কলকাতা, 13 সেপ্টেম্বর: এই পুজোয় সকলকে 'টেক্কা' দিতে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ৷ শুক্রবার সকালেই সোশাল মিডিয়ায় মুক্তি পেয়েছে 'টেক্কা'র টিজার ৷ আনুষ্ঠানিকভাবে টিজার সামনে আনা হয় দক্ষিণ কলকাতার এক ঝাঁ চকচকে মলে ৷ উপস্থিত ছিলেন অভিনেতা দেব, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সৃজা, আরিয়ান ভৌমিক, সঙ্গীতশিল্পী অনুপম রায়, রণজয় ভট্টাচার্য-সহ আরও অনেকে।
জানা গিয়েছে, এই ছবিতে 'সিঙ্ক সাউন্ড' প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে একটি সূঁচ পড়ার শব্দও ধরা পড়বে। এই প্রযুক্তিতে দেব এই প্রথম কাজ করলেন বলে নিজেই জানিয়েছেন। এদিন প্রযোজক দেবের ভূয়সী প্রশংসা করেন স্বস্তিকা। একইসঙ্গে দেবকে ভার্সেটাইল প্রযোজকের শিরোপা দেন সৃজিত মুখোপাধ্যায়।
এদিন দেব বলেন, "স্বস্তিকার মতো একজন গ্ল্যামারাস, দক্ষ অভিনেত্রীর সঙ্গে যে কেউ কাজ করতে চাইবেন। আমার আজ এই আশা পূর্ণ হল।" তিনি আরও বলেন, "অনেক সিনেমা হলের মালিক জানতে চাইছেন, পুজোতে তিনি নতুন ছবি আনছেন কি না। কেননা সিনেমা না হলে বাজার হবে না।" ছবিতে দেবের সঙ্গে প্রথমবার কাজ আরিয়ান ভৌমিকের ৷ অন্যদিকে সৃজা আগে দেবের বাঘাযতীন ছবিতে কাজ করেছেন ৷ এখানে এই জুটিকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়।
ছবিতে রুক্মিণীর চরিত্রের নাম মায়া ৷ তিনি একজন পুলিশ অফিসার ৷ রুকমিণীর কথায়, "এই ছবিতে কাজ করাটা আমার পক্ষে চ্যালেঞ্জের ছিল ৷ অ্যাকশন থেকে শুরু করে সবকিছু যদি দর্শকদের ভালো লাগে তাহলে সেটা পরিচালকের ক্রেডিট৷" তিনি আরও বলেন, "স্বস্তিকাদি'র সঙ্গে কাজ করা নিয়ে আমি বেশ টেনশনে ছিলাম। কিন্তু পরে এত সুন্দর করে বললেন, সবটা সহজ হয়ে গেল।"
এই ছবিতে একজন জমাদারের চরিত্রে দেখা যাবে দেবকে। নাম ইকলাখ। দর্শকরা নতুন করে এই ছবিতে অভিনেতা দেবকে আবিষ্কার করবেন, আশা পরিচালকের । 8 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'টেক্কা' ৷