ETV Bharat / entertainment

মাঝরাস্তায় 'ডাকাতিয়া বাঁশি'র তালে বৃষ্টিস্নাত কৌশানী! অবাক শহরবাসী - Dakatiya Banshi Song

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 26, 2024, 1:24 PM IST

Bohurupi Songs Promotion: প্রযোজনা সংস্থা উইন্ডোজ তাদের আগামী ছবি 'বহুরূপী'র গানের প্রোমোশনে তাক লাগল দর্শকদের ৷ ভিড়ে ঠাসা ব্যস্ত নিউমার্কেট চত্বরে কৌশানীর উত্তাল নাচ দেখার মতো ৷

Bohurupi Songs Promotion
'ডাকাতিয়া বাঁশি'র সুরে ভিজলেন কৌশানী (PR Handout)

কলকাতা, 26 সেপ্টেম্বর: বাইরে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে ৷ নিউমার্কেটের রাস্তায় অনেকেই তখন মাথা বাঁচাতে ব্যস্ত ৷ এমন সময়েই মেরুন রঙের শিফন শাড়িতে বৃষ্টিস্নাত কৌশানি প্রেমভাবে মগ্ন ৷ 'ডাকাতিয়া বাঁশি'র সুরে আনমনেই যেন দুলে উঠল কোমর ৷ এইভাবেই বহুরূপী গানের প্রোমোশনের সাক্ষী থাকল শহর কলকাতার ব্যস্তময় মার্কেট ৷

বনি সেনগুপ্তের সুরে অনিন্দ্য বোস ও ননীচোরা দাস বাউলের লেখনীতে বুধবারের সন্ধ্যাটা অন্যরকমভাবে কাটল নিউমার্কেট চত্বরে থাকা শহরবাসীর ৷ কৌশানী মুখোপাধ্যায়ের এই গানে কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস, ননীচোরা দাস বাউল ও বনি চক্রবর্তী ৷ বৃষ্টিতে সিক্ত নায়িকাকে দেখে জনতার চক্ষু চড়কগাছ।

রাস্তার মাঝে কৌশানীর নাচ (ইটিভি ভারত)

স্বাভাবিকভাবেই ভিড় জমে যায় অভিনেত্রীকে ঘিরে ৷ শুধু তাই নয়, নায়িকাকে ঘিরে নাচতে দেখা যায় এক ঝাঁক বহুরূপীদের। বৃষ্টি উপেক্ষা করে 'ডাকাতিয়া বাঁশি'র গানে ছবির ঝিমলি অর্থাৎ কৌশানি ৷ গানটিতে হরেক রকমের বাদ্যযন্ত্রের ব্যবহার রয়েছে। যেমন দোতারা, সুফিয়া, বাংলা ঢোল, মাদল, দুবকি, করতাল। কোরিওগ্রাফি করেছেন মঙ্গেশ খেদেকার।

Dakatiya Banshi
'বহুরূপী' সিনেমার গানের প্রোমোশন (PR Handout)

এই ছবি কৌশানির কাছে দারুণ স্পেশাল তা আগেই ইটিভি ভারতকে জানিয়েছিলেন। তিনি বলেন, "অভিনেত্রী হিসেবে এটা আমার একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন। উইন্ডোজের সঙ্গে এটা আমার প্রথম কাজ। সবথেকে বড় কথা হল, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের মতো দু'জন ফিল্ম মেকারের সঙ্গে প্রথম কাজ। ওঁদের সঙ্গে কাজ করার স্বপ্ন যে কোনও অভিনেতাই দেখে। ইন্ডাস্ট্রিতে আসার পর আটটা বছর লেগে গেল ওঁদের সঙ্গে কাজ করতে। তবু তো হল।"

Dakatiya Banshi Songs
'ডাকাতিয়া বাঁশি'র তালে কৌশানী (PR Handout)

8 অক্টোবর পুজোর মধ্যেই রিলিজ করছে 'বহুরূপী'। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য৷ রেশমি সেন, নীল মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।

কলকাতা, 26 সেপ্টেম্বর: বাইরে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে ৷ নিউমার্কেটের রাস্তায় অনেকেই তখন মাথা বাঁচাতে ব্যস্ত ৷ এমন সময়েই মেরুন রঙের শিফন শাড়িতে বৃষ্টিস্নাত কৌশানি প্রেমভাবে মগ্ন ৷ 'ডাকাতিয়া বাঁশি'র সুরে আনমনেই যেন দুলে উঠল কোমর ৷ এইভাবেই বহুরূপী গানের প্রোমোশনের সাক্ষী থাকল শহর কলকাতার ব্যস্তময় মার্কেট ৷

বনি সেনগুপ্তের সুরে অনিন্দ্য বোস ও ননীচোরা দাস বাউলের লেখনীতে বুধবারের সন্ধ্যাটা অন্যরকমভাবে কাটল নিউমার্কেট চত্বরে থাকা শহরবাসীর ৷ কৌশানী মুখোপাধ্যায়ের এই গানে কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস, ননীচোরা দাস বাউল ও বনি চক্রবর্তী ৷ বৃষ্টিতে সিক্ত নায়িকাকে দেখে জনতার চক্ষু চড়কগাছ।

রাস্তার মাঝে কৌশানীর নাচ (ইটিভি ভারত)

স্বাভাবিকভাবেই ভিড় জমে যায় অভিনেত্রীকে ঘিরে ৷ শুধু তাই নয়, নায়িকাকে ঘিরে নাচতে দেখা যায় এক ঝাঁক বহুরূপীদের। বৃষ্টি উপেক্ষা করে 'ডাকাতিয়া বাঁশি'র গানে ছবির ঝিমলি অর্থাৎ কৌশানি ৷ গানটিতে হরেক রকমের বাদ্যযন্ত্রের ব্যবহার রয়েছে। যেমন দোতারা, সুফিয়া, বাংলা ঢোল, মাদল, দুবকি, করতাল। কোরিওগ্রাফি করেছেন মঙ্গেশ খেদেকার।

Dakatiya Banshi
'বহুরূপী' সিনেমার গানের প্রোমোশন (PR Handout)

এই ছবি কৌশানির কাছে দারুণ স্পেশাল তা আগেই ইটিভি ভারতকে জানিয়েছিলেন। তিনি বলেন, "অভিনেত্রী হিসেবে এটা আমার একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন। উইন্ডোজের সঙ্গে এটা আমার প্রথম কাজ। সবথেকে বড় কথা হল, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের মতো দু'জন ফিল্ম মেকারের সঙ্গে প্রথম কাজ। ওঁদের সঙ্গে কাজ করার স্বপ্ন যে কোনও অভিনেতাই দেখে। ইন্ডাস্ট্রিতে আসার পর আটটা বছর লেগে গেল ওঁদের সঙ্গে কাজ করতে। তবু তো হল।"

Dakatiya Banshi Songs
'ডাকাতিয়া বাঁশি'র তালে কৌশানী (PR Handout)

8 অক্টোবর পুজোর মধ্যেই রিলিজ করছে 'বহুরূপী'। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য৷ রেশমি সেন, নীল মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.