ETV Bharat / entertainment

বম্বে হাইকোর্টেও মিলল না ছাড়পত্র, আপাতত অনিশ্চিত কঙ্গনার 'ইমার্জেন্সি'র মুক্তি - Kangana Ranaut Emergency - KANGANA RANAUT EMERGENCY

Bombay HC Refuses to Intervention in Kangana Ranaut's Emergency: চেষ্টা করেও ব্যর্থ ৷ মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশের উপর হস্তক্ষেপ করল না বম্বে হাইকোর্ট ৷ ফলে অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউতের ফিল্ম 'ইমার্জেন্সি'র মুক্তি পিছিয়ে গেল ৷ আদালত জানিয়ে দিল, তারা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সরবোর্ডকে কোনও নির্দেশ দেবে না ৷

Kangana Ranaut's Emergency
কঙ্গনার 'ইমার্জেন্সি' নিয়ে হস্তক্ষেপ করল না বম্বে হাইকোর্ট ৷ (ছবি- ফিল্ম পোস্টার)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 7:51 PM IST

মুম্বই, 4 সেপ্টেম্বর: বম্বে হাইকোর্টে ধাক্কা খেল কঙ্গনা রানাউতের আসন্ন ফিল্ম 'ইমার্জেন্সি' ৷ আদালত জানিয়ে দিল, তারা এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না ৷ বলে দেওয়া হয়েছে, বম্বে হাইকোর্ট সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সরবোর্ডকে ছবির মুক্তি সংক্রান্ত কোনও নির্দেশ দেবে না ৷

উল্লেখ্য়, সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট সেন্সরবোর্ডকে নির্দেশ দিয়েছিল, এই ছবির দৃশ্য ও বক্তব্য নিয়ে যে আপত্তি উঠেছে, তার যথাযথ পুনর্মূল্যায়ন করে তারপর যেন ছাড়পত্র দেওয়া হয় ৷ আগামী 6 সেপ্টেম্বর শুক্রবার 'ইমার্জেন্সি' মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু, আজ বম্বে হাইকোর্টের নির্দেশের পর, ছবির প্রিমিয়ার দু’সপ্তাহ পিছিয়ে গেল ৷ বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সিবিএফসি এই ছবির বিরুদ্ধে ওঠা আপত্তিগুলির সমাধান করবে এবং 18 সেপ্টেম্বরের মধ্যে একে ছাড়পত্র দেবে ৷

কঙ্গনা রানাওয়াত অভিনীত ও তাঁর পরিচালিত 'ইমার্জেন্সি'র ছাড়পত্রের জন্য বম্বে হাইকোর্টে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা 'জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইসেস' ৷ আবেদনে বলা হয়েছিল, সিবিএফসি শংসাপত্র দেওয়ার জন্য প্রস্তুত ছিল ৷ কিন্তু, ছবিটি মুক্তির পরে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কা থেকে তা আটকে রাখা হয়েছে ৷ বুধবার, বম্বে হাইকোর্টের বিচারপতি বিপি কোলাবাওয়ালা এবং ফিরদৌস পুনিওয়ালার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ছবিটি মুক্তির শংসাপত্রটি সত্যিই প্রস্তুত ছিল ৷ কিন্তু, তা দেওয়া হয়নি ৷

এনিয়ে ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে, একবার শংসাপত্রটি অনলাইনে প্রকাশ করা হয়েছিল ৷ যা নিয়ে সিবিএফসি আদালতে দাবি করে, ওই শংসাপত্র পরবর্তী সময়ে স্থগিত করা হয় ৷ কারণ তাতে চেয়ারপার্সনের যে সই তা ভুল ছিল ৷ আদালতের এদিন পর্যবেক্ষণ, যদি মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশ না-থাকত, তাহলে বম্বে হাইকোর্ট সেন্সরবোর্ডকে ছবি মুক্তির জন্য ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিত ৷

মুম্বই, 4 সেপ্টেম্বর: বম্বে হাইকোর্টে ধাক্কা খেল কঙ্গনা রানাউতের আসন্ন ফিল্ম 'ইমার্জেন্সি' ৷ আদালত জানিয়ে দিল, তারা এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না ৷ বলে দেওয়া হয়েছে, বম্বে হাইকোর্ট সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সরবোর্ডকে ছবির মুক্তি সংক্রান্ত কোনও নির্দেশ দেবে না ৷

উল্লেখ্য়, সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট সেন্সরবোর্ডকে নির্দেশ দিয়েছিল, এই ছবির দৃশ্য ও বক্তব্য নিয়ে যে আপত্তি উঠেছে, তার যথাযথ পুনর্মূল্যায়ন করে তারপর যেন ছাড়পত্র দেওয়া হয় ৷ আগামী 6 সেপ্টেম্বর শুক্রবার 'ইমার্জেন্সি' মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু, আজ বম্বে হাইকোর্টের নির্দেশের পর, ছবির প্রিমিয়ার দু’সপ্তাহ পিছিয়ে গেল ৷ বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সিবিএফসি এই ছবির বিরুদ্ধে ওঠা আপত্তিগুলির সমাধান করবে এবং 18 সেপ্টেম্বরের মধ্যে একে ছাড়পত্র দেবে ৷

কঙ্গনা রানাওয়াত অভিনীত ও তাঁর পরিচালিত 'ইমার্জেন্সি'র ছাড়পত্রের জন্য বম্বে হাইকোর্টে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা 'জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইসেস' ৷ আবেদনে বলা হয়েছিল, সিবিএফসি শংসাপত্র দেওয়ার জন্য প্রস্তুত ছিল ৷ কিন্তু, ছবিটি মুক্তির পরে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কা থেকে তা আটকে রাখা হয়েছে ৷ বুধবার, বম্বে হাইকোর্টের বিচারপতি বিপি কোলাবাওয়ালা এবং ফিরদৌস পুনিওয়ালার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ছবিটি মুক্তির শংসাপত্রটি সত্যিই প্রস্তুত ছিল ৷ কিন্তু, তা দেওয়া হয়নি ৷

এনিয়ে ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে, একবার শংসাপত্রটি অনলাইনে প্রকাশ করা হয়েছিল ৷ যা নিয়ে সিবিএফসি আদালতে দাবি করে, ওই শংসাপত্র পরবর্তী সময়ে স্থগিত করা হয় ৷ কারণ তাতে চেয়ারপার্সনের যে সই তা ভুল ছিল ৷ আদালতের এদিন পর্যবেক্ষণ, যদি মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশ না-থাকত, তাহলে বম্বে হাইকোর্ট সেন্সরবোর্ডকে ছবি মুক্তির জন্য ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.