ETV Bharat / entertainment

হানির গানে মত্ত রণবীর, রানির বেশে 'অরা'র বিয়েতে হাজির দীপিকা - Deepika Padukone - DEEPIKA PADUKONE

Deepika Padukone at Anant & Radhika Wedding: রাত বাড়ছে, প্রায় সকলেই উপস্থিত ৷ ঘড়িতে সময় রাত প্রায় সাড়ে ন'টা তখনই 'অরা'র বিয়েতে বেবি বাম্প ঢেকে হাজির হলেন দীপিকা পাড়ুকোন ৷ রাজবেশে দীপিকার ওই লুকে তাকিয়ে রইলেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের আজ 'মেগা শো'তে হাজির থাকা হলি-বলি-টলি থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷

Deepika Padukone in Anant & Radhika Wedding
দীপিকা পাড়ুকোন (এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 10:39 PM IST

Updated : Jul 12, 2024, 11:05 PM IST

মুম্বই, 12 জুলাই: মায়ানগরীর রাত শুক্রবার আরও আলোকময় ৷ শুক্রবার সন্ধে পেরিয়ে তখন প্রায় রাত ন'টা, একে একে প্রবেশ করে গিয়েছেন প্রথম সারির তারকারা ৷ কিছুটা দেরিতেই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রানির বেশে পৌঁছলেন দীপিকা পাড়ুকোন ৷ হবু মায়ের সিঁথিতে লাল সিঁদুর ৷ পরনে লাল ও সোনালি সালোয়ার কামিজ ৷ ওড়নায় ঢাকা বেবি বাম্প ৷ বর-কনেকে ছাপিয়ে সবার নজর আটকে গেল সেখানেই ৷ যদিও সন্ধে থেকেই বিগ-ফ্যাট ওয়েডিং'য়ের গান থেকে নাচ, মঞ্চ মাতাচ্ছেন স্বামী রণবীর সিং ৷

দীপিকা পাডুকোন তাঁর গর্ভাবস্থার কারণে প্রতিমুহূর্তে শিরোনামে রয়েছেন ৷ হবু মা'কে দেখতে মুখিয়ে থাকেন নেটিজেনরা ৷ তবে এদিন সন্ধ্য়া থেকে যখনই রণবীরকে দেখা গিয়েছে, তখনই সোশাল মিডিয়ায় নেটিজেনদের প্রশ্ন 'হোয়্যার ইজ দীপিকা'? খানিক দেরিতে হলেও দীপিকাকেে দেখা যেতেই নেটিজেনদের প্রশংসা কুড়োলেন হবু মা ৷ তবে এদিনের নাচ-গানের অনুষ্ঠানে রণবীরকে দেখে মনে হয়েছে তিনি একাই দায়িত্ব নিয়েছেন হইহুল্লোড়ের ৷

এর আগে অনন্ত ও রাধিকার জলসা অনুষ্ঠানেও দেখা গিয়েছিল দীপিকাকে ৷ সেদিনই প্রথম শাড়ি পরে মেটারনিটি ফটোশুটে নজর কেড়েছিলেন দীপিকা পাডুকোন। এদিন বলি ডিভার পরনে ছিল, লাল ও সোনালি পাথরে কাজ করা লাল শালোয়ার ৷ গলায় পাথর দেওয়া নেকলেস ৷ তাতেও রয়েছে রেড স্টোন ৷ চুল সিঁথিতে দু'ভাগ করে খোপা করা ৷ 'পাঠান' অভিনেত্রীর কেশবিন্যাসে সাদা ফুলের গাজরাও ৷

সবমিলিয়ে মাতৃত্বযাপনের প্রাক্কালে দীপিকা ফ্য়াশন সেন্সের তুলে ধরলেন স্বকীয় ভঙ্গিতেই ৷ হাতে আর মাত্র তিনমাস ৷ সেপ্টেম্বরে দীপবীরের কোল আলো করে সন্তান আসতে চলেছে বলে আশা করা হচ্ছে ৷ এবছরের শুরুর দিকে মার্চ মাসে তাঁরা সন্তান আসার খবর সোশাল মিডিয়ায় জানান ৷ 2018 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দু'জনে।

মুম্বই, 12 জুলাই: মায়ানগরীর রাত শুক্রবার আরও আলোকময় ৷ শুক্রবার সন্ধে পেরিয়ে তখন প্রায় রাত ন'টা, একে একে প্রবেশ করে গিয়েছেন প্রথম সারির তারকারা ৷ কিছুটা দেরিতেই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রানির বেশে পৌঁছলেন দীপিকা পাড়ুকোন ৷ হবু মায়ের সিঁথিতে লাল সিঁদুর ৷ পরনে লাল ও সোনালি সালোয়ার কামিজ ৷ ওড়নায় ঢাকা বেবি বাম্প ৷ বর-কনেকে ছাপিয়ে সবার নজর আটকে গেল সেখানেই ৷ যদিও সন্ধে থেকেই বিগ-ফ্যাট ওয়েডিং'য়ের গান থেকে নাচ, মঞ্চ মাতাচ্ছেন স্বামী রণবীর সিং ৷

দীপিকা পাডুকোন তাঁর গর্ভাবস্থার কারণে প্রতিমুহূর্তে শিরোনামে রয়েছেন ৷ হবু মা'কে দেখতে মুখিয়ে থাকেন নেটিজেনরা ৷ তবে এদিন সন্ধ্য়া থেকে যখনই রণবীরকে দেখা গিয়েছে, তখনই সোশাল মিডিয়ায় নেটিজেনদের প্রশ্ন 'হোয়্যার ইজ দীপিকা'? খানিক দেরিতে হলেও দীপিকাকেে দেখা যেতেই নেটিজেনদের প্রশংসা কুড়োলেন হবু মা ৷ তবে এদিনের নাচ-গানের অনুষ্ঠানে রণবীরকে দেখে মনে হয়েছে তিনি একাই দায়িত্ব নিয়েছেন হইহুল্লোড়ের ৷

এর আগে অনন্ত ও রাধিকার জলসা অনুষ্ঠানেও দেখা গিয়েছিল দীপিকাকে ৷ সেদিনই প্রথম শাড়ি পরে মেটারনিটি ফটোশুটে নজর কেড়েছিলেন দীপিকা পাডুকোন। এদিন বলি ডিভার পরনে ছিল, লাল ও সোনালি পাথরে কাজ করা লাল শালোয়ার ৷ গলায় পাথর দেওয়া নেকলেস ৷ তাতেও রয়েছে রেড স্টোন ৷ চুল সিঁথিতে দু'ভাগ করে খোপা করা ৷ 'পাঠান' অভিনেত্রীর কেশবিন্যাসে সাদা ফুলের গাজরাও ৷

সবমিলিয়ে মাতৃত্বযাপনের প্রাক্কালে দীপিকা ফ্য়াশন সেন্সের তুলে ধরলেন স্বকীয় ভঙ্গিতেই ৷ হাতে আর মাত্র তিনমাস ৷ সেপ্টেম্বরে দীপবীরের কোল আলো করে সন্তান আসতে চলেছে বলে আশা করা হচ্ছে ৷ এবছরের শুরুর দিকে মার্চ মাসে তাঁরা সন্তান আসার খবর সোশাল মিডিয়ায় জানান ৷ 2018 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দু'জনে।

Last Updated : Jul 12, 2024, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.