ETV Bharat / entertainment

মাণ্ডিতে মনোনয়ন পেশ বিজেপি প্রার্থী কঙ্গনার - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: মাণ্ডি সংসদীয় আসনে মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷ এর আগে জেলা সদরে রোড শো করেন তিনি । আজই ছিল হিমাচল প্রদেশে মনোনয়ন পেশের শেষ দিন ।

ETV BHARAT
মনোনয়ন পেশ করলেন কঙ্গনা রানাওয়াত (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 5:18 PM IST

মাণ্ডি, 14 মে: মনোনয়ন পত্র পেশ করলেন মাণ্ডি লোকসভা আসনের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷ একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বারাণসী থেকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, সেই একই সময়ে, হিমাচলপ্রদেশের ছোট কাশী নামে পরিচিত মাণ্ডিতে মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷ আগামী 1 জুন হিমাচলপ্রদেশে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ । হিমাচলে আজ মনোনয়ন প্রক্রিয়ার শেষ দিন ছিল । আর এই দিনেই ডিসি মাণ্ডির অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷

মনোনয়ন পেশের সময় কঙ্গনার সঙ্গে ছিলেন তাঁর মা আশা রানাওয়াত, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতা জয়রাম ঠাকুর ও বিজেপি রাজ্য সভাপতি রাজীব বিন্দল । এর আগে, কঙ্গনা রানাওয়াত একটি রোড শোতেও অংশ নেন ৷ সেই সময় তাঁর পাশে ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি সৌদান সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং রাজ্য সভাপতি রাজীব বিন্দাল ৷ এছাড়াও মাণ্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপি বিধায়করাও এ দিন সেখানে উপস্থিত ছিলেন । কঙ্গনার রোড শোতে অভিনেত্রীকে দেখতে ভিড় জমান বহু মানুষ । এই রোড শোর মাধ্যমে মাণ্ডি আসনে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করে বিজেপি ।

উল্লেখ্য, কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করে মাণ্ডি লোকসভা আসনকে সারা দেশে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে বিজেপি । কংগ্রেসও ক্যাবিনেট মন্ত্রী বিক্রমাদিত্য সিংকে মাণ্ডি আসন থেকে প্রার্থী করেছে । তিনি ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ।

হিমাচলপ্রদেশে চারটি লোকসভা আসন রয়েছে । 2014 এবং 2019 লোকসভা নির্বাচনে বিজেপি হিমাচলপ্রদেশের সিমলা, হামিরপুর, মাণ্ডি এবং কাংড়ার চারটি আসন জিতেছিল । মাণ্ডির তৎকালীন বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার মৃত্যুর পরে 2021 সালে অনুষ্ঠিত উপনির্বাচনে কংগ্রেস এই আসনটি জিতেছিল । বর্তমানে কংগ্রেসের রাজ্য সভাপতি প্রতিভা সিং মাণ্ডির সাংসদ ।

ETV BHARAT
মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত (নিজস্ব চিত্র)

প্রতিভা সিং হিমাচলের 6 বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী এবং বিক্রমাদিত্যের মা । এই পরিস্থিতিতে বিক্রমাদিত্য সিংয়ের সামনে মাণ্ডি আসন বাঁচানোর চ্যালেঞ্জ থাকবে এবং কঙ্গনার সামনে 2014 এবং 2019-এর পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার চ্যালেঞ্জ থাকবে । বীরভদ্র সিং মাণ্ডি লোকসভা আসন থেকে তিনবারের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন । বিক্রমাদিত্য সিং দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন এবং বর্তমানে হিমাচল সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী ৷ প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ৷ যেখানে তাঁকে কঙ্গনার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ।

কঙ্গনা রানাওয়াত জনপ্রিয় বলিউড অভিনেত্রী । অনবদ্য অভিনয়ের জন্য চারবার জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী পাওয়া কঙ্গনা রুপোলি পর্দা থেকে এ বার রাজনীতির ময়দানে খেলা শুরু করেছেন ৷ নতুন মাঠে নিজেদের প্রমাণ করাও তাঁদের জন্য চ্যালেঞ্জ । এর আগে বিভিন্ন সময়ে, বিভিন্ন বিতর্কিত ও চাঁছাছোলা মন্তব্য করে রাজনীতির লড়াইয়ে বিরোধীদের একের পর এক বিধ্বস্ত করার চেষ্টা চালিয়েছেন কঙ্গনা ৷ মাণ্ডি আসনে ফলাফল যাই হোক না কেন, মাণ্ডির লড়াই অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠেছে ।

আরও পড়ুন:

  1. নাম বিভ্রাট! আরজেডির বদলে বিজেপির তেজস্বীকে 'নষ্ট রাজকুমার' বলে সোশালে ট্রোল কঙ্গনা
  2. 'গোমাংস খাই না, আমি গর্বিত হিন্দু', কংগ্রেস নেতার অভিযোগ ওড়ালেন কঙ্গনা
  3. 'ভগবান রাম-বিষ্ণুর অংশ নরেন্দ্র মোদি', মান্ডির প্রচারে মন্তব্য কঙ্গনা'র

মাণ্ডি, 14 মে: মনোনয়ন পত্র পেশ করলেন মাণ্ডি লোকসভা আসনের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷ একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বারাণসী থেকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, সেই একই সময়ে, হিমাচলপ্রদেশের ছোট কাশী নামে পরিচিত মাণ্ডিতে মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷ আগামী 1 জুন হিমাচলপ্রদেশে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ । হিমাচলে আজ মনোনয়ন প্রক্রিয়ার শেষ দিন ছিল । আর এই দিনেই ডিসি মাণ্ডির অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত ৷

মনোনয়ন পেশের সময় কঙ্গনার সঙ্গে ছিলেন তাঁর মা আশা রানাওয়াত, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতা জয়রাম ঠাকুর ও বিজেপি রাজ্য সভাপতি রাজীব বিন্দল । এর আগে, কঙ্গনা রানাওয়াত একটি রোড শোতেও অংশ নেন ৷ সেই সময় তাঁর পাশে ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি সৌদান সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং রাজ্য সভাপতি রাজীব বিন্দাল ৷ এছাড়াও মাণ্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপি বিধায়করাও এ দিন সেখানে উপস্থিত ছিলেন । কঙ্গনার রোড শোতে অভিনেত্রীকে দেখতে ভিড় জমান বহু মানুষ । এই রোড শোর মাধ্যমে মাণ্ডি আসনে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করে বিজেপি ।

উল্লেখ্য, কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করে মাণ্ডি লোকসভা আসনকে সারা দেশে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে বিজেপি । কংগ্রেসও ক্যাবিনেট মন্ত্রী বিক্রমাদিত্য সিংকে মাণ্ডি আসন থেকে প্রার্থী করেছে । তিনি ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ।

হিমাচলপ্রদেশে চারটি লোকসভা আসন রয়েছে । 2014 এবং 2019 লোকসভা নির্বাচনে বিজেপি হিমাচলপ্রদেশের সিমলা, হামিরপুর, মাণ্ডি এবং কাংড়ার চারটি আসন জিতেছিল । মাণ্ডির তৎকালীন বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার মৃত্যুর পরে 2021 সালে অনুষ্ঠিত উপনির্বাচনে কংগ্রেস এই আসনটি জিতেছিল । বর্তমানে কংগ্রেসের রাজ্য সভাপতি প্রতিভা সিং মাণ্ডির সাংসদ ।

ETV BHARAT
মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত (নিজস্ব চিত্র)

প্রতিভা সিং হিমাচলের 6 বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী এবং বিক্রমাদিত্যের মা । এই পরিস্থিতিতে বিক্রমাদিত্য সিংয়ের সামনে মাণ্ডি আসন বাঁচানোর চ্যালেঞ্জ থাকবে এবং কঙ্গনার সামনে 2014 এবং 2019-এর পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার চ্যালেঞ্জ থাকবে । বীরভদ্র সিং মাণ্ডি লোকসভা আসন থেকে তিনবারের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন । বিক্রমাদিত্য সিং দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন এবং বর্তমানে হিমাচল সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী ৷ প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি ৷ যেখানে তাঁকে কঙ্গনার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ।

কঙ্গনা রানাওয়াত জনপ্রিয় বলিউড অভিনেত্রী । অনবদ্য অভিনয়ের জন্য চারবার জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী পাওয়া কঙ্গনা রুপোলি পর্দা থেকে এ বার রাজনীতির ময়দানে খেলা শুরু করেছেন ৷ নতুন মাঠে নিজেদের প্রমাণ করাও তাঁদের জন্য চ্যালেঞ্জ । এর আগে বিভিন্ন সময়ে, বিভিন্ন বিতর্কিত ও চাঁছাছোলা মন্তব্য করে রাজনীতির লড়াইয়ে বিরোধীদের একের পর এক বিধ্বস্ত করার চেষ্টা চালিয়েছেন কঙ্গনা ৷ মাণ্ডি আসনে ফলাফল যাই হোক না কেন, মাণ্ডির লড়াই অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠেছে ।

আরও পড়ুন:

  1. নাম বিভ্রাট! আরজেডির বদলে বিজেপির তেজস্বীকে 'নষ্ট রাজকুমার' বলে সোশালে ট্রোল কঙ্গনা
  2. 'গোমাংস খাই না, আমি গর্বিত হিন্দু', কংগ্রেস নেতার অভিযোগ ওড়ালেন কঙ্গনা
  3. 'ভগবান রাম-বিষ্ণুর অংশ নরেন্দ্র মোদি', মান্ডির প্রচারে মন্তব্য কঙ্গনা'র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.