ETV Bharat / entertainment

থ্রিলার ছবিতে দেবলীনা-জ্যামি, নেপথ্যে সৌমভ

পর্দায় নতুন জুটি পেতে চলেছে দর্শক ৷ সাসপেন্স-থ্রিলার ছবিতে দেখা যাবে দেবলীনা-জ্যামিকে৷

Etv Bharat
থ্রিলার ছবিতে দেবলীনা-জ্যামি (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 9, 2024, 3:14 PM IST

কলকাতা, 9 নভেম্বর: পুরোপুরি থ্রিলার মোড়কে আসছে নতুন ছবি 'ফেডিং শ্যাডো' ৷ প্রকাশ্যে এসেছে ছবির কাস্ট ৷ মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবলীনা বিশ্বাস ৷ বিপরীতে রয়েছেন অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও দেখা যাবে সৈকত দাস, অভিরুপ চৌধুরীকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সৌমভ বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, ছবিতে জ্যামি বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে অভিনেত্রী দেবলীনা বিশ্বাসকে দেখা যাবে একটি ভিন্ন ধরনের চরিত্রে। পরিচালক সৌমভ বলেন, "ছবির গল্পের প্রতিটি মোড়কে টুইস্ট রয়েছে। রহস্যের মধ্যে দিয়ে ছবির গল্প এগিয়ে যাবে। এই ছবিতে দেবলীনা, জ্যামি, সৌকত, অভিরূপ দারুণ দারুণ চরিত্রে রয়েছে। প্রতিটি চরিত্রের আলাদা শেডস আছে, তাঁদের ব্যাকগ্রাউন্ড আছে। থ্রিলার গল্প হিসাবে দর্শকদের মনে দাগ কাটবে এইটুকু বিশ্বাস আছে।"

ছবির শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। কলকাতা শহরের নানান লোকেশনে হবে এই ছবির 'ফেডিং শ্যাডো'র শুটিং ৷ উল্লেখ্য, এর আগে দেবলীনাকে দেখা গিয়েছে 'আলাপ' ছবিতে ৷ দেবলীনা জানিয়েছেন, থ্রিলার ও সাসপেন্সের এই সিনেমায় অভিনেত্রীর চরিত্রে চমক রয়েছে ৷ শুধু তাই নয়, ছবিতে অভিনেত্রীর সাহসী দিক দর্শকদের অনুপ্রাণিত করতে পারে বলে মনে করছেন দেবলীনা ৷ দীর্ঘ সময় ধরেই সাসপেন্স-থ্রিলার ছবিতে কাজ করার স্বপ্ন তাঁর পূরণ হয়েছে বলে জানিয়েছেন ৷

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় দেবলীনা ও জ্যামি দুজনেই ভীষণ অ্যাকটিভ ৷ সোশাল প্রোফাইলে তাঁদের ভিডিয়ো অনুরাগীদের ভালো লাগে ৷ অভিনেতা জ্যামিও তাঁর কাজের একাধিক ছবি শেয়ার করেছেন নেটপাড়ায় ৷ এবার নতুন জুটির এই সিনেমা কেমন হয়, তা জানা যাবে সময় আসলে ৷

কলকাতা, 9 নভেম্বর: পুরোপুরি থ্রিলার মোড়কে আসছে নতুন ছবি 'ফেডিং শ্যাডো' ৷ প্রকাশ্যে এসেছে ছবির কাস্ট ৷ মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবলীনা বিশ্বাস ৷ বিপরীতে রয়েছেন অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও দেখা যাবে সৈকত দাস, অভিরুপ চৌধুরীকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সৌমভ বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, ছবিতে জ্যামি বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে অভিনেত্রী দেবলীনা বিশ্বাসকে দেখা যাবে একটি ভিন্ন ধরনের চরিত্রে। পরিচালক সৌমভ বলেন, "ছবির গল্পের প্রতিটি মোড়কে টুইস্ট রয়েছে। রহস্যের মধ্যে দিয়ে ছবির গল্প এগিয়ে যাবে। এই ছবিতে দেবলীনা, জ্যামি, সৌকত, অভিরূপ দারুণ দারুণ চরিত্রে রয়েছে। প্রতিটি চরিত্রের আলাদা শেডস আছে, তাঁদের ব্যাকগ্রাউন্ড আছে। থ্রিলার গল্প হিসাবে দর্শকদের মনে দাগ কাটবে এইটুকু বিশ্বাস আছে।"

ছবির শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই। কলকাতা শহরের নানান লোকেশনে হবে এই ছবির 'ফেডিং শ্যাডো'র শুটিং ৷ উল্লেখ্য, এর আগে দেবলীনাকে দেখা গিয়েছে 'আলাপ' ছবিতে ৷ দেবলীনা জানিয়েছেন, থ্রিলার ও সাসপেন্সের এই সিনেমায় অভিনেত্রীর চরিত্রে চমক রয়েছে ৷ শুধু তাই নয়, ছবিতে অভিনেত্রীর সাহসী দিক দর্শকদের অনুপ্রাণিত করতে পারে বলে মনে করছেন দেবলীনা ৷ দীর্ঘ সময় ধরেই সাসপেন্স-থ্রিলার ছবিতে কাজ করার স্বপ্ন তাঁর পূরণ হয়েছে বলে জানিয়েছেন ৷

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় দেবলীনা ও জ্যামি দুজনেই ভীষণ অ্যাকটিভ ৷ সোশাল প্রোফাইলে তাঁদের ভিডিয়ো অনুরাগীদের ভালো লাগে ৷ অভিনেতা জ্যামিও তাঁর কাজের একাধিক ছবি শেয়ার করেছেন নেটপাড়ায় ৷ এবার নতুন জুটির এই সিনেমা কেমন হয়, তা জানা যাবে সময় আসলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.