ETV Bharat / entertainment

নাইটদের উৎসাহ দিতে ইডেনের গ্যালারিতে তারকার হাট - Celebrities enjoy Eden Match - CELEBRITIES ENJOY EDEN MATCH

Celebrities enjoy Eden Match: কলকাতা নাইট রাইডার্সকে উৎসাহ দিতে ইডেনের গ্যালারিতে বসল তারকার হাট ৷ অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, গার্গী রায়চৌধুরী, ইমন চক্রবর্তী, পৌষালি বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন আরও অনেকে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 1:21 PM IST

কলকাতা, 30 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে ইডেনে বসল তারকার হাট ৷ নায়িকা থেকে গায়িকা, ক্রিকেটের নন্দনকাননে কেকেআরের জয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন সবাই ৷ সেই উন্মাদনার ছবি নিজেদের সোশাল হ্যান্ডেলে তাঁরা ভাগ করে নিয়েছেন ৷

বাংলার তারকাদের মধ্যে ক্রীড়াপ্রেম কম নয় । সুযোগ পেলেই ইডেনে হোক বা যুবভারতী ক্রীড়াঙ্গণে - তাঁদের আনাগোনা সুনিশ্চিত । বেশ খানিকটা পিছনে তাকালে মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় - খেলার মাঠে নিত্য যাতায়াত ছিল তাঁদের ।

এই প্রজন্মেও সেই ধারাবাহিকতা অটুট । ফুটবল হোক বা ক্রিকেট উন্মাদনায় খামতি নেই রুপোলি পর্দার তারকাদের । ফুটবল বিশ্বকাপ দেখতে পাড়ি দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে অদিতি মুন্সি, অর্কজা আচার্য । আর শহরের মাটিতে খেলা হলে তো কথাই নেই । এ বারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন সৌরভ দাস এবং তাঁর অভিনেত্রী সহধর্মিণী দর্শনা বণিক । গতকাল হাজির হন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন । হাজির ছিলেন ইমন চক্রবর্তী, পৌষালি বন্দ্যোপাধ্যায়ের মতো গায়িকারাও । সুরকার স্বামী নীলাঞ্জনকে নিয়ে ইমন গিয়েছিলেন 'কলকাতা নাইট রাইডার্স'-এর খেলা দেখতে । গ্যালারিতে দেখা গিয়েছে অভিনেত্রী গার্গী রায়চৌধুরীকেও ৷

ঐন্দ্রিলা কেকেআর-এর পতাকা হাতে নিয়ে ছবি শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে । তিনি লিখেছেন, "প্রথমবারেই দারুণ অভিজ্ঞতা হল ইডেনে গিয়ে ।" পৌষালি লিখেছেন, "আমার ইডেনে খেলা দেখা সার্থক ।" কারণটা খুব স্বাভাবিক । গতকাল অর্থাৎ সোমবারের ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে দিল্লিকে 7 উইকেটে উড়িয়ে দিয়েছে পার্পল ব্রিগেড ৷ তখনও বাকি 21 বল । 33 বলে ঝোড়ো 68 রান এসেছে ইংরেজ ওপেনার ফিল সল্টের ব্যাটে । 23 বলে 33 রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ 23 বলে অপরাজিত 26 রান করেন ভেঙ্কটেশ আইয়ার ৷ 16.3 ওভারেই জয়ের হাসি হাসে বেতাজ বাদশার দল । সৌরভ, দর্শনা যেদিন মাঠে যান সেদিন জেতেনি কেকেআর । পরাস্ত হয়েছিল পঞ্জাবের কাছে । সেদিন গ্যালারিতে বেশ চিন্তিত দেখাচ্ছিল দর্শনাকে । তবে, গ্যালারিতে কেকেআর-এর পতাকা ওড়াতে ভোলেননি অভিনেতা দম্পতি । ছবি তুলেছেন ভক্তদের সঙ্গে । সেই সবই তাঁরা ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে ।

উল্লেখ্য, সম্প্রতি 'সেলেব্রিটি ক্রিকেট লিগ' (সিসিএল)-এ জয়ী হয়েছে 'বেঙ্গল টাইগার্স' টিম । যে টিমের অধিনায়ক যিশু সেনগুপ্ত । ফাইনাল ম্যাচে তারা কর্নাটক বুলডোজারের বিরুদ্ধে জয়লাভ করে ।

আরও পড়ুন:

  1. ব্যাট হাতে সল্টের 'দাদাগিরি'তে ইডেনে গো-হারা সৌরভের দিল্লি
  2. সৌরভ-আবাহনে দিল্লিকে বাড়তে দিল না নাইটরা, জয়ে ফিরতে কলকাতার চাই 154 \
  3. পন্তদের বিরুদ্ধে স্টার্কের প্রত্যাবর্তন, টস হেরে ইডেনে রান তাড়া নাইটদের

কলকাতা, 30 এপ্রিল: কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে ইডেনে বসল তারকার হাট ৷ নায়িকা থেকে গায়িকা, ক্রিকেটের নন্দনকাননে কেকেআরের জয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন সবাই ৷ সেই উন্মাদনার ছবি নিজেদের সোশাল হ্যান্ডেলে তাঁরা ভাগ করে নিয়েছেন ৷

বাংলার তারকাদের মধ্যে ক্রীড়াপ্রেম কম নয় । সুযোগ পেলেই ইডেনে হোক বা যুবভারতী ক্রীড়াঙ্গণে - তাঁদের আনাগোনা সুনিশ্চিত । বেশ খানিকটা পিছনে তাকালে মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় - খেলার মাঠে নিত্য যাতায়াত ছিল তাঁদের ।

এই প্রজন্মেও সেই ধারাবাহিকতা অটুট । ফুটবল হোক বা ক্রিকেট উন্মাদনায় খামতি নেই রুপোলি পর্দার তারকাদের । ফুটবল বিশ্বকাপ দেখতে পাড়ি দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে অদিতি মুন্সি, অর্কজা আচার্য । আর শহরের মাটিতে খেলা হলে তো কথাই নেই । এ বারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন সৌরভ দাস এবং তাঁর অভিনেত্রী সহধর্মিণী দর্শনা বণিক । গতকাল হাজির হন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন । হাজির ছিলেন ইমন চক্রবর্তী, পৌষালি বন্দ্যোপাধ্যায়ের মতো গায়িকারাও । সুরকার স্বামী নীলাঞ্জনকে নিয়ে ইমন গিয়েছিলেন 'কলকাতা নাইট রাইডার্স'-এর খেলা দেখতে । গ্যালারিতে দেখা গিয়েছে অভিনেত্রী গার্গী রায়চৌধুরীকেও ৷

ঐন্দ্রিলা কেকেআর-এর পতাকা হাতে নিয়ে ছবি শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে । তিনি লিখেছেন, "প্রথমবারেই দারুণ অভিজ্ঞতা হল ইডেনে গিয়ে ।" পৌষালি লিখেছেন, "আমার ইডেনে খেলা দেখা সার্থক ।" কারণটা খুব স্বাভাবিক । গতকাল অর্থাৎ সোমবারের ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে দিল্লিকে 7 উইকেটে উড়িয়ে দিয়েছে পার্পল ব্রিগেড ৷ তখনও বাকি 21 বল । 33 বলে ঝোড়ো 68 রান এসেছে ইংরেজ ওপেনার ফিল সল্টের ব্যাটে । 23 বলে 33 রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ 23 বলে অপরাজিত 26 রান করেন ভেঙ্কটেশ আইয়ার ৷ 16.3 ওভারেই জয়ের হাসি হাসে বেতাজ বাদশার দল । সৌরভ, দর্শনা যেদিন মাঠে যান সেদিন জেতেনি কেকেআর । পরাস্ত হয়েছিল পঞ্জাবের কাছে । সেদিন গ্যালারিতে বেশ চিন্তিত দেখাচ্ছিল দর্শনাকে । তবে, গ্যালারিতে কেকেআর-এর পতাকা ওড়াতে ভোলেননি অভিনেতা দম্পতি । ছবি তুলেছেন ভক্তদের সঙ্গে । সেই সবই তাঁরা ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে ।

উল্লেখ্য, সম্প্রতি 'সেলেব্রিটি ক্রিকেট লিগ' (সিসিএল)-এ জয়ী হয়েছে 'বেঙ্গল টাইগার্স' টিম । যে টিমের অধিনায়ক যিশু সেনগুপ্ত । ফাইনাল ম্যাচে তারা কর্নাটক বুলডোজারের বিরুদ্ধে জয়লাভ করে ।

আরও পড়ুন:

  1. ব্যাট হাতে সল্টের 'দাদাগিরি'তে ইডেনে গো-হারা সৌরভের দিল্লি
  2. সৌরভ-আবাহনে দিল্লিকে বাড়তে দিল না নাইটরা, জয়ে ফিরতে কলকাতার চাই 154 \
  3. পন্তদের বিরুদ্ধে স্টার্কের প্রত্যাবর্তন, টস হেরে ইডেনে রান তাড়া নাইটদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.