ETV Bharat / entertainment

বেঙ্গল ট্যুরে দেব ও 'খাদান' টিম, তৈরি থাকুন আপনার এলাকায়

ক্রিসমাসের আবহে মুক্তি পাচ্ছে দেব-যীশুর 'খাদান' ৷ ছবির অভিনব প্রচারে ব্যস্ত সকলে ৷ এবার বাংলা ঘুরবে 'খাদান' টিম ৷ আপনার এলাকায় কবে, দেখে নিন ৷

DEV Khadaan BENGAL TOUR
শুরু হচ্ছে দেব ও 'খাদান' টিমের বেঙ্গল ট্যুর (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 30, 2024, 1:08 PM IST

হায়দরাবাদ, 30 নভেম্বর: একদিকে বড়দিনের উৎসব অন্যদিকে টলিউডের সুপারস্টার দেবের জন্মদিন ৷ তারমধ্য়েই মুক্তি পাচ্ছে সুজিত দত্ত (রিনো) পরিচালিত 'খাদান' ৷ ফলে উৎসবের আমেজ দ্বিগুণ থেকে বেড়ে তিনগুণ হয়ে গিয়েছে ৷ 20 ডিসেম্বর বড় পর্দার মুক্তি পাচ্ছে দেব ও যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিশ্ত অভিনীত 'খাদান' ৷

তার আগে ছবির অভিনব প্রচার নিয়ে নয়া কৌশল দেবের ৷ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, এবার ছবির প্রচারে 'খাদান' টিম পৌঁছে যাবে বাংলার বিভিন্ন কোণে ৷ ডিসেম্বরের শুরুতেই সেই জার্নি শুরু হতে চলেছে ৷ কবে-কোথায় টিম খাদানের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, জেনে নেওয়া যাক ৷

'খাদান' টিমের বেঙ্গল ট্যুর শুরু হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে ৷ এদিন দুর্গাপুরে পৌঁছে যাবে দেব ও বাকি কলাকুশলীরা ৷ সেখানে নাচে-গানে এলাকার মানুষদের মাতিয়ে তুলবেন তাঁরা ৷ সেখান থেকে টিম সোজা চলে যাবে বর্ধমান ৷ 6 ডিসেম্বর এলাকাবাসীর সুযোগ পাচ্ছে সামনে থেকে দেবকে দেখার ৷ সেখান থেকে ব্যাক টু কলকাতা ৷ 8 ডিসেম্বর মধ্যমগ্রামে যাবে টিম 'খাদান' ৷

বাংলার কোথায়-কবে যাবে দেব-খাদান টিম

5 ডিসেম্বর- দুর্গাপুর

6 ডিসেম্বর- বর্ধমান

8 ডিসেম্বর-মধ্যমগ্রাম

10 ডিসেম্বর- রায়গঞ্জ

11 ডিসেম্বর- শিলিগুড়ি

13 ডিসেম্বর- হাওড়া

মাঝে একদিনের বিরতি ৷ তারপর 10 ডিসেম্বর টিম পৌঁছে যাবে রায়গঞ্জ ৷ তারপরের দিন অর্থাৎ 11 ডিসেম্বর দেব থাকবেন শিলিগুড়িতে ৷ এই ট্যুর শেষ হবে হাওড়াতে এসে ৷ হাওড়ার আমতায় দেবকে দেখার সুযোগ পাবেন 13 ডিসেম্বর ৷ দেবের এই ট্যুর প্ল্যানে যেমন অনেক অনুরাগী খুশি হয়েছেন তেমন অনেকে আবার হতাশও হয়েছেন ৷ বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা বা বহরমপুরের যাঁরা অনুরাগী আছেন তাঁরা কমেন্ট সেকশনে নিজেদের হতাশা প্রকাশ করেছেন ৷

উল্লেখ্য, টিজারের পর 2 ডিসেম্বর সামনে আসছে খাদান ছবির ট্রেলার ৷ এর আগে সামনে এসেছে 'খাদান' ছবির একের পর এক মনকাড়া গান ৷ রাজার রাজা গানের পর সামনে এসেছে হায়রে বিয়ে করলি কেনে ৷ ইতিমধ্যেই এই গান সোশাল মিডিয়ায় ব্যাপক হারে ট্রেন্ড করছে ৷ অনুরাগীদের বানানো রিলসও সোশাল মিডিয়ায় শেয়ার করছেন অভিনেতা দেব ৷ এবার তাঁকে সামনে দেখে দেখার সুযোগ বা তাঁর সঙ্গে সেলফি নেওয়ার সুযোগ পাবেন আপনিও ৷

হায়দরাবাদ, 30 নভেম্বর: একদিকে বড়দিনের উৎসব অন্যদিকে টলিউডের সুপারস্টার দেবের জন্মদিন ৷ তারমধ্য়েই মুক্তি পাচ্ছে সুজিত দত্ত (রিনো) পরিচালিত 'খাদান' ৷ ফলে উৎসবের আমেজ দ্বিগুণ থেকে বেড়ে তিনগুণ হয়ে গিয়েছে ৷ 20 ডিসেম্বর বড় পর্দার মুক্তি পাচ্ছে দেব ও যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিশ্ত অভিনীত 'খাদান' ৷

তার আগে ছবির অভিনব প্রচার নিয়ে নয়া কৌশল দেবের ৷ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, এবার ছবির প্রচারে 'খাদান' টিম পৌঁছে যাবে বাংলার বিভিন্ন কোণে ৷ ডিসেম্বরের শুরুতেই সেই জার্নি শুরু হতে চলেছে ৷ কবে-কোথায় টিম খাদানের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, জেনে নেওয়া যাক ৷

'খাদান' টিমের বেঙ্গল ট্যুর শুরু হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে ৷ এদিন দুর্গাপুরে পৌঁছে যাবে দেব ও বাকি কলাকুশলীরা ৷ সেখানে নাচে-গানে এলাকার মানুষদের মাতিয়ে তুলবেন তাঁরা ৷ সেখান থেকে টিম সোজা চলে যাবে বর্ধমান ৷ 6 ডিসেম্বর এলাকাবাসীর সুযোগ পাচ্ছে সামনে থেকে দেবকে দেখার ৷ সেখান থেকে ব্যাক টু কলকাতা ৷ 8 ডিসেম্বর মধ্যমগ্রামে যাবে টিম 'খাদান' ৷

বাংলার কোথায়-কবে যাবে দেব-খাদান টিম

5 ডিসেম্বর- দুর্গাপুর

6 ডিসেম্বর- বর্ধমান

8 ডিসেম্বর-মধ্যমগ্রাম

10 ডিসেম্বর- রায়গঞ্জ

11 ডিসেম্বর- শিলিগুড়ি

13 ডিসেম্বর- হাওড়া

মাঝে একদিনের বিরতি ৷ তারপর 10 ডিসেম্বর টিম পৌঁছে যাবে রায়গঞ্জ ৷ তারপরের দিন অর্থাৎ 11 ডিসেম্বর দেব থাকবেন শিলিগুড়িতে ৷ এই ট্যুর শেষ হবে হাওড়াতে এসে ৷ হাওড়ার আমতায় দেবকে দেখার সুযোগ পাবেন 13 ডিসেম্বর ৷ দেবের এই ট্যুর প্ল্যানে যেমন অনেক অনুরাগী খুশি হয়েছেন তেমন অনেকে আবার হতাশও হয়েছেন ৷ বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা বা বহরমপুরের যাঁরা অনুরাগী আছেন তাঁরা কমেন্ট সেকশনে নিজেদের হতাশা প্রকাশ করেছেন ৷

উল্লেখ্য, টিজারের পর 2 ডিসেম্বর সামনে আসছে খাদান ছবির ট্রেলার ৷ এর আগে সামনে এসেছে 'খাদান' ছবির একের পর এক মনকাড়া গান ৷ রাজার রাজা গানের পর সামনে এসেছে হায়রে বিয়ে করলি কেনে ৷ ইতিমধ্যেই এই গান সোশাল মিডিয়ায় ব্যাপক হারে ট্রেন্ড করছে ৷ অনুরাগীদের বানানো রিলসও সোশাল মিডিয়ায় শেয়ার করছেন অভিনেতা দেব ৷ এবার তাঁকে সামনে দেখে দেখার সুযোগ বা তাঁর সঙ্গে সেলফি নেওয়ার সুযোগ পাবেন আপনিও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.