ETV Bharat / entertainment

বলিউডে দীপিকা রাজ ! বাদশা-প্রভাসকে হারিয়ে আইএমডিবি'র তালিকার শীর্ষে অভিনেত্রী - Deepika Padukone

author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 8:29 PM IST

IMDb Top 100 Most Viewed Indian Stars: গত দশ বছরে খান-বচ্চন নয় বা প্রভাস নয়, দীপিকা পাড়ুকোন ও তাঁর ছবিকে সবচেয়ে বেশি দেখেছেন দর্শক ৷ আইএমডিবি'র 100 জনের তালিকার শীর্ষ স্থান অর্জন করলেন বলিউডের 'মাস্তানি' ৷ পিছনে শাহরুখ থেকে ঐশ্বর্য ৷

Most Viewed Indian Stars
আইএমডিবি'র তালিকার শীর্ষে দীপিকা (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 29 মে: বলিউডের তাবড় তাবড় অভিনেতাকে পিছনে ফেলে নয়া মাইকফলক স্পর্শ করলেন দীপিকা পাড়ুকোন ৷ আইএমডিবি'র তালিকায় শীর্ষ স্থান অর্জন করলেন পাঠান গার্ল ৷ গত 10 বছরে ভারতীয় তারকা হিসেবে বিশ্বের দর্শক সবচেয়ে বেশি দেখেছেন রণবীর-জায়াকে ৷ আইএমডিবির 100 জন সর্বাধিক দেখা ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ করেছে ৷ সেই তালিকার মাথায় রয়েছেন দীপিকা ৷ তারপরেই স্থান শাহরুখ খানের ৷ তৃতীয় স্থানে ঐশ্বর্য রাই বচ্চন ।

আইএমডিবি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছে, "আইএমডিবি'র তরফে বিশ্বব্যাপী গত দশকে সবচেয়ে বেশি দেখা 100 জন ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ করা হল ৷ জানুয়ারি 2014 থেকে এপ্রিল 2024 পর্যন্ত সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে আইএমডিবি এই তালিকা তৈরি করেছে। এই র‌্যাঙ্কিংগুলি বিশ্বব্যাপী আইএমডিবি'র 250 মিলিয়নেরও বেশি মাসিক সাবস্ক্রিপশন নেওয়া দর্শকদের প্রকৃত পেজ ভিউ থেকে নির্ধারিত করা হয় ।"

আরও পড়ুন: দীপিকার বেবি বাম্প নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব বেটার-হাফ রণবীরের

গত 10 বছর ধরে দীপিকা পাডুকোন তাঁর একের পর এক অসাধারণ ও ভিন্নধর্মী সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন ৷ তিনি এই বছরগুলিতে এমন ছবি করেছেন যা বক্স অফিসে ঝড় তুলেছে ৷ পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে তাঁর বহুমুখি প্রতিভা ৷ বিভিন্ন চরিত্রে তাঁর দক্ষতার সঙ্গে অভিনয় তাঁকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর স্থান দিয়েছে।

দীপিকা পাড়ুকোনের কিছু বিশিষ্ট সিনেমা (2014-2024):

  • পিকু (2015): সুজিত সরকারের পরিচালনায় পিকু ছবিতে প্রথমবার অভিনয় করেন দীপিকা পাড়ুকোন ৷ আধুনিক মহিলারা কীভাবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য রক্ষা করে চলেন, তাই নিপুণভাবে ফুটিয়ে তোলেন অভিনেত্রী ৷ তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে । ছবিটি এক বাবা (অমিতাভ বচ্চন ) এবং মেয়ের (দীপিকা পাড়ুকোন )মধ্যে সুন্দর সম্পর্ককে ঘিরে আবর্তিত হয়েছিল । প্রয়াত অভিনেতা ইরফান খানও এই ছবিতে অভিনয় করেছিলেন ।
  • বাজিরাও মাস্তানি (2015): দীপিকা সঞ্জয়লীলা বানসালির এই ছবিতে রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেন । মাস্তানি চরিত্রে তাঁর ভূমিকা অভিনয় দক্ষতার প্রমাণ দেয় ৷ এই সিনেমার জন্য অভিনেত্রীর ঝুলিতে এসেছে অসংখ্য পুরস্কার । দেদার প্রশংসাও কুড়িয়েছেন তিনি ।
  • পদ্মাবত (2018): মুক্তির আগেই বিতর্কে জড়ায় এই সিনেমা ৷ তবে তা সত্ত্বেও রানি পদ্মাবতীর চরিত্রে দীপিকা পাডুকোনের অভিনয় প্রশংসিত হয়েছিল । সঞ্জয়লীলা বানসালি এই সিনেমাটিতে দীপিকার অভিনয় দক্ষতার উপর ভরসা রেখেছিলেন ৷ তাঁর মানও রেখেছিলেন অভিনেত্রী ৷ শক্তিশালী চরিত্রে অসাধারণভাবে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। এই পিরিয়ড ড্রামায় রণবীর সিং এবং শাহিদ কাপুরও অভিনয় করেছিলেন ।
  • ছপাক (2020): দীপিকার প্রযোজনায় তৈরি হয় এই সিনেমা । অ্যাসিড ভিকটিমদের উপর তৈরি হয় ছপাক ৷ একজন অ্যাসিড ভিকটিম হিসেবে অভিনয় করেন এই ছবিতে ৷ তাঁর অভিনয় দর্শক মনে রেখেছে ।
  • 83 (2021): কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা ৷ কপিল দেবের ভূমিকায় দেখা যায় রণবীর সিংকে ৷ মূখ্য চরিত্রে না হলেও দীপিকার অভিনয় নজর কাড়ে দর্শকের ৷

সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে অভিনীত পাঠান এবং জওয়ান ব্যাপক হিট হয়েছে । 2023 সালে মুক্তি পাওয়া দুটি ছবিই বক্স অফিসের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে । 4 বছর বিরতির পর রুপালি পর্দায় ফিরেও আইএমডিবি'র তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান । একই বছরে তিনি পাঠান, জওয়ান এবং ডানকির মতো ব্যাক-টু-ব্যাক হিট সিনেমা দর্শককে উপহার দিয়েছেন ।

আরও পড়ুন: 'ফুলটু দেশি' মুডে কাজল, তলোয়ার নিয়ে মারকাটারি দৃশ্যে তাক লাগালেন অভিনেত্রী

আইএমডিবি'র তালিকায় রয়েছেন দক্ষিণী অভিনেতারাও ৷ দক্ষিণের মহিলা তারকা হিসাবে তালিকার উপরে (13তম স্থানে) রয়েছেন সামান্থা রুথ প্রভু ৷ 16তম স্থানে তামান্না ভাটিয়া এবং 18 নম্বরে নয়নতারা ৷ সবচেয়ে উল্লেখযোগ্যা বিষয় হল 100 দন ভারতীয় তারকার তালিকার মধ্যে 47 জন মহিলা ৷ দক্ষিণের পুরুষ অভিনেতাদের মধ্যে প্রভাস 29তম র‌্যাঙ্ক নিয়ে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন। প্রভাসের খ্যাতির কৃতিত্ব বাহুবলী সিরিজকে (2015-2017) দেওয়া যেতে পারে, যা তাকে ভারতীয় সিনেমার সবচেয়ে পছন্দের অভিনেতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে । বাহুবলীর পরেও প্রভাস সাহো, রাধে শ্যাম, এবং আদিপুরুষের মতো সিনেমা দর্শককে উপহার দিয়েছেন ।

তালিকার আরেকটি আকর্ষণীয় দিক হল যে, দুই প্রয়াত অভিনেতা ইরফান খান এবং সুশান্ত সিং রাজপুত শীর্ষ 10 সর্বাধিক দেখা ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন । ইরফান যেখানে 5 নম্বরে, সুশান্ত তাঁর ভক্তদের ভালোবাসায় 7 নম্বরে রয়েছেন । তাঁদের অকাল প্রয়ান সিনেপ্রেমীদের হৃদয়ে একটি শূন্যতা তৈরি করেছে ৷ তবে তাঁরা তাঁদের অভিনয়ের মাধ্যমে সমাজে ছাঁপ ফেলে গিয়েছেন । দ্য লাঞ্চবক্স (2013), পিকু (2015) এবং হিন্দি মিডিয়াম (2017) এর মতো চলচ্চিত্রে অসামান্য অভিনয় করেছেন ইরফান খান ৷ অন্যদিকে কাই পো চে (2013) এবং এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (2016)-এর মতো ছবিতে সুশান্ত সিং রাজপুতের অভিনয় আজও চর্চিত হয় ৷

আরও পড়ুন: কানে নিঃশব্দে ইতিহাস! অনসূয়া-পায়েলকে শুভেচ্ছা পরমব্রতর-ঋদ্ধির

হায়দরাবাদ, 29 মে: বলিউডের তাবড় তাবড় অভিনেতাকে পিছনে ফেলে নয়া মাইকফলক স্পর্শ করলেন দীপিকা পাড়ুকোন ৷ আইএমডিবি'র তালিকায় শীর্ষ স্থান অর্জন করলেন পাঠান গার্ল ৷ গত 10 বছরে ভারতীয় তারকা হিসেবে বিশ্বের দর্শক সবচেয়ে বেশি দেখেছেন রণবীর-জায়াকে ৷ আইএমডিবির 100 জন সর্বাধিক দেখা ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ করেছে ৷ সেই তালিকার মাথায় রয়েছেন দীপিকা ৷ তারপরেই স্থান শাহরুখ খানের ৷ তৃতীয় স্থানে ঐশ্বর্য রাই বচ্চন ।

আইএমডিবি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছে, "আইএমডিবি'র তরফে বিশ্বব্যাপী গত দশকে সবচেয়ে বেশি দেখা 100 জন ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ করা হল ৷ জানুয়ারি 2014 থেকে এপ্রিল 2024 পর্যন্ত সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে আইএমডিবি এই তালিকা তৈরি করেছে। এই র‌্যাঙ্কিংগুলি বিশ্বব্যাপী আইএমডিবি'র 250 মিলিয়নেরও বেশি মাসিক সাবস্ক্রিপশন নেওয়া দর্শকদের প্রকৃত পেজ ভিউ থেকে নির্ধারিত করা হয় ।"

আরও পড়ুন: দীপিকার বেবি বাম্প নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব বেটার-হাফ রণবীরের

গত 10 বছর ধরে দীপিকা পাডুকোন তাঁর একের পর এক অসাধারণ ও ভিন্নধর্মী সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন ৷ তিনি এই বছরগুলিতে এমন ছবি করেছেন যা বক্স অফিসে ঝড় তুলেছে ৷ পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে তাঁর বহুমুখি প্রতিভা ৷ বিভিন্ন চরিত্রে তাঁর দক্ষতার সঙ্গে অভিনয় তাঁকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীর স্থান দিয়েছে।

দীপিকা পাড়ুকোনের কিছু বিশিষ্ট সিনেমা (2014-2024):

  • পিকু (2015): সুজিত সরকারের পরিচালনায় পিকু ছবিতে প্রথমবার অভিনয় করেন দীপিকা পাড়ুকোন ৷ আধুনিক মহিলারা কীভাবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য রক্ষা করে চলেন, তাই নিপুণভাবে ফুটিয়ে তোলেন অভিনেত্রী ৷ তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে । ছবিটি এক বাবা (অমিতাভ বচ্চন ) এবং মেয়ের (দীপিকা পাড়ুকোন )মধ্যে সুন্দর সম্পর্ককে ঘিরে আবর্তিত হয়েছিল । প্রয়াত অভিনেতা ইরফান খানও এই ছবিতে অভিনয় করেছিলেন ।
  • বাজিরাও মাস্তানি (2015): দীপিকা সঞ্জয়লীলা বানসালির এই ছবিতে রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেন । মাস্তানি চরিত্রে তাঁর ভূমিকা অভিনয় দক্ষতার প্রমাণ দেয় ৷ এই সিনেমার জন্য অভিনেত্রীর ঝুলিতে এসেছে অসংখ্য পুরস্কার । দেদার প্রশংসাও কুড়িয়েছেন তিনি ।
  • পদ্মাবত (2018): মুক্তির আগেই বিতর্কে জড়ায় এই সিনেমা ৷ তবে তা সত্ত্বেও রানি পদ্মাবতীর চরিত্রে দীপিকা পাডুকোনের অভিনয় প্রশংসিত হয়েছিল । সঞ্জয়লীলা বানসালি এই সিনেমাটিতে দীপিকার অভিনয় দক্ষতার উপর ভরসা রেখেছিলেন ৷ তাঁর মানও রেখেছিলেন অভিনেত্রী ৷ শক্তিশালী চরিত্রে অসাধারণভাবে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। এই পিরিয়ড ড্রামায় রণবীর সিং এবং শাহিদ কাপুরও অভিনয় করেছিলেন ।
  • ছপাক (2020): দীপিকার প্রযোজনায় তৈরি হয় এই সিনেমা । অ্যাসিড ভিকটিমদের উপর তৈরি হয় ছপাক ৷ একজন অ্যাসিড ভিকটিম হিসেবে অভিনয় করেন এই ছবিতে ৷ তাঁর অভিনয় দর্শক মনে রেখেছে ।
  • 83 (2021): কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা ৷ কপিল দেবের ভূমিকায় দেখা যায় রণবীর সিংকে ৷ মূখ্য চরিত্রে না হলেও দীপিকার অভিনয় নজর কাড়ে দর্শকের ৷

সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে অভিনীত পাঠান এবং জওয়ান ব্যাপক হিট হয়েছে । 2023 সালে মুক্তি পাওয়া দুটি ছবিই বক্স অফিসের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে । 4 বছর বিরতির পর রুপালি পর্দায় ফিরেও আইএমডিবি'র তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান । একই বছরে তিনি পাঠান, জওয়ান এবং ডানকির মতো ব্যাক-টু-ব্যাক হিট সিনেমা দর্শককে উপহার দিয়েছেন ।

আরও পড়ুন: 'ফুলটু দেশি' মুডে কাজল, তলোয়ার নিয়ে মারকাটারি দৃশ্যে তাক লাগালেন অভিনেত্রী

আইএমডিবি'র তালিকায় রয়েছেন দক্ষিণী অভিনেতারাও ৷ দক্ষিণের মহিলা তারকা হিসাবে তালিকার উপরে (13তম স্থানে) রয়েছেন সামান্থা রুথ প্রভু ৷ 16তম স্থানে তামান্না ভাটিয়া এবং 18 নম্বরে নয়নতারা ৷ সবচেয়ে উল্লেখযোগ্যা বিষয় হল 100 দন ভারতীয় তারকার তালিকার মধ্যে 47 জন মহিলা ৷ দক্ষিণের পুরুষ অভিনেতাদের মধ্যে প্রভাস 29তম র‌্যাঙ্ক নিয়ে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন। প্রভাসের খ্যাতির কৃতিত্ব বাহুবলী সিরিজকে (2015-2017) দেওয়া যেতে পারে, যা তাকে ভারতীয় সিনেমার সবচেয়ে পছন্দের অভিনেতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে । বাহুবলীর পরেও প্রভাস সাহো, রাধে শ্যাম, এবং আদিপুরুষের মতো সিনেমা দর্শককে উপহার দিয়েছেন ।

তালিকার আরেকটি আকর্ষণীয় দিক হল যে, দুই প্রয়াত অভিনেতা ইরফান খান এবং সুশান্ত সিং রাজপুত শীর্ষ 10 সর্বাধিক দেখা ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন । ইরফান যেখানে 5 নম্বরে, সুশান্ত তাঁর ভক্তদের ভালোবাসায় 7 নম্বরে রয়েছেন । তাঁদের অকাল প্রয়ান সিনেপ্রেমীদের হৃদয়ে একটি শূন্যতা তৈরি করেছে ৷ তবে তাঁরা তাঁদের অভিনয়ের মাধ্যমে সমাজে ছাঁপ ফেলে গিয়েছেন । দ্য লাঞ্চবক্স (2013), পিকু (2015) এবং হিন্দি মিডিয়াম (2017) এর মতো চলচ্চিত্রে অসামান্য অভিনয় করেছেন ইরফান খান ৷ অন্যদিকে কাই পো চে (2013) এবং এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (2016)-এর মতো ছবিতে সুশান্ত সিং রাজপুতের অভিনয় আজও চর্চিত হয় ৷

আরও পড়ুন: কানে নিঃশব্দে ইতিহাস! অনসূয়া-পায়েলকে শুভেচ্ছা পরমব্রতর-ঋদ্ধির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.