ETV Bharat / entertainment

বক্স অফিসে ঝোড়ো ইনিংস 'স্ত্রী 2'র, তৃতীয় দিনের কালেকশনে 'ভেদা'কে পিছনে ফেলল 'খেল খেল মেঁ' - Box Office Collection - BOX OFFICE COLLECTION

Stree 2, Vedaa and Khel Khel Mein Box Office: বক্সঅফিস কালেকশন বলছে, তিনদিনে ঝোড়ো ইনিংস খেলেছে 'স্ত্রী 2' ৷ তবে এই ছবিকে ছুঁতে ঢের দেরি 'ভেদা' ও 'খেল খেল মেঁ'র ৷ যদিও জন আব্রাহাম অভিনীত 'ভেদা'কে তৃতীয় দিনের কালেকশনে পিছনে ফেলল অক্ষয় কুমারের 'খেলা খেল মেঁ' ৷

Box Office collection
তিনটে হিন্দি ছবির বক্স অফিস কালেকশন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 9:01 PM IST

হায়দরাবাদ, 18 অগস্ট: রাত পোহালেই রাখিবন্ধন উৎসব ৷ রাখির কথা মাথায় রেখে স্বাধীনতা দিবসের দিন বলিউডে মুক্তি পেয়েছে তিনটে বিগ বাজেট ফিল্ম ৷ সপ্তাহান্তে একে অপরকে টাফ কম্পিটিশন দিচ্ছে 'স্ত্রী 2', 'খেল খেল মেঁ' ও 'ভেদা' ৷ বক্স অফিসে যাকে বলে সাপ সিঁড়ির খেলা চলছে ৷ আজ এই সিনেমা ভালো করে তা কাল আরেকজন ৷ রবিবারের রিপোর্ট কার্ড বলছে, মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপিয়ে খেলছে 'স্ত্রী 2' ৷

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শক ৷ সেদিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে অক্ষয় কুমার অভিনীত 'খেল খেল মেঁ' ৷ যদিও তৃতীয় দিনের বক্স অফিস কালেকশনে 'ভেদা'কে ছাপিয়ে গিয়ে 'খেল খেল মেঁ' দ্বিতীয় স্থান দখল করেছে ৷

স্ত্রী 2-এর তৃতীয় দিনের পর কালেকশন

অমর কৌশিক দ্বারা পরিচালিত 'স্ত্রী 2' প্রথম তিন দিনে 135.7 কোটি টাকার ব্যবসা করেছে ৷ 'স্ত্রী 2' অগ্রিম বুকিংয়ে 5.50 লক্ষেরও বেশি টিকিট বিক্রি করে 20 কোটির বেশি আয় করেছিল ৷ ছবিটি প্রিভিউতে আয় করেছে 8.5 কোটি টাকা ৷ ছবিটি প্রথম দিনে 51.8 কোটি টাকা, তারপরে শুক্রবার 31.4 কোটি টাকা এবং শনিবার 44 কোটি নিজের ঝুলিতে ভরেছে ৷

'খেল খেল মেঁ' তৃতীয় দিনের পর কালেকশন

অন্যদিকে 'খেল খেল মেঁ' ও 'ভেদা' প্রথম দিন ভালো ব্যবসা করলেও স্ত্রী 2-এর কাছে পৌঁছনোর জন্য লড়াই জারি রয়েছে তাদের । 'খেল খেল মেঁ' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন বাণী কাপুর এবং তাপসী পান্নু ৷ প্রথম তিন দিনে আনুমানিক 9.95 কোটি টাকা আয় করেছে এই ছবি । যেখানে প্রথম দিনে 5.05 কোটি টাকা ব্যবসা করেছিল 'খেল খেল মেঁ' ৷ কিন্তু দ্বিতীয় দিনে আয় কমে 2.05 কোটি টাকা হয়েছে ৷ তবে শনিবার কমেডি-ড্রামাটি 2.85 কোটি টাকা আয়ের সঙ্গেই বক্স অফিসে 'ভেদা'কে পিছনে ফেলেছে ।

ভেদা'র তৃতীয় দিনের পর কালেকশন

জন আব্রাহাম এবং শর্বরী ওয়াঘ অভিনীত 'ভেদা'র তিন দিনের ব্যবসার পর আয় দাঁড়িয়েছে 10.5 কোটি টাকা । প্রথম দিনে ছবিটির আয় ছিল 6.3 কোটি টাকা, দ্বিতীয় দিনে 1.8 কোটি টাকা এবং শনিবার আনুমানিক 2.4 কোটি টাকা ব্যবসা করে এই ছবি ৷ তবে সবে শুরু, এখন বক্স অফিসে যুদ্ধ জারি থাকবে ৷ শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার অপেক্ষা ৷

হায়দরাবাদ, 18 অগস্ট: রাত পোহালেই রাখিবন্ধন উৎসব ৷ রাখির কথা মাথায় রেখে স্বাধীনতা দিবসের দিন বলিউডে মুক্তি পেয়েছে তিনটে বিগ বাজেট ফিল্ম ৷ সপ্তাহান্তে একে অপরকে টাফ কম্পিটিশন দিচ্ছে 'স্ত্রী 2', 'খেল খেল মেঁ' ও 'ভেদা' ৷ বক্স অফিসে যাকে বলে সাপ সিঁড়ির খেলা চলছে ৷ আজ এই সিনেমা ভালো করে তা কাল আরেকজন ৷ রবিবারের রিপোর্ট কার্ড বলছে, মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপিয়ে খেলছে 'স্ত্রী 2' ৷

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শক ৷ সেদিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে অক্ষয় কুমার অভিনীত 'খেল খেল মেঁ' ৷ যদিও তৃতীয় দিনের বক্স অফিস কালেকশনে 'ভেদা'কে ছাপিয়ে গিয়ে 'খেল খেল মেঁ' দ্বিতীয় স্থান দখল করেছে ৷

স্ত্রী 2-এর তৃতীয় দিনের পর কালেকশন

অমর কৌশিক দ্বারা পরিচালিত 'স্ত্রী 2' প্রথম তিন দিনে 135.7 কোটি টাকার ব্যবসা করেছে ৷ 'স্ত্রী 2' অগ্রিম বুকিংয়ে 5.50 লক্ষেরও বেশি টিকিট বিক্রি করে 20 কোটির বেশি আয় করেছিল ৷ ছবিটি প্রিভিউতে আয় করেছে 8.5 কোটি টাকা ৷ ছবিটি প্রথম দিনে 51.8 কোটি টাকা, তারপরে শুক্রবার 31.4 কোটি টাকা এবং শনিবার 44 কোটি নিজের ঝুলিতে ভরেছে ৷

'খেল খেল মেঁ' তৃতীয় দিনের পর কালেকশন

অন্যদিকে 'খেল খেল মেঁ' ও 'ভেদা' প্রথম দিন ভালো ব্যবসা করলেও স্ত্রী 2-এর কাছে পৌঁছনোর জন্য লড়াই জারি রয়েছে তাদের । 'খেল খেল মেঁ' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন বাণী কাপুর এবং তাপসী পান্নু ৷ প্রথম তিন দিনে আনুমানিক 9.95 কোটি টাকা আয় করেছে এই ছবি । যেখানে প্রথম দিনে 5.05 কোটি টাকা ব্যবসা করেছিল 'খেল খেল মেঁ' ৷ কিন্তু দ্বিতীয় দিনে আয় কমে 2.05 কোটি টাকা হয়েছে ৷ তবে শনিবার কমেডি-ড্রামাটি 2.85 কোটি টাকা আয়ের সঙ্গেই বক্স অফিসে 'ভেদা'কে পিছনে ফেলেছে ।

ভেদা'র তৃতীয় দিনের পর কালেকশন

জন আব্রাহাম এবং শর্বরী ওয়াঘ অভিনীত 'ভেদা'র তিন দিনের ব্যবসার পর আয় দাঁড়িয়েছে 10.5 কোটি টাকা । প্রথম দিনে ছবিটির আয় ছিল 6.3 কোটি টাকা, দ্বিতীয় দিনে 1.8 কোটি টাকা এবং শনিবার আনুমানিক 2.4 কোটি টাকা ব্যবসা করে এই ছবি ৷ তবে সবে শুরু, এখন বক্স অফিসে যুদ্ধ জারি থাকবে ৷ শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার অপেক্ষা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.