হায়দরাবাদ, 3 জুলাই: মেয়ের বিয়ের ঠিক পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা ৷ ফলে তাঁর স্বাস্থ্য নিয়ে জোর জল্পনা চলছিল নানা মহলে ৷ তিনি সোফা থেকে পড়ে যাওয়ায় তাঁর অস্ত্রোপচার করতে হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে ৷ অবশেষে এই নিয়ে মুখ খুললেন আসানসোলের সাংসদ ৷ যাবতীয় জল্পনাকে উড়িয়ে শত্রুঘ্ন বললেন, "আরে ভাই, আমার অস্ত্রোপচার হয়েছে, আর আমিই জানি না ৷"
একটি নিউজ পোর্টালকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা বলেন শত্রুঘ্ন সিনহা ৷ তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে প্রবীণ অভিনেতা জানান যে, নিয়মিত বার্ষিক ফুল-বডি চেকআপের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । তাঁর বয়স 60-এর বেশি, ফলে স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত বলে মত তাঁর ৷
Thanking everyone for their blessings love & warm congratulatory messages. But most touched to have received extremely heartwarming affectionate wishes from most learned, intellectual par excellence the great #ArunShourie elder brother, statesman #YashwantSinha & of course the…
— Shatrughan Sinha (@ShatruganSinha) July 2, 2024
শত্রুঘ্ন বলেন, "গত তিন মাস ধরে আমি আমার নির্বাচনী প্রচারের অংশ হিসাবে ক্রমাগত ভ্রমণ করেছি, এবং তার পরপরই মেয়ের বিয়ে হল । এখন আর আমার রক্ত গরম নয়, সক্রিয় যুবক নই ৷ একটা সময় আমি দিনে তিনটি শিফ্টে কাজ করতে পারতাম । তবে এখনও গভীর রাত পর্যন্ত পার্টি করার জন্য শক্তি এখনও আছে ৷"
With an attitude of gratitude we would like to thank everyone for celebrating with us on our special day seems to be the 'wedding of the century' with your warmth, love, congratulatory messages for our darling daughter #SonakshiSinha with #ZaheerIqbal as they start a new chapter… pic.twitter.com/sTveotv9CK
— Shatrughan Sinha (@ShatruganSinha) June 26, 2024
তবে মেয়ে সোনাক্ষীর বিয়েতে তিনি যে দারুণ খুশি তাও জানান শত্রুঘ্ন ৷ তিনি বলেন, "সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে । সর্বশক্তিমানকে ধন্যবাদ, আমার মেয়ে এখন সুখী বিবাহিত । যাঁরা সুখী নয়, তাঁদের জন্য আমার কিছু বলার নেই ৷" তাঁর ছেলে লভের এই বিয়েতে হাজির না-হওয়া প্রসঙ্গে একথা বলেন শত্রুঘ্ন ৷ একটি সোশাল মিডিয়া পোস্টে লভ তাঁর সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে দেখা করবেন না বলেই তাঁর এই সিদ্ধান্ত ৷
The reasons are very clear as to why I didn’t attend, and would not associate with some people no matter what. I’m glad a member of the media did their research instead of relying on creative stories being put out by a PR team.
— Luv S Sinha (@LuvSinha) July 1, 2024
সোনাক্ষী সিনহা 23 জুন মুম্বইতে তাঁর বান্দ্রার ফ্ল্যাটে দীর্ঘদিনের সঙ্গী জাহির ইকবালের সঙ্গে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ বিয়ের পর দাদরের বাস্তিয়ানে জমকালো রিসেপশনের আয়োজন করেন নবদম্পতি ৷ অভিনেতার আন্তঃধর্মীয় বিয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল ৷ এই নিয়ে ট্রোলের মুখেও পড়তে হয় তাঁদের ৷ এই কারণে ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে কমেন্ট বিভাগে তালাও ঝুলিয়েছেন নবদম্পতি ৷