ETV Bharat / entertainment

শুটিং করে বাড়ি ফেরার পথে উলটে গেল সাহেব ভট্টাচার্যের গাড়ি ! কেমন আছেন অভিনেতা? - Shaheb Bhattacherjee Car Accident - SHAHEB BHATTACHERJEE CAR ACCIDENT

Shaheb Bhattacherjee's Car Overturned: জোকা থেকে ‘কথা’ ধারাবাহিকের শুটিং সেরে ফেরার পথে গাড়ি উলটে আহত হলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। এই দুর্ঘটনায় গুরুতর জখম হন সাহেবের সহকারী। এখন কেমন আছেন অভিনেতা ?

Shaheb Bhattacherjee
দুর্ঘটনার কবলে অভিনেতা সাহেব ভট্টাচার্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 8:12 AM IST

কলকাতা, 25 অগস্ট: শুটিংয়ের কাজ সেরে বাড়ি ফেরার পথে গাড়ি উলটে আহত হলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। শুক্রবার রাতে জেমস লং সরণি এলাকায় ঘটনাটি ঘটে। শনিবার এই অভিনেতার দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে ।

জানা গিয়েছে, জোকা থেকে ‘কথা’ ধারাবাহিকের শুটিং সেরে অ্যাপ ক্যাব বুক করে বাড়ি ফিরছিলেন সাহেব। জেমস লং সরণীতে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে অভিনেতার ক্যাবটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় । গাড়ির দরজা ভেঙে বের করা হয় অভিনেতাকে । এই দুর্ঘটনায় গুরুতর জখম হন সাহেবের সহকারী। গাড়ির কাচ ভেঙে তাঁর হাতে আঘাত লেগে গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে । দু'জনকেই চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর অভিনেতাকে ছেড়ে দেওয়া হলেও তাঁর সহকারী সেখানে চিকিৎসাধীন ছিলেন ৷ অভিনেতা জানান, তাঁর সহকারীকেও এখন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ ইটিভি ভারতকে সাহেব ভট্টাচার্য জানিয়েছেন, "খুব জোর বেঁচে গিয়েছি এই যাত্রায় ৷ কিছু হয়নি আমার ।"

দুর্ঘটনায় তাঁর চোট তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন সাহেব । তিনি জানান, দুর্ঘটনার পর তাঁর শুটিংয়ের ব্যাগ, দু'টো মোবাইল ফোন... কিছুই খুঁজে পাচ্ছিলেন না তিনি ৷ ঘটনার আকস্মিকতায় হতভম্ভ হয়ে গিয়েছিলেন তিনি ৷ কিন্তু, স্থানীয় মানুষজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন ৷ জিনিসপত্রগুলিও খুঁজে দেন তাঁরাই ৷ এই ঘটনায় স্থানীয় মানুষের ভূমিকার প্রশংসা করেন সাহেব ভট্টাচার্য। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। অভিনেতা নিজে থেকে পুলিশে কোনও রকম অভিযোগ জানাননি । তবে, শহরের অ্যাপ ক্যাব পরিষেবার সুরক্ষার মান নিয়েও প্রশ্ন তোলেন সাহেব ।

কলকাতা, 25 অগস্ট: শুটিংয়ের কাজ সেরে বাড়ি ফেরার পথে গাড়ি উলটে আহত হলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। শুক্রবার রাতে জেমস লং সরণি এলাকায় ঘটনাটি ঘটে। শনিবার এই অভিনেতার দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে ।

জানা গিয়েছে, জোকা থেকে ‘কথা’ ধারাবাহিকের শুটিং সেরে অ্যাপ ক্যাব বুক করে বাড়ি ফিরছিলেন সাহেব। জেমস লং সরণীতে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে অভিনেতার ক্যাবটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় । গাড়ির দরজা ভেঙে বের করা হয় অভিনেতাকে । এই দুর্ঘটনায় গুরুতর জখম হন সাহেবের সহকারী। গাড়ির কাচ ভেঙে তাঁর হাতে আঘাত লেগে গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে । দু'জনকেই চিকিৎসার জন্য বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর অভিনেতাকে ছেড়ে দেওয়া হলেও তাঁর সহকারী সেখানে চিকিৎসাধীন ছিলেন ৷ অভিনেতা জানান, তাঁর সহকারীকেও এখন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ ইটিভি ভারতকে সাহেব ভট্টাচার্য জানিয়েছেন, "খুব জোর বেঁচে গিয়েছি এই যাত্রায় ৷ কিছু হয়নি আমার ।"

দুর্ঘটনায় তাঁর চোট তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন সাহেব । তিনি জানান, দুর্ঘটনার পর তাঁর শুটিংয়ের ব্যাগ, দু'টো মোবাইল ফোন... কিছুই খুঁজে পাচ্ছিলেন না তিনি ৷ ঘটনার আকস্মিকতায় হতভম্ভ হয়ে গিয়েছিলেন তিনি ৷ কিন্তু, স্থানীয় মানুষজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন ৷ জিনিসপত্রগুলিও খুঁজে দেন তাঁরাই ৷ এই ঘটনায় স্থানীয় মানুষের ভূমিকার প্রশংসা করেন সাহেব ভট্টাচার্য। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। অভিনেতা নিজে থেকে পুলিশে কোনও রকম অভিযোগ জানাননি । তবে, শহরের অ্যাপ ক্যাব পরিষেবার সুরক্ষার মান নিয়েও প্রশ্ন তোলেন সাহেব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.