কলকাতা, 10 এপ্রিল: নন্দিতা রায় এবং সঞ্জয় আগরওয়ালের নিবেদনে পথিকৃৎ বসুর পরিচালনায় আসছে 'দাবাড়ু'। দেশের কনিষ্ঠতম দাবাড়ু গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবন দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য ৷ কবে মুক্তি পাবে এই ছবি? সোশাল মিডিয়ায় মোশন পোস্টার রিলিজ করে জানালেন ছবির নির্মাতারা ৷
দুটি মোশন শেয়ার করা হয়েছে ৷ তার মধ্যে একটিতে লেখা "চৌষট্টি খোপের যুদ্ধক্ষেত্র, কালো সাদা দুই প্রতিপক্ষ, হাতি, ঘোড়া, মন্ত্রী, সব যড়যন্ত্রী নেবেই দাবাড়ুর পক্ষ! আগামী 10 মে প্রেক্ষাগৃহে আসছে দাবাড়ু ৷" আর একটি মোশন পোস্টারে ছড়া কেটে বলা হয়েছে, "আসল খেলা এবার শুরু, বুকের ভেতর দুরুদুরু, ক্রোধ-অপমান আর একবুক গ্লানি নিয়ে জন্ম নিচ্ছে দাবাড়ু ৷" ছবির চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। সংলাপে অর্পণ গুপ্ত। আদ্যোপান্ত স্পোর্টস-ড্রামা এই ছবিটি। এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন আউটডোর গেম নিয়ে অনেক সিনেমা হয়েছে, ইনডোর গেম নিয়ে সিনেমা করতে চেয়েছিলেন তিনি ৷ তাই এই ছবির ভাবনা।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন উঠে আসবে এই ছবিতে। তবে, এই ছবিতে সূর্যশেখরের নাম ব্যবহার করা হয়নি। কারণ এটি সূর্যশেখরের বায়োপিক নয়। নাম দেওয়া হয়েছে সৌরশেখর। তাঁর ছেলেবেলা ফুটিয়ে তুলেছেন সমদর্শী সরকার। আর বড়বেলার চরিত্রে আছেন অর্ঘ বসুরায়। তাঁর মায়ের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই প্রশিক্ষকের চরিত্রে চিরঞ্জিৎ চক্রবর্তী এবং কৌশিক সেন। দীপঙ্কর দে রয়েছেন দাবাড়ুর দাদুর ভূমিকায়। এছাড়াও রয়েছেন শঙ্কর চক্রবর্তী, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিনহা মিত্র প্রমুখ।
উল্লেখ্য, এই ছবির শ্যুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে তাঁর ছেলে খুব দুরন্ত। একটি দৃশ্যে ছিল, ছেলের খেলার সময় বল এসে পড়বে আঁচে বসানো খিচুড়ির পাত্রের উপর। আর মা ছুটবে ছেলের পিছনে। সেই সময়েই খিচুড়ির পাত্র গেল উলটে। আর তা গিয়ে পড়ে অভিনেত্রীর গায়ে। আঁচে বসানো রান্না করা খাবার যে তখন টগবগ করে ফুটতে শুরু করেছে, খেয়াল করেননি কেউ। ফুটন্ত খাবার গায়ে পড়তেই নায়িকা তড়িঘড়ি নিজের মুখ ঢেকে ফেলেন। সেটের সবাই ঋতুপর্ণার জীবন্ত অভিনয় দেখে তখন মোহিত। তখনও কেউ বুঝতে পারেননি, ঋতুপর্ণা আসলে আহত। এই ঘটনার জেরে নায়িকার গলায়-পিঠে একাধিক ফোস্কা পড়ে বলে জানা যায়। জ্বালা-যন্ত্রণায় কাতর হয়ে ঋতুপর্ণা শুধু একটা কথাই বলেছিলেন, "আমায় দয়া করে কেউ একটু জল দাও!" কাজের প্রতি নিষ্ঠা, দায়িত্ব সর্বোপরি নিপুণ অভিনয়শৈলী কাকে বলে তার আরও একবার প্রমাণ দিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রসঙ্গত, মাত্র পাঁচ বছর বয়স থেকে দাবা খেলায় হাতেখড়ি সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সূর্য 16 বছর বয়সে ইন্টারন্যাশনাল মাস্টারের পর মাত্র ঊনিশে পেয়েছেন গ্র্যান্ডমাস্টারের তকমা। 'অর্জুন পুরস্কার', 'বঙ্গভূষণ', 'খেল সম্মান' সবই তাঁর ঝুলিতে। এহেন সূর্যশেখরের জীবন দ্বারা অনুপ্রাণিত বাংলা ছবি 'দাবাড়ু'। তবে তাঁর বায়োপিক নয়।
আরও পড়ুন
1. গল্প চুরির অভিযোগ, অজয়ের ময়দানের মুক্তিতে স্থগিতাদেশ আদালতের