ETV Bharat / entertainment

জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো - Ambani Mela Rouge Event

Deepika-Ranveer: সন্তানসম্ভবা দীপিকা পাড়ুকোন ৷ পরিবারে খুশির হাওয়া ৷ নিজের উচ্ছ্বাস আটকে রাখতে পারছেন না হবু বাবা রণবীর সিং-ও ৷ অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেরেমনিতে চমক দিলেন তারকা জুটি ৷

Etv Bharat
'গল্লা গোড়িয়া' গানে পা মেলালেন অন্তঃসত্ত্বা দীপিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 12:08 PM IST

Updated : Mar 3, 2024, 12:31 PM IST

'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা

হায়দরাবাদ, 3 মার্চ: জামনগরে জমে গিয়েছে অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের আসর ৷ মঞ্চে উঠে দেদার নাচলেন 'মম টু বি' দীপিকা পাড়ুকোন ৷ রণবীরের সঙ্গে গল্লা গোড়িয়া গানে বিন্দাস পা মেলালেন 'ফাইটার' অভিনেত্রী ৷ হবু বাবা-মায়ের নাচের মুহূর্ত উপভোগ করলেন উপস্থিত অতিথিরা ৷

সম্প্রতি রণবীর সিংয়ের একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ যেখানে তাঁকে অতিথিদের উদ্দেশ্যে মাইক হাতে বলতে শোনা যায়, " আমার সন্তান আসছে ৷ মানে আমার সঙ্গে কীই হচ্ছে ৷" এরপরেই দীপিকার দিকে এগিয়ে গিয়ে তাঁর উদ্দেশ্যে বলেন, "হায় বেবস ৷ রকি রানধাওয়া দিস সাইড ৷ ভালোবাসি তোমাকে ৷ ইউ আর দ্য গ্লোয়িং বেবস ৷ হোয়াট ইজ দ্য রাজ? চল, একটা স্পেশাল ডান্স করা যাক ৷" এরপরেই মঞ্চে দীপিকাকে নিয়ে যান রণবীর ৷ ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে গল্লা গোড়িয়া গান ৷ তারপর আর কী, স্বামী-স্ত্রী দুজনেই মেতে ওঠেন গানের তালে ৷ শুধু তাই নয়, মঞ্চ ছাড়াও রণবীরকে দেখা যায় ফাইটার ছবির গানে পা মেলাতে ৷

আসলে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেরেমনির অন্দরমহলের একের পর এক ভিডিয়ো ও ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়ে পড়ছেন অনুরাগীরা ৷ কখনও তারকাদের সাজ দেখে আবার কখনও তাঁদের নানা পার্ফরম্যান্স দেখে নেটদুনিয়ায় মজে যান সকলেই ৷ সামনে আসে মণীশ মলহোত্রা, সারা আলি খান, অনন্যা পাণ্ডে ও জাহ্নবী কাপুরের বিশেষ ডান্স মুভ ৷ বোলে চুড়িয়া গানে মঞ্চ কাঁপালেন ফ্যাশন ডিজাইনার মণীশ ৷

অন্যদিকে সামনে, আসে সলমন খানের একক পার্ফরম্যান্সও ৷ সেখানে বেশ কিছু পপুলার গানে পা মেলাতে দেখা যায় ভাইজানকে ৷ কালো রঙের কুর্তা-পাজামায় মঞ্চ কাঁপান টাইগার ৷

নাচের পাশাপাশি গানও শোনান তারকাকা ৷ দিলজিৎ দোসাঞ্জ মঞ্চে আসতেই তারকা মহলে হুল্লোড় দেখা দেয় ৷ কিছুদিন আগেই করিনার সঙ্গে দিলজিৎ-এর একটি গান মুক্তি পেয়েছে ৷ সেই গানে করিনাকে ঠুমকা লাগাতে বলেন শিল্পী ৷ দিলজিৎ-এর অনুরোধ শুনে লজ্জা পেয়ে যান বেবো ৷ তারপর মাইক হাতে দিলজিৎ গান শুরু করলে কোমর দোলান করিনা ৷

সবমিলিয়ে তিনদিনের আন্তর্জাতিক মানের প্রি-ওয়েডিং সেরেমনির প্রতিটা মুহূর্ত শুধু উপস্থিত তারকারা নন, উপভোগ করছেন অনুরাগীরাও ৷

আরও পড়ুন:

1. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির

2. 'জিঙ্গত' গানে জাহ্নবীর সঙ্গে ঠুমকা পপ তারকা রিহানার, দেখুন ভাইরাল নাচের ভিডিয়ো

3. রিহানায় মজল জামনগর, ভিডিয়োয় দেখুন অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে বার্বাডিয়ান তারকার নানা মুহূর্ত

'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা

হায়দরাবাদ, 3 মার্চ: জামনগরে জমে গিয়েছে অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের আসর ৷ মঞ্চে উঠে দেদার নাচলেন 'মম টু বি' দীপিকা পাড়ুকোন ৷ রণবীরের সঙ্গে গল্লা গোড়িয়া গানে বিন্দাস পা মেলালেন 'ফাইটার' অভিনেত্রী ৷ হবু বাবা-মায়ের নাচের মুহূর্ত উপভোগ করলেন উপস্থিত অতিথিরা ৷

সম্প্রতি রণবীর সিংয়ের একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ যেখানে তাঁকে অতিথিদের উদ্দেশ্যে মাইক হাতে বলতে শোনা যায়, " আমার সন্তান আসছে ৷ মানে আমার সঙ্গে কীই হচ্ছে ৷" এরপরেই দীপিকার দিকে এগিয়ে গিয়ে তাঁর উদ্দেশ্যে বলেন, "হায় বেবস ৷ রকি রানধাওয়া দিস সাইড ৷ ভালোবাসি তোমাকে ৷ ইউ আর দ্য গ্লোয়িং বেবস ৷ হোয়াট ইজ দ্য রাজ? চল, একটা স্পেশাল ডান্স করা যাক ৷" এরপরেই মঞ্চে দীপিকাকে নিয়ে যান রণবীর ৷ ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে গল্লা গোড়িয়া গান ৷ তারপর আর কী, স্বামী-স্ত্রী দুজনেই মেতে ওঠেন গানের তালে ৷ শুধু তাই নয়, মঞ্চ ছাড়াও রণবীরকে দেখা যায় ফাইটার ছবির গানে পা মেলাতে ৷

আসলে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেরেমনির অন্দরমহলের একের পর এক ভিডিয়ো ও ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়ে পড়ছেন অনুরাগীরা ৷ কখনও তারকাদের সাজ দেখে আবার কখনও তাঁদের নানা পার্ফরম্যান্স দেখে নেটদুনিয়ায় মজে যান সকলেই ৷ সামনে আসে মণীশ মলহোত্রা, সারা আলি খান, অনন্যা পাণ্ডে ও জাহ্নবী কাপুরের বিশেষ ডান্স মুভ ৷ বোলে চুড়িয়া গানে মঞ্চ কাঁপালেন ফ্যাশন ডিজাইনার মণীশ ৷

অন্যদিকে সামনে, আসে সলমন খানের একক পার্ফরম্যান্সও ৷ সেখানে বেশ কিছু পপুলার গানে পা মেলাতে দেখা যায় ভাইজানকে ৷ কালো রঙের কুর্তা-পাজামায় মঞ্চ কাঁপান টাইগার ৷

নাচের পাশাপাশি গানও শোনান তারকাকা ৷ দিলজিৎ দোসাঞ্জ মঞ্চে আসতেই তারকা মহলে হুল্লোড় দেখা দেয় ৷ কিছুদিন আগেই করিনার সঙ্গে দিলজিৎ-এর একটি গান মুক্তি পেয়েছে ৷ সেই গানে করিনাকে ঠুমকা লাগাতে বলেন শিল্পী ৷ দিলজিৎ-এর অনুরোধ শুনে লজ্জা পেয়ে যান বেবো ৷ তারপর মাইক হাতে দিলজিৎ গান শুরু করলে কোমর দোলান করিনা ৷

সবমিলিয়ে তিনদিনের আন্তর্জাতিক মানের প্রি-ওয়েডিং সেরেমনির প্রতিটা মুহূর্ত শুধু উপস্থিত তারকারা নন, উপভোগ করছেন অনুরাগীরাও ৷

আরও পড়ুন:

1. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির

2. 'জিঙ্গত' গানে জাহ্নবীর সঙ্গে ঠুমকা পপ তারকা রিহানার, দেখুন ভাইরাল নাচের ভিডিয়ো

3. রিহানায় মজল জামনগর, ভিডিয়োয় দেখুন অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে বার্বাডিয়ান তারকার নানা মুহূর্ত

Last Updated : Mar 3, 2024, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.