কলকাতা, 7 ডিসেম্বর: শহরের বুকে চলছে '30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। বিগত কয়েকদিন ধরে বেলা যত বাড়ার সঙ্গে সঙ্গে নন্দন চত্বরে ভিড় বেড়েছে সিনেপ্রেমী থেকে আমজনতার ৷ সিনেমা প্রেমী মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা পাওয়া যাচ্ছে না নন্দন চত্বরে।
ভিড় সিনেমা দেখার লাইনে, ভিড় খাবারের দোকানে, ভিড় বইয়ের স্টলে, ভিড় চা ওয়ালার কাছে। দুপুর থেকে রাত মোটামুটি জমিয়ে আড্ডা আর সিনেমা দেখার প্ল্যান সাজিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন সকলেই। সিনেমা দেখা, আড্ডা দেওয়া মোদ্দাকথা রথ দেখা কলা বেচা দুইই হচ্ছে পরিকল্পনামতো। আরও একটা আকর্ষণ হচ্ছে ফেস্টিভ্যালে আসর।
এই সময়ে ফেস্টিভ্যাল চত্বরে আগমন ঘটে তাবড় তাবড় অভিনেতাদের। 6 ডিসেম্বর যেমন হাজির হন বিদ্যা বালন। তাঁর জীবনের প্রথম ছবি 'ভাল থেকো'র ফের প্রিমিয়ার হল এবারের চলচ্চিত্র উৎসবে। ফলে তিনি তাঁর প্রিয় শহর কলকাতায় আবারও পা রাখেন ৷ তাঁকে দেখতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার সুযোগ ছাড়েননি অনেকেই। কেউ বা সাবেকি পন্থা অবলম্বন করে নিয়েছেন অটোগ্রাফ। সব মিলিয়ে জমজমাট '30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' ।
তবে সকলেই যে এখানে সিনেমা দেখতে আসছেন তা কিন্তু নয় ৷ অনেকে আবার বন্ধুবান্ধবের সঙ্গে নিখাদ আড্ডা মারার জন্যও হাজির হচ্ছেন এখানে ৷ অনককেই আবার দেখা গিয়েছে জোড়ায়, জোড়ায় ৷ আসলে হালকা শীতের চাদর গায়ে দিয়ে শহরের বুকে ভেসে যাওয়া ভালোবাসার উষ্ণতা উপভোগ করেন সকলেই ৷ ফলে সিনেমা না দেখলেও এই কয়েকটা দিন অনেকেরই হট ডেস্টিনেশন নন্দন-রবীন্দ্রসদন ৷