ETV Bharat / entertainment

ধর্ষণ-যৌন হেনস্থার অভিযোগ, সিপিএম নেতা-সহ তিন অভিনেতার বিরুদ্ধে তদন্তে পুলিশ - Hema Committee Report

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 28, 2024, 2:01 PM IST

Hema Committee report on Malayalam film industry: মালয়লম ফিল্ম ইন্ডাষ্ট্রির অবস্থা খুব খারাপ ৷ এবার এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মালায়লাম অভিনেতা সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের মামলা নথিভুক্ত করেছে পুলিশ ৷ বিচারপতি হেমা কমিটির রিপোর্টের পরে একের পর ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে সরব অভিনেত্রী-শিল্পীরা ৷

Hema Committee report on Malayalam film industry
ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ অভিনেতাদের বিরুদ্ধে (ইটিভি ভারত)

তিরুবনন্তপুরম, 28 অগস্ট: হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পর বিনোদন জগতে নির্যাতিত অভিনেত্রীরা মুখ খুলতে শুরু করেছেন ৷ এবার মালয়লম অভিনেতা সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ ৷ এক অভিনেত্রীর অভিযোগের পরেই সিদ্দিকীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে পুলিশ ৷ জানা গিয়েছে, 16 বছর আগে ওই অভিনেতা তাঁর উপর যৌন নিপীড়ন করেছিল ৷ পাশাপাশি, কেরালাতে ঝড় তুলেছে মিটু আন্দোলন ৷ অভিনেতা জয়সূর্যর বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে ৷ অন্যদিকে, অভিনেতা তথা রাজনীতিবিদ মুকেশের বিরুদ্ধে একই অভিযোগ ওঠায়, ফিল্ম পলিসি কমিটি থেকে সরে যেতে বাধ্য হয়েছেন ৷

ভারতীয় ন্যায় সংহিতার 376 ধারা (ধর্ষণ) ও 506 (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় অভিনেতা সিদ্দিকীর বিরুদ্ধে মিউজিয়াম পুলিশ স্টেশনে মামলা দায়ের হয়েছে ৷ মালয়লম ফিল্ম ইন্ডাষ্ট্রিতে এই ঘটনা সামনে আসার পর বড় প্রভাব পড়েছে ৷ রঞ্জিতের পর সিদ্দিকী যথেষ্ট পরিচিত ও জনপ্রিয় তারকা ৷ হাই প্রোফাইল ব্যক্তিত্বদের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো অভিযোগ সামনে আসায় মুখ পুড়েছে মালয়লম বিনোদন জগতের ৷ 2009 সালে একই ঘটনার শিকার হন বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ সেই অভিযোগ সামনে আসতেই কেরালা চালচিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে ইস্তাফা দেন পরিচালক রঞ্জিত ৷ ইতিমধ্যেই সিদ্দিকী অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টস (AMMA) সংগঠনের জেনারেল সেক্রেটারি পদ থেকে সরে গিয়েছেন ৷

অভিনেতা জয়সূর্যের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে ৷ রিপোর্ট অনুযায়ী, 2013 সালে 'থুডুপুঝা'য় ছবির শুটিংয়ের সময় অভিনেতা জয়সূর্য এক অভিনেত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ৷ জি পুংঝালি আইপিএস এবং ঐশ্বরিয়া ডনক্রে আইপিএসের নেতৃত্বে তদন্ত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ ইতিমধ্যেই অভিযোগকারীনির বিবৃতি রেকর্ড করা হয়েছে ৷ এর আগে আরও এক অভিনেত্রী জয়সূর্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি জানিয়েছেন 2008 সালে এক ছবির শুটে জয়সূর্য তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেন ও কিস করেন ৷ এমনকী, অভিনেত্রীকে ফ্ল্যাটেও আসতে বলেন বলে অভিযোগ ৷

অভিনেত্রীদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন অভিনেতা তথা সিপিআইএম বিধায়ক মুকেশ ৷ তিনি কোল্লামে দু'বারের বিধায়ক ৷ সিনিয়র সিপিআই নেত্রী অ্যানি রাজা ইতিমধ্যেই দু'বারের জয়ী বিধায়ককে পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন ৷ পাশাপাশি তদন্তে সাহায্য করতে বলেছেন ৷ অভিযোগ উঠতেই বিরোধীদের চাপে ফিল্ম পলিসি মেকিং কমিটি থেকেও পদত্যাগ করেছেন মুকেশ ৷ হেমা কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি ফিল্ম নীতি-নির্ধারণ কমিটিতে বর্তমানে নেতৃত্বে থাকবেন শাজি এন করুণ ৷ তাঁর সঙ্গে থাকবেন মঞ্জু ওয়ারিয়ার, পরিচালক বি. উন্নীকৃষ্ণান এবং পদ্মপ্রিয়ার মতো বিশিষ্ট সদস্যরা ।

তিরুবনন্তপুরম, 28 অগস্ট: হেমা কমিটির রিপোর্ট সামনে আসার পর বিনোদন জগতে নির্যাতিত অভিনেত্রীরা মুখ খুলতে শুরু করেছেন ৷ এবার মালয়লম অভিনেতা সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ ৷ এক অভিনেত্রীর অভিযোগের পরেই সিদ্দিকীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে পুলিশ ৷ জানা গিয়েছে, 16 বছর আগে ওই অভিনেতা তাঁর উপর যৌন নিপীড়ন করেছিল ৷ পাশাপাশি, কেরালাতে ঝড় তুলেছে মিটু আন্দোলন ৷ অভিনেতা জয়সূর্যর বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে ৷ অন্যদিকে, অভিনেতা তথা রাজনীতিবিদ মুকেশের বিরুদ্ধে একই অভিযোগ ওঠায়, ফিল্ম পলিসি কমিটি থেকে সরে যেতে বাধ্য হয়েছেন ৷

ভারতীয় ন্যায় সংহিতার 376 ধারা (ধর্ষণ) ও 506 (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় অভিনেতা সিদ্দিকীর বিরুদ্ধে মিউজিয়াম পুলিশ স্টেশনে মামলা দায়ের হয়েছে ৷ মালয়লম ফিল্ম ইন্ডাষ্ট্রিতে এই ঘটনা সামনে আসার পর বড় প্রভাব পড়েছে ৷ রঞ্জিতের পর সিদ্দিকী যথেষ্ট পরিচিত ও জনপ্রিয় তারকা ৷ হাই প্রোফাইল ব্যক্তিত্বদের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো অভিযোগ সামনে আসায় মুখ পুড়েছে মালয়লম বিনোদন জগতের ৷ 2009 সালে একই ঘটনার শিকার হন বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ সেই অভিযোগ সামনে আসতেই কেরালা চালচিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে ইস্তাফা দেন পরিচালক রঞ্জিত ৷ ইতিমধ্যেই সিদ্দিকী অ্যাসোসিয়েশন অফ মালয়লম মুভি আর্টিস্টস (AMMA) সংগঠনের জেনারেল সেক্রেটারি পদ থেকে সরে গিয়েছেন ৷

অভিনেতা জয়সূর্যের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে ৷ রিপোর্ট অনুযায়ী, 2013 সালে 'থুডুপুঝা'য় ছবির শুটিংয়ের সময় অভিনেতা জয়সূর্য এক অভিনেত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ৷ জি পুংঝালি আইপিএস এবং ঐশ্বরিয়া ডনক্রে আইপিএসের নেতৃত্বে তদন্ত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ ইতিমধ্যেই অভিযোগকারীনির বিবৃতি রেকর্ড করা হয়েছে ৷ এর আগে আরও এক অভিনেত্রী জয়সূর্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি জানিয়েছেন 2008 সালে এক ছবির শুটে জয়সূর্য তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেন ও কিস করেন ৷ এমনকী, অভিনেত্রীকে ফ্ল্যাটেও আসতে বলেন বলে অভিযোগ ৷

অভিনেত্রীদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন অভিনেতা তথা সিপিআইএম বিধায়ক মুকেশ ৷ তিনি কোল্লামে দু'বারের বিধায়ক ৷ সিনিয়র সিপিআই নেত্রী অ্যানি রাজা ইতিমধ্যেই দু'বারের জয়ী বিধায়ককে পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন ৷ পাশাপাশি তদন্তে সাহায্য করতে বলেছেন ৷ অভিযোগ উঠতেই বিরোধীদের চাপে ফিল্ম পলিসি মেকিং কমিটি থেকেও পদত্যাগ করেছেন মুকেশ ৷ হেমা কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি ফিল্ম নীতি-নির্ধারণ কমিটিতে বর্তমানে নেতৃত্বে থাকবেন শাজি এন করুণ ৷ তাঁর সঙ্গে থাকবেন মঞ্জু ওয়ারিয়ার, পরিচালক বি. উন্নীকৃষ্ণান এবং পদ্মপ্রিয়ার মতো বিশিষ্ট সদস্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.