ETV Bharat / entertainment

'রাভিকা' না 'ঋদ্ধি'! সন্তানকে কোন নামে ডাকবেন দীপিকা-রণবীর? - deepika padukone baby name

Suggest Deep-veer Baby Girl Name: সদ্য কন্যা সন্তানের পেরেন্টস হয়েছেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং ৷ গণেশ চতুর্থীর পরের দিনই 'পিকু'র সন্তান প্রসবের খবর আসে ৷ উচ্ছ্বসিত অনুরাগীরা তারপর থেকেই ব্যস্ত দীপবীরের কন্যার সুন্দর নাম রাখার জন্য ৷ সোশাল মিডিয়ায় উঠে আসছে একের পর এক দুর্দান্ত নাম ৷ আপনার কোনটা পছন্দ?

Suggest Deep-veer Baby Girl Name
কন্যা সন্তানকে কোন নামে ডাকবেন দীপিকা-রণবীর? (পিটিআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 9, 2024, 6:11 PM IST

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: গণেশ চতুর্থীর দিনই মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা পাড়ুকোন ৷ তারপর থেকেই অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ কখন আসবে খুশির খবর ৷ তারপর রবিবার বেলা বাড়তেই জানা যায়, দীপিকা-রণবীর সিংয়ের জীবনে উপস্থিত হয়েছেন তৃতীয় সদস্য ৷ বলিউড তারকা থেকে শুরু করে অনুরাগীরা, সকলেই সদ্য় হওয়া বাবা-মাকে শুভেচ্ছা জানান ৷ তারপরেই দীপিকা-রণবীরের কন্যা সন্তানের জন্য সুন্দর নাম খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে নেটপাড়া ৷ সেই সকল নাম ও তার অর্থ দেখে নিন এক ঝলকে ৷

নাম সাজেশনের তালিকায় কী কী রয়েছে ?

  • যেহেতু গণেশ চতুর্থীর পরের দিনই সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা, অনেক অনুরাগী নাম সাজেশন হিসাবে দেন 'ঋদ্ধি' ৷ এখানে 'ডি' থেকে দীপিকা ও 'আর' থেকে রণবীরের নামের অক্ষরও রয়েছে ৷ আবার সিদ্ধিবিনায়ক গণপতির সঙ্গেও এই নাম জুড়ে রয়েছে ৷
  • আবার অনেকে পরামর্শ দিয়েছেন 'রোহানি' ও 'রাধিকা' নামও ৷ অনেকে আবার বলেছেন 'রাভিকা' নামের কথাও ৷
  • 'রাভিকা' নামের অর্থ সূর্যের আলো (এখানে রয়েছে রণবীরের নামের তিনটি অক্ষর আর,এ,ভি রয়েছে ৷ অন্যদিকে দীপিকার রয়েছে দুটি অক্ষর ক-এ) ৷
  • কৃষ্ণর প্রেমিকার নাম রাধিকা ৷ একদিকে এই নামের সঙ্গে ভগবান রাধা-কৃষ্ণ জুড়ে রয়েছেন ৷ আবার রণবীর-দীপিকার নামের অক্ষরও রয়েছে ৷

তবে দীপিকা-রণবীর নিজের প্রথম সন্তানের কী নাম রাখেন, ফ্যানেদের নজর এখন সেই দিকে ৷ প্রসঙ্গত, সন্তান জন্মের পর সোশাল মিডিয়ায় প্রথম পোস্ট আসে দীপবীরের ৷ যেখানে সোনালী রঙের রিবন দেখা যায় ৷ তার ভিতরে লেখা থাকে, "স্বাগত বেবি গার্ল ৷ 8.9.2024 ৷" সদ্য হওয়া মা-বাবাকে শুভেচ্ছা-অভিনন্দন জানান আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, অন্যন্যা পাণ্ডে, করিশ্মা কাপুর থেকে শুরু করে সোনাক্ষী সিনহা, কৃতি শ্যানন, আব্রাহাম আলি খান, বিপাশা বাসু-সহ আরও অনেকে ৷

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: গণেশ চতুর্থীর দিনই মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা পাড়ুকোন ৷ তারপর থেকেই অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ কখন আসবে খুশির খবর ৷ তারপর রবিবার বেলা বাড়তেই জানা যায়, দীপিকা-রণবীর সিংয়ের জীবনে উপস্থিত হয়েছেন তৃতীয় সদস্য ৷ বলিউড তারকা থেকে শুরু করে অনুরাগীরা, সকলেই সদ্য় হওয়া বাবা-মাকে শুভেচ্ছা জানান ৷ তারপরেই দীপিকা-রণবীরের কন্যা সন্তানের জন্য সুন্দর নাম খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে নেটপাড়া ৷ সেই সকল নাম ও তার অর্থ দেখে নিন এক ঝলকে ৷

নাম সাজেশনের তালিকায় কী কী রয়েছে ?

  • যেহেতু গণেশ চতুর্থীর পরের দিনই সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা, অনেক অনুরাগী নাম সাজেশন হিসাবে দেন 'ঋদ্ধি' ৷ এখানে 'ডি' থেকে দীপিকা ও 'আর' থেকে রণবীরের নামের অক্ষরও রয়েছে ৷ আবার সিদ্ধিবিনায়ক গণপতির সঙ্গেও এই নাম জুড়ে রয়েছে ৷
  • আবার অনেকে পরামর্শ দিয়েছেন 'রোহানি' ও 'রাধিকা' নামও ৷ অনেকে আবার বলেছেন 'রাভিকা' নামের কথাও ৷
  • 'রাভিকা' নামের অর্থ সূর্যের আলো (এখানে রয়েছে রণবীরের নামের তিনটি অক্ষর আর,এ,ভি রয়েছে ৷ অন্যদিকে দীপিকার রয়েছে দুটি অক্ষর ক-এ) ৷
  • কৃষ্ণর প্রেমিকার নাম রাধিকা ৷ একদিকে এই নামের সঙ্গে ভগবান রাধা-কৃষ্ণ জুড়ে রয়েছেন ৷ আবার রণবীর-দীপিকার নামের অক্ষরও রয়েছে ৷

তবে দীপিকা-রণবীর নিজের প্রথম সন্তানের কী নাম রাখেন, ফ্যানেদের নজর এখন সেই দিকে ৷ প্রসঙ্গত, সন্তান জন্মের পর সোশাল মিডিয়ায় প্রথম পোস্ট আসে দীপবীরের ৷ যেখানে সোনালী রঙের রিবন দেখা যায় ৷ তার ভিতরে লেখা থাকে, "স্বাগত বেবি গার্ল ৷ 8.9.2024 ৷" সদ্য হওয়া মা-বাবাকে শুভেচ্ছা-অভিনন্দন জানান আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, অন্যন্যা পাণ্ডে, করিশ্মা কাপুর থেকে শুরু করে সোনাক্ষী সিনহা, কৃতি শ্যানন, আব্রাহাম আলি খান, বিপাশা বাসু-সহ আরও অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.