ETV Bharat / entertainment

উত্তর কলকাতার অচেনা গলিতে রকবাজিতে সামিল বিশ্বনাথ-মৌমিতা - HARI GHOSHER GOAL BENGALI SERIAL

'হরি ঘোষের গোয়াল' ধারাবাহিকে হাসির মোড়কে তুলে ধরা হবে মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা।

Etv Bharat
নতুন ধারাবাহিকে বিশ্বনাথ-মৌমিতা (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 28, 2024, 12:13 PM IST

Updated : Oct 28, 2024, 12:32 PM IST

কলকাতা, 28 অক্টোবর: চলতি মাসেই মুক্তি পাচ্ছে বাংলা ছবি 'যমালয়ে জীবন্ত ভানু', আর তারপরেই বাংলা ধারাবাহিক নিয়ে নিয়মিত দর্শকের মনোরঞ্জনের ব্যবস্থা করেছেন প্রযোজক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। আসছে বাংলা ধারাবাহিক 'হরি ঘোষের গোয়াল'। পরিচালক নন্দিনী চট্টোপাধ্যায়। উত্তর কলকাতার মেজাজ এই ধারাবাহিকের রসদ ৷ নির্ভেজাল আড্ডা, স্বচ্ছ রসিকতা, কেতাদুরস্ত জীবনযাপন সব কিছুই হতে চলেছে এই ধারাবাহিকের ইউএসপি ৷

ধারাবাহিকে জমিদারের ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথ বসুকে। আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র টগর। চায়ের দোকানের দোকানী এই টগর। অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মৌমিতা পণ্ডিতকে ৷ ইটিভি ভারতের সঙ্গে কথা হলে তিনি বলেন, "টগর হল সর্ব ঘটে কাঁঠালী কলা। ওই চায়ের দোকানের বেঞ্চটা হরি ঘোষের গোয়ালের সভাঘর। যেখানে নিত্য নতুন ঘটনা ঘটে। টগরের চা, ডিম টোস্ট যেমন বিখ্যাত ততটাই বিখ্যাত টগরের কার্যকলাপ। ধারাবাহিকে হাসির মোড়কে সুখ দুঃখের কথা বলা হবে। আজকের দিনে সকলে হাসতে ভুলে যাচ্ছে। হরেক রকমের ক্রাইসিস। কিন্তু নির্ভেজাল হাসির অভাব ৷ আমাদের উদ্যেশ্য সেই হারিয়ে যাওয়া হাসি উপহার দেওয়া।"

মৌমিতা আরও জানান, "টগর অবিবাহিত। তার কাছে প্রেমের প্রস্তাব আসে। দোকানে অনেক রোমিও, মজনুদের আনাগোনা। টগর খুব স্টাইলিস্ট। সানগ্লাস, ছাতা, ছাপা গোল্ড প্রিন্ট-এর শাড়ি পরে সে। বেশ একটা 'টুনি ভাইবস' আছে চরিত্রটায়। আমি ভীষণ খুশি।" চরিত্র সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী আরও বলেন, 'এই চ্যানেলের ছুটি ছুটি ঘিরে আমার গোটা শৈশব। স্কুলে নার্সারিতে ভর্তি হওয়ার জন্য ইন্টারভিউ দিতে গিয়ে টিচারকে বলেছিলাম, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে। কেননা ছুটি ছুটি দেখব। মা অফিস চলে গেলে ছুটির দিনগুলোয় টিভির সামনে বসে থাকতাম আর ভাবতাম কীভাবে ঢোকা যায় টিভিতে। আজও ভাবলে একা একাই হাসি। সেদিন শুধু এই চ্যানেলটাই ছিল। শুধু ছুটি ছুটি নয়, 'জননী', 'জন্মভূমি', 'চিত্রহার', 'রঙ্গোলি', 'চিচিং ফাঁক' সবই আমার কাছে খুব প্রিয় বিনোদন ছিল।"

ধারাবাহিকের গল্পের দিকে তাকালে দেখা যায়, জমিদার হরিপ্রসন্ন ঘোষের নাম অনুযায়ী উত্তর কলকাতার একটি পাড়া হরি ঘোষ লেন। জমিদারি পড়ন্ত হলেও ঠাটবাট আগের মতোই আছে। ওদিকে পাড়ার সকলের থেকে ধার করে দিন চালায় এই বনেদি পরিবার। এই গলিতেই টগরের চায়ের দোকান রমরমিয়ে চলছে। ইতিমধ্যেই দশটি পর্বের শুটিং হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সব দিক ঠিক থাকলে আগামী বছরেই কলকাতা দূরদর্শনে ফের ধারাবাহিকের মজা নেবেন দর্শক। 'হরি ঘোষের গোয়াল' সম্প্রচারিত হবে প্রতি শনি ও রবিবার।

একটি মাসে আটটি পর্বে দেখানো হবে একটি করে নতুন গল্প। উত্তর কলকাতার মেস বাড়ি, কলতলা, রাস্তা, রোয়াক, বনেদি বাড়ি, ল্যাম্পপোস্ট, গলি সব ঘুরে দেখাবে ‘হরি ঘোষের গোয়াল’। আপাতত 100 পর্ব নিয়ে আসছে এই ধারাবাহিক। 'রোশনাই', 'কথা', 'জগদ্ধাত্রী'দের সঙ্গে টক্করে টক্করে লড়তে পারবে কি ডিডি বাংলায় শুরু হওয়া ‘হরি ঘোষের গোয়াল’ ধারাবাহিক? এবার সেটাই দেখার।

কলকাতা, 28 অক্টোবর: চলতি মাসেই মুক্তি পাচ্ছে বাংলা ছবি 'যমালয়ে জীবন্ত ভানু', আর তারপরেই বাংলা ধারাবাহিক নিয়ে নিয়মিত দর্শকের মনোরঞ্জনের ব্যবস্থা করেছেন প্রযোজক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। আসছে বাংলা ধারাবাহিক 'হরি ঘোষের গোয়াল'। পরিচালক নন্দিনী চট্টোপাধ্যায়। উত্তর কলকাতার মেজাজ এই ধারাবাহিকের রসদ ৷ নির্ভেজাল আড্ডা, স্বচ্ছ রসিকতা, কেতাদুরস্ত জীবনযাপন সব কিছুই হতে চলেছে এই ধারাবাহিকের ইউএসপি ৷

ধারাবাহিকে জমিদারের ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথ বসুকে। আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র টগর। চায়ের দোকানের দোকানী এই টগর। অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মৌমিতা পণ্ডিতকে ৷ ইটিভি ভারতের সঙ্গে কথা হলে তিনি বলেন, "টগর হল সর্ব ঘটে কাঁঠালী কলা। ওই চায়ের দোকানের বেঞ্চটা হরি ঘোষের গোয়ালের সভাঘর। যেখানে নিত্য নতুন ঘটনা ঘটে। টগরের চা, ডিম টোস্ট যেমন বিখ্যাত ততটাই বিখ্যাত টগরের কার্যকলাপ। ধারাবাহিকে হাসির মোড়কে সুখ দুঃখের কথা বলা হবে। আজকের দিনে সকলে হাসতে ভুলে যাচ্ছে। হরেক রকমের ক্রাইসিস। কিন্তু নির্ভেজাল হাসির অভাব ৷ আমাদের উদ্যেশ্য সেই হারিয়ে যাওয়া হাসি উপহার দেওয়া।"

মৌমিতা আরও জানান, "টগর অবিবাহিত। তার কাছে প্রেমের প্রস্তাব আসে। দোকানে অনেক রোমিও, মজনুদের আনাগোনা। টগর খুব স্টাইলিস্ট। সানগ্লাস, ছাতা, ছাপা গোল্ড প্রিন্ট-এর শাড়ি পরে সে। বেশ একটা 'টুনি ভাইবস' আছে চরিত্রটায়। আমি ভীষণ খুশি।" চরিত্র সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী আরও বলেন, 'এই চ্যানেলের ছুটি ছুটি ঘিরে আমার গোটা শৈশব। স্কুলে নার্সারিতে ভর্তি হওয়ার জন্য ইন্টারভিউ দিতে গিয়ে টিচারকে বলেছিলাম, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে। কেননা ছুটি ছুটি দেখব। মা অফিস চলে গেলে ছুটির দিনগুলোয় টিভির সামনে বসে থাকতাম আর ভাবতাম কীভাবে ঢোকা যায় টিভিতে। আজও ভাবলে একা একাই হাসি। সেদিন শুধু এই চ্যানেলটাই ছিল। শুধু ছুটি ছুটি নয়, 'জননী', 'জন্মভূমি', 'চিত্রহার', 'রঙ্গোলি', 'চিচিং ফাঁক' সবই আমার কাছে খুব প্রিয় বিনোদন ছিল।"

ধারাবাহিকের গল্পের দিকে তাকালে দেখা যায়, জমিদার হরিপ্রসন্ন ঘোষের নাম অনুযায়ী উত্তর কলকাতার একটি পাড়া হরি ঘোষ লেন। জমিদারি পড়ন্ত হলেও ঠাটবাট আগের মতোই আছে। ওদিকে পাড়ার সকলের থেকে ধার করে দিন চালায় এই বনেদি পরিবার। এই গলিতেই টগরের চায়ের দোকান রমরমিয়ে চলছে। ইতিমধ্যেই দশটি পর্বের শুটিং হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সব দিক ঠিক থাকলে আগামী বছরেই কলকাতা দূরদর্শনে ফের ধারাবাহিকের মজা নেবেন দর্শক। 'হরি ঘোষের গোয়াল' সম্প্রচারিত হবে প্রতি শনি ও রবিবার।

একটি মাসে আটটি পর্বে দেখানো হবে একটি করে নতুন গল্প। উত্তর কলকাতার মেস বাড়ি, কলতলা, রাস্তা, রোয়াক, বনেদি বাড়ি, ল্যাম্পপোস্ট, গলি সব ঘুরে দেখাবে ‘হরি ঘোষের গোয়াল’। আপাতত 100 পর্ব নিয়ে আসছে এই ধারাবাহিক। 'রোশনাই', 'কথা', 'জগদ্ধাত্রী'দের সঙ্গে টক্করে টক্করে লড়তে পারবে কি ডিডি বাংলায় শুরু হওয়া ‘হরি ঘোষের গোয়াল’ ধারাবাহিক? এবার সেটাই দেখার।

Last Updated : Oct 28, 2024, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.