাদান টিম বেরিয়ে পড়েছে বেঙ্গল ট্যুরে ৷ দুর্গাপুর থেকে শুক্রবার সকালে তারাপীঠ আসেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। এরপর বেলা 9টা নাগাদ মা তারার মন্দিরের পুজো দেন অভিনেতা ৷

মা তারার পুজো দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "মায়ের কাছে চাওয়ার শেষ নেই, তবে সবাই ভালো থাকি শান্তিতে থাকি এই টুকুই চাইলাম মাতারা কাছে।" বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, " মায়ের মন্দিরে এই সব নিয়ে আলোচনা করতে চাই না।"

আগামী 20 ডিসেম্বর বড় পর্দার মুক্তি পাচ্ছে দেব, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্ত অভিনীত 'খাদান। এই সিনেমার প্রমোশনের জন্য গত কাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেয় দুর্গাপুরে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা দেব। দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন, যীশু, বরখা, ইধিকা, অনির্বাণ চক্রবর্তী-সহ অন্যান্যরা।

সিনেমার প্রচারে দুর্গাপুরে এসে দেব জানান, "দুর্গাপুর থেকে আমরা খাদান সিনেমার শুটিং শুরু করেছিলাম। দুর্গাপুরে মাস দুয়েক থেকে আমরা শুটিংটা কমপ্লিট করেছিলাম। যখনই বেঙ্গল ট্যুরের কথাটা আমাদের মাথায় আসে তখনই আমরা বলেছিলাম, দুর্গাপুর থেকে শুরু করতে চাই তাই জন্যই আমরা এখানে।" একদিকে বড়দিনের উৎসব, অন্যদিকে টলিউডের সুপারস্টার দেবের জন্মদিন ৷ মুক্তি পাচ্ছে সুজিত দত্ত পরিচালিত 'খাদান'৷ ছবির অভিনব প্রচার নিয়ে নয়া কৌশল নিয়েছে দেব ৷ সোশাল মিডিয়ায় বলেছিলেন, এবার ছবির প্রচারে 'খাদান' টিম পৌঁছে যাবে বাংলার বিভিন্ন কোণে ৷

ডিসেম্বরের শুরুতেই সেই জার্নি শুরু হতে চলেছে ৷ সেই মতই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুরে আসেন দেব-সহ খাদান সিনেমার টিম। শুক্রবার বর্ধমান যাওয়ার কথা ছিল। তার আগে সকালেই দুর্গাপুর থেকে সোজা মা তারার দর্শনে চলে আসেন দেব।

তারাপীঠ, 6 ডিসেম্বর: বড়দিনের আগে মুক্তি পাচ্ছে খাদান ৷ জোরকদমে চলছে ছবির প্রচার ৷ দেব-সহ খাদান টিম বেরিয়ে পড়েছে বেঙ্গল ট্যুরে ৷ দুর্গাপুর থেকে শুক্রবার সকালে তারাপীঠ আসেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। এরপর বেলা 9টা নাগাদ মা তারার মন্দিরের পুজো দেন অভিনেতা ৷

মা তারার পুজো দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "মায়ের কাছে চাওয়ার শেষ নেই, তবে সবাই ভালো থাকি শান্তিতে থাকি এই টুকুই চাইলাম মাতারা কাছে।" বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, " মায়ের মন্দিরে এই সব নিয়ে আলোচনা করতে চাই না।"

আগামী 20 ডিসেম্বর বড় পর্দার মুক্তি পাচ্ছে দেব, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিস্ত অভিনীত 'খাদান। এই সিনেমার প্রমোশনের জন্য গত কাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেয় দুর্গাপুরে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা দেব। দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন, যীশু, বরখা, ইধিকা, অনির্বাণ চক্রবর্তী-সহ অন্যান্যরা।

সিনেমার প্রচারে দুর্গাপুরে এসে দেব জানান, "দুর্গাপুর থেকে আমরা খাদান সিনেমার শুটিং শুরু করেছিলাম। দুর্গাপুরে মাস দুয়েক থেকে আমরা শুটিংটা কমপ্লিট করেছিলাম। যখনই বেঙ্গল ট্যুরের কথাটা আমাদের মাথায় আসে তখনই আমরা বলেছিলাম, দুর্গাপুর থেকে শুরু করতে চাই তাই জন্যই আমরা এখানে।" একদিকে বড়দিনের উৎসব, অন্যদিকে টলিউডের সুপারস্টার দেবের জন্মদিন ৷ মুক্তি পাচ্ছে সুজিত দত্ত পরিচালিত 'খাদান'৷ ছবির অভিনব প্রচার নিয়ে নয়া কৌশল নিয়েছে দেব ৷ সোশাল মিডিয়ায় বলেছিলেন, এবার ছবির প্রচারে 'খাদান' টিম পৌঁছে যাবে বাংলার বিভিন্ন কোণে ৷

ডিসেম্বরের শুরুতেই সেই জার্নি শুরু হতে চলেছে ৷ সেই মতই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুরে আসেন দেব-সহ খাদান সিনেমার টিম। শুক্রবার বর্ধমান যাওয়ার কথা ছিল। তার আগে সকালেই দুর্গাপুর থেকে সোজা মা তারার দর্শনে চলে আসেন দেব।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.