ETV Bharat / entertainment

হাসপাতালে পৌঁছলেন দীপিকা-রণবীর, খুশির খবর কি বাপ্পার পুজোর দিনেই ? - Deepika Padukone - DEEPIKA PADUKONE

Deepika Padukone Visit H.N Reliance hospital: দীপিকা পাড়ুকোনকে নিয়ে মুম্বইয়ের এইচ.এন রিলায়েন্স হাসপাতালে পৌঁছলেন রণবীর সিং ৷ খুশির খবর কী আজকেই আসছে?

Deepika Padukone
আসছে খুশির খবর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 5:55 PM IST

Updated : Sep 7, 2024, 6:06 PM IST

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের জীবনে যে কোনও মুহূর্তে আসতে পারে খুশির খবর ৷ শুক্রবার সিদ্ধিবিনায়ক মন্দিরে গণপতির আশীর্বাদ নিতে গিয়েছিলেন হবু বাবা-মা ৷ শনিবার, গণেশ চতুর্থীর দিন হাসপাতালে পৌঁছলেন দীপিকা পাড়ুকোন ৷ এদিন বিকালে একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যায়, রণবীর, দীপিকাকে নিয়ে মুম্বইয়ের এইচ.এন রিলায়েন্স হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন ৷ এই ভিডিয়ো সামনে আসার পরেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতুহল ৷ সকলেই ভাবছেন, হয়তো গণেশ চতুর্থীর শুভ দিনেই খুশির খবর দেবেন 'বাজিরাও মস্তানি' ৷

যদিও কিছুদিন আগেই খবর এসেছিল, 28 সেপ্টেম্বর রয়েছে দীপিকার ডেলিভারি ডেট ৷ তবে তার আগে আজকের এই হাসপাতালে যাওয়া সাধারণ চেকআপ নাকি অন্য কিছু তা নিয়ে কৌতুহল নেটপাড়ায় ৷ শুক্রবারই দীপিকাকে দেখা গিয়েছে ক্ল্যাসি-এলিগেন্ট লুকে ৷ পরনে ছিল সবুজ রঙের শাড়ি ৷ তাতে সোনালী রঙের সুন্দর কাজ করা ৷ সাদামাটা সাজে অলঙ্কার বলতে কানে দুল ৷ মন্দিরে প্রবেশের সময় বেবিবাম্প ঢেকে নিয়েছিলেন শাড়ির আঁচল দিয়ে ৷ অন্যদিকে, রণবীরকে দেখা গিয়েছে অফ-হোয়াইট কুর্তায় ৷ এই ভিডিয়ো সামনে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ ভিডিয়োতে দেখা যায়, মন্দির চত্বরে হেঁটে যাচ্ছেন তারকা দম্পতি ৷ উপস্থিত দর্শনার্থীদের সঙ্গেও হাতজোড় করে প্রণাম জানান দীপিকা ৷ এরপর দেখা যায়, 'মস্তানি'র হাত ধরে মন্দিরের ভিতরে যাচ্ছেন রিয়েল লাইফের 'বাজিরাও' ৷

চলতি বছর 29 ফেব্রুয়ারি সন্তান আসার কথা সোশাল মিডিয়ায় ঘোষণা করেন দীপবীর ৷ জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেরেমনিতে যোগদানের আগে খুশির এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন দীপিকা-রণবীর ৷ যেখানে একটি পোস্ট শেয়ার করেন তাঁরা ৷ লেখা থাকে সেপ্টেম্বর 29 ৷ পাশে থাকে শিশুদের জামা-জুতো ইত্যাদির নানা ছবি ৷ 2018 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপবীর ৷ ছয়বছর পর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা৷

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের জীবনে যে কোনও মুহূর্তে আসতে পারে খুশির খবর ৷ শুক্রবার সিদ্ধিবিনায়ক মন্দিরে গণপতির আশীর্বাদ নিতে গিয়েছিলেন হবু বাবা-মা ৷ শনিবার, গণেশ চতুর্থীর দিন হাসপাতালে পৌঁছলেন দীপিকা পাড়ুকোন ৷ এদিন বিকালে একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যায়, রণবীর, দীপিকাকে নিয়ে মুম্বইয়ের এইচ.এন রিলায়েন্স হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন ৷ এই ভিডিয়ো সামনে আসার পরেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতুহল ৷ সকলেই ভাবছেন, হয়তো গণেশ চতুর্থীর শুভ দিনেই খুশির খবর দেবেন 'বাজিরাও মস্তানি' ৷

যদিও কিছুদিন আগেই খবর এসেছিল, 28 সেপ্টেম্বর রয়েছে দীপিকার ডেলিভারি ডেট ৷ তবে তার আগে আজকের এই হাসপাতালে যাওয়া সাধারণ চেকআপ নাকি অন্য কিছু তা নিয়ে কৌতুহল নেটপাড়ায় ৷ শুক্রবারই দীপিকাকে দেখা গিয়েছে ক্ল্যাসি-এলিগেন্ট লুকে ৷ পরনে ছিল সবুজ রঙের শাড়ি ৷ তাতে সোনালী রঙের সুন্দর কাজ করা ৷ সাদামাটা সাজে অলঙ্কার বলতে কানে দুল ৷ মন্দিরে প্রবেশের সময় বেবিবাম্প ঢেকে নিয়েছিলেন শাড়ির আঁচল দিয়ে ৷ অন্যদিকে, রণবীরকে দেখা গিয়েছে অফ-হোয়াইট কুর্তায় ৷ এই ভিডিয়ো সামনে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ ভিডিয়োতে দেখা যায়, মন্দির চত্বরে হেঁটে যাচ্ছেন তারকা দম্পতি ৷ উপস্থিত দর্শনার্থীদের সঙ্গেও হাতজোড় করে প্রণাম জানান দীপিকা ৷ এরপর দেখা যায়, 'মস্তানি'র হাত ধরে মন্দিরের ভিতরে যাচ্ছেন রিয়েল লাইফের 'বাজিরাও' ৷

চলতি বছর 29 ফেব্রুয়ারি সন্তান আসার কথা সোশাল মিডিয়ায় ঘোষণা করেন দীপবীর ৷ জামনগরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেরেমনিতে যোগদানের আগে খুশির এই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন দীপিকা-রণবীর ৷ যেখানে একটি পোস্ট শেয়ার করেন তাঁরা ৷ লেখা থাকে সেপ্টেম্বর 29 ৷ পাশে থাকে শিশুদের জামা-জুতো ইত্যাদির নানা ছবি ৷ 2018 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপবীর ৷ ছয়বছর পর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা৷

Last Updated : Sep 7, 2024, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.